বাংলা অভিধানের কথা

রায়হানুল ইসলাম 9493 বার পঠিত

বাংলা হরফে মুদ্রিত ও কলকাতা থেকে প্রকশিত প্রথম বাংলা অভিধানের নাম ‘ইঙ্গরাজি ও বাঙ্গালি বোকেবিলোরি’ (১৭৯৩); পৃষ্ঠাসংখ্যা ৪৪৫। বাংলা ভাষায় প্রথম সুবৃহৎ অভিধান রচনার কৃতিত্ব হেনরি পিটস ফরস্টারের। ১৭৯৯ সাল থেকে ১৮০২ সালের মধ্যে তিনি দুই খন্ডে ৮৪৪ পৃষ্ঠার বাঙ্গালা-ইঙ্গরেজী অভিধান প্রকাশ করেন, যাতে ২০,০০০ বাংলা শব্দের ইংরেজী অর্থ স্থান পায়। এরপর প্রকাশিত আরও কয়েকটি দ্বিভাষিক বাংলা অভিধান হচ্ছে : A Vocabulary :Bengali and English (মোহনপ্রসাদ ঠাকুর, কলকাতা, ১৮০৫), A Dictionary of Bengalee Language (উইলিয়াম কেরী, কলকাতা, ১৮১৫), Dictionary in English and Bengali (জন মেন্ডিস, শ্রীরামপুর, ১৮২২), A Dictionary in Bengalee and English (তারাচাঁদ চক্রবর্তী, কলকাতা, ১৮২৭), দ্বিভাষার্থকাভিধান (উইলিয়াম মর্টন, কলকাতা, ১৮২৮), A Vocabulary : English and Bengalee (জে ডি পিয়ার্সন, কলকাতা, ১৮২৯), A Dictionary :Bengali and sanskrit (জি সি হটন, কলকাতা, ১৮৩৩) এবং A Dictionary in English and Bengalee (রামকমল সেন, কলকাতা, ১৮৩৪)।

বাংলা ভাষায় মুদ্রিত প্রথম সম্পূর্ণ বাংলা-বাংলা অভিধান হচ্ছে রামচন্দ্র বিদ্যাবাগীশের বঙ্গভাষাভিধান। এটি প্রকাশিত হয় ১৮১৭ খৃষ্টাব্দে কলকাতা থেকে। এরপর প্রকাশিত আরও কয়েকটি একভাষিক বাংলা অভিধান হচ্ছে : বঙ্গভাষাভিধান (রামেশ্বর তর্কালঙ্কার, কলকাতা, ১৮৩৯), শব্দাম্বুধি (মুক্তারাম বিদ্যাবাগীশ, কলকাতা, ১৮৫৩), প্রকৃতিবাদ অভিধান (রামকমল বিদ্যালঙ্কার, কলকাতা, ১৮৬৬), সরল বাঙ্গালা অভিধান (সুবল মিত্র, কলকাতা, ১৯০৬), বাঙ্গালা ভাষার অভিধান (জ্ঞানেন্দ্রমোহন দাস, কলকাতা, ১৯১৭), চলন্তিকা (রাজশেখর বসু, কলকাতা, ১৯৩০), বঙ্গীয় শব্দকোষ (হরিচরণ বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৯৩২), ব্যবহারিক শব্দকোষ (কাজী আব্দুল ওদুদ, কলকাতা, ১৯৫৩), সংসদ বাঙ্গালা অভিধান (শৈলেন্দ্র বিশ্বাস, কলকাতা, ১৯৫৫) ইত্যাদি।

১৯৫৫ সালে ঢাকায় বাংলা একাডেমী প্রতিষ্ঠার পর বাংলা অভিধানের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হয়। প্রতিষ্ঠার পরবর্তী ত্রিশ বছরে বাংলা একাডেমী প্রায় ৬০ খানা অভিধানজাতীয় গ্রন্থ প্রকাশ করে। এ প্রতিষ্ঠানের আঞ্চলিক ভাষার অভিধান (১৯৬৫), ব্যবহারিক বাংলা অভিধান (১৯৭৪), ছোটদের অভিধান (১৯৮৩), চরিতাভিধান (১৯৮৫), উচ্চারণ অভিধান (১৯৮৯), সংক্ষিপ্ত বাংলা অভিধান (১৯৯২), সমকালীন বাংলা ভাষার অভিধান (১৯৯৩), ইংলিশ-বেঙ্গলি ডিকশনারি (১৯৯৩), বেঙ্গলি-ইংলিশ ডিকশনারি (১৯৯৪), বানান অভিধান (১৯৯৪), সহজ বাংলা অভিধান (১৯৯৫), লেখক অভিধান (১৯৯৮) প্রভৃতির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।



আরও