সাধারণ জ্ঞান (ইসলাম)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 9299 বার পঠিত
খারেজী মতবাদ : পর্ব-৩
১. হযরত উছমান (রাঃ) কতদিন খেলাফতে অধিষ্ঠিত ছিলেন?
উত্তর : বারো দিন কম বারো বছর।
২. কত হিজরীতে প্রথম ফিতনা মাথা চাড়া দিয়ে উঠে?
উত্তর : ৩৭ হিজরীর পরবর্তী সময়ে।
৩. ক্ষমতা থাকতেও কে সহশীলতা ও মধ্যপন্থা বেছে নেন?
উত্তর: হযরত উছমান (রাঃ) ।
৪. উছমান (রাঃ) অবরুদ্ধ অবস্থায় ফাসেকরা ছালাতের ইমামতি করালে জনগণের মিশ্র প্রতিক্রিয়ার জবাবে তিনি কি বলেছিলেন?
উত্তর : ‘ছালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত’ অতএব তাদেরকে তা করতে দাও।
৫. আল্লাহদ্রোহীরা কতদিন হযরত উছমান (রাঃ) কে অবরুদ্ধ রেখেছিল?
উত্তর : দীর্ঘ চল্লিশ বা সাতচল্লিশ দিন।
৬. উছমান (রাঃ) কে কোন ঘাতক তাঁর মুখম-লে ও মাথার অগ্রভাগে অস্ত্র দিয়ে আঘাত করে ?
উত্তর : গাফেক্বী বিন হারব।
৭. কে তাঁর বুকের উপর চেপে বসে ছয়বার অস্ত্রবিদ্ধ করে তাঁকে হত্যা করে?
উত্তর : আমর ইবনুল হামক।
৮. খারেজীরা উছমান (রাঃ)-কে কি অবস্থায় হত্যা করেছিল?
উত্তর: ক্ষুধার্ত ও কুরআন তেলাওয়াতরত অবস্থায়।
৯. তিনি কত বছর বয়সে শহীদ হন?
উত্তর : ৮২ বছর বয়সে।
১০. দুনিয়াতে জান্নাতের সুসংবাদপ্রাপ্তদের মধ্যে তিনি কততম?
উত্তর : তৃতীয়তম।
১১. খারেজীদের কার খেলাফত কালে বহিঃপ্রকাশ ঘটে?
উত্তর : হযরত আলী (রাঃ)-এর খেলাফত কালে।
১২. কোন যুদ্ধ কে কেন্দ্র করেই খারেজী চরমপন্থীদের আত্মঃপ্রকাশ ঘটে?
উত্তর : ছিফফীনের যুদ্ধ।
১৩. হযরত আলী (রাঃ)-এর দল ত্যাগ করে ১২ বা ১৬ হাজার সৈন্য বের হয়ে কোথায় চলে গিয়েছিল?
উত্তর : ‘হারুরাহ’ নামক স্থানে চলে যায় ।
১৪. হযরত আলী (রাঃ) কে হত্যা করেছিল তার নাম কি?
উত্তর: আব্দুর রহমান বিন মুলজাম।
১৫. হযরত আলী (রাঃ) কে হত্যা করা হয়েছে, এ কথা শুনে কোন ব্যক্তি খুশি হয়ে কবিতা লিখেছিলেন?
উত্তর : কবি ইমরান ইবনু হিব্বান।
১৬. ইসলামের মৌলিক বিষয় সমূহকে তুচ্ছভেবে রাষ্ট্র ক্ষমতার উগ্র বাসনায় মুসলিম বিশ্বে কারা সর্বপ্রথম রক্তপাত ঘটিয়েছে?
উত্তর : খারেজীরাই সর্ব প্রথম রক্তপাত ঘটিয়েছে।
১৭. খারেজীরা হযরত আলী (রাঃ) ও উছমান (রাঃ) কে কি মনে করে হত্যা করে?
উত্তর : কুরআন বিরোধী, কাফের ও মুরতাদ।
১৮. খারেজীরা বা চরমপন্থীরা কোন আয়াত দ্বারা মানুষেকে ফাতওয়া দেয়?
উত্তর : إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ ‘আল্লাহ্ ছাড়া কারো হুকুম নেই’ (ইউসুফ-৪০, ৪৭)।
১৯. উক্ত আয়াতের জবাবে আলী (রাঃ) খারেজীদের কি বলেছিলেন?
উত্তর : كَلِمَةٌ حَقٌّ يُرَادُ بِهَا جُوْرٌ، إِنَّمَا يَقُوْلُوْنَ أَنْ لاَ إِمَارَةَ وَلاَ بُدَّ مِنْ إِمَارَةٍ بِرَّةٌ اَوْ فَاجِرَةٌ ‘কথা ঠিক কিন্তু বাতিল অর্থ নেওয়া হয়েছে। এরা বলতে চায় যে, (আল্লাহ ব্যতীত কারু) শাসন নেই। অথচ অবশ্যই শাসন ক্ষমতায় ভাল ও মন্দ সব ধরনের লোকই আসতে পারে’।
২০. খারেজী ও চরমপন্থীদের বিশেষ আক্বীদাগুলো কি কি?
উত্তর : ঈমানের হ্রাস বৃদ্ধি নেই, কাবীরা গোনাহ্গার ব্যক্তি কাফের হওয়াই হত্যা যোগ্য অপরাধী, উছমান ও আলী (রাঃ) সহ তাঁদের হাতে বায়‘আতকারী সকল ছাহাবী কাফের, দেশের বৈধ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা, সশস্ত্র সংগ্রাম করা ওয়াজিব, ব্যালট বা বুলেট অথবা যে কোন পন্থায় রাষ্ট্র ক্ষমতা দখল করা।
২১. পূর্বের চরমপন্থী খারেজীদের সাথে বর্তমানে কথিত জঙ্গীদের পুরোপুরি মিল রয়েছে কি? যদিও ইসলামী জঙ্গী বলা হচ্ছে?
উত্তর : হ্যাঁ, মিল রয়েছে। কারণ বিশ্বাস, কর্ম ও বৈশিষ্ট্যের মাধ্যমে পরিচয় ফুটে ওঠে।
২২. আধুনিক যুগে কাদের অধিকাংশ লেখনী রাজনৈতিক ক্ষমতা দখলকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে?
উত্তর: ক. সাইয়্যেদ আবুল আ‘লা মওদূদী খ. সাইয়্যেদ কুতুব।
২৩. মাওলানা মাওদূদীর ধারনা মতে ছালাত, ছিয়াম ,হজ্জ, যাকাত ও যিকর কিসের ইবাদত?
উত্তর : ইবাদতের জন্য প্রস্তুতকারী ‘অনুশীলন বা ট্রেনিং কোর্স মাত্র’।
২৪. ইসলামকে ধ্বংস করে কয়টি বস্তু ও কি কি ?
উত্তর: তিনটি বস্তু যথাঃ-(ক) আলেমের পদস্খলন (খ) আল্লাহর কিতাব নিয়ে মুনাফিকদের ঝগড়া (গ) পথভ্রষ্ট নেতাদের শাসন।
২৫. খ্যাতনামা তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতে দ্বীন ধ্বংসের কারণ কয়টি কি কি?
উত্তর : অত্যাচারী শাসকবর্গ, দুষ্টুমতি আলেমরা ও ছূফী পীর- মাশায়েখরা।
২৬. খারেজীদের সাথে সৃষ্টি হয় আরেকটি চরমপন্থী দল, সেই ভ্রান্ত ফের্কার নাম কি ?
উত্তর: শী‘আ।