জীবনটাকে গড়তে হবে
ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব
‘সংস্কৃতি’ একটি জাতির জন্য দর্পণ স্বরূপ, যাতে জাতির পরিচয় প্রতিবিম্বিত হয়। এজন্য সংস্কৃতিকে জাতির প্রাণ বললে অত্যুক্তি হয় না। বর্তমান বৈজ্ঞানিক অগ্রগতি মানবজাতির জন্য আশির্বাদের তুলনায় বহুগুণ অভিশাপে পরিণত হয়েছে। মানবীয় মূল্যবোধভিত্তিক সংস্কৃতিকে ধ্বংস করে তা আজ সমাজজীবনকে কলুষিত করে তুলেছে। বিশেষতঃ যুবসমাজ এর প্রভাবে যে ভয়াবহ হারে নৈতিকতা বিবর্জিত চরিত্রহীন শ্রেণীতে পরিণত হচ্ছে, তাতে মানব সভ্যতা আজ হুমকির সম্মুখীন। এরূপ ধ্বংসাত্মক পরিবেশে তরুণদের মাঝে ইসলামের চিরন্তন ও বিশুদ্ধ আদর্শ প্রচার ও সে আদর্শের আলোকে তাদের মাধ্যমে সুস্থ সাহিত্য বিনির্মাণ এবং জাতিকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত রাখার মহান লক্ষ্যেই ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর মুখপত্র ‘তাওহীদের ডাক’-এর অগ্রযাত্রা শুরু হয়েছিল আজ থেকে ২৫ বছর পূর্বে ১৯৮৫-এর ফেব্রুয়ারীতে। কিন্তু ষড়যন্ত্রের কারণে সরকারী নিবন্ধন না পাওয়ায় তা পরে বন্ধ হয়ে যায়। পুনরায় ১৯৯৬-এর ফেব্রুয়ারীতে একটি সংখ্যা প্রকাশিত হয়। অতঃপর চৌদ্দ বছরের মাথায় বর্তমান সংখ্যাটি প্রকাশিত হতে যাচ্ছে। ফালিল্লা-হিল হামদ। উল্লেখ্য যে, মাঝে মে ১৯৯২-তে ‘যুবসংঘ বার্তা’ এবং নভেম্বর ১৯৯৩ সালে ‘আল-ইত্তেহাদ’ নামে দু’টি পত্রিকাও প্রকাশ করা হয়েছিল।
‘তাওহীদ’ অর্থ একত্ব। নিজ সত্তা ও গুণাবলীতে আল্লাহকে একক ও অদ্বিতীয় বলে স্বীকার করা এবং ইবাদতের ক্ষেত্রে তাঁকেই একমাত্র উপাস্য হিসাবে মেনে নেওয়ার নাম তাওহীদ। যুগে যুগে পৃথিবীতে আগত সকল নবী-রাসূলের দায়িত্ব ছিল এই তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা। শেষনবীর পর উম্মতে মুহাম্মাদী হিসাবে এই গুরু দায়িত্ব এখন আমাদের। তাই উক্ত দায়িত্ব ও কর্তব্য পালনের দায়বদ্ধতাকে সামনে রেখে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার অংশ হিসাবে নব আঙ্গিকে ‘তাওহীদের ডাক’-এর শুভযাত্রা শুরু হল।
যারা আল্লাহ প্রেরিত অহি-র বিধানের সম্মুখে নিজের জ্ঞানকে সমর্পণ করবে এবং অহি-র সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নিবে, ইহকালের চেয়ে পরকালকে অগ্রাধিকার দেবে, সকল প্রতিকূলতার মধ্যেও পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী চলতে দৃঢ়চিত্ত হবে ‘তাওহীদের ডাক’ হবে তাদেরই মুখপত্র। ‘তাওহীদের ডাক’-এর পথ চলার শুরুতে মহান আল্লাহর নিকটে আমাদের একান্ত প্রার্থনা, তিনি যেন এর যাত্রাপথকে নিরাপদ ও নিষ্কণ্টক রাখেন, এর দিকে তাঁর বান্দাদের অন্তরসমূহকে ঝুঁকিয়ে দেন এবং আমাদেরকে তাওহীদী সমাজ গঠনের তাওফীক্ব দান করেন- আমীন!
দীর্ঘ দিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের এ শুভক্ষণে আমরা আমাদের সকল লেখক-লেখিকা, পাঠক-পাঠিকা, গ্রাহক ও শুভানুধ্যায়ী ভাই-বোনকে আন্তরিক সালাম ও মুবারকবাদ জানাচ্ছি এবং সকলের নিকটে দো‘আ চাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হৌন- আমীন!!