ফিলিস্তীন থেকে বলছি

হেবাতুল্লাহ 9075 বার পঠিত

হেবাতুল্লাহ, ফিলিসীতন।  

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভ্রাতা ও ভগ্নিগণ! আপনাদের কাছে আমার একটি আবেদন। দয়া করে আমাকে হতাশ করবেন না। আমার আবেদনটি খুব সাধারণ। তবে খুব বড় একটা বিষয়ে। হে বায়তুল আকছার কল্যাণকামী উম্মত!! দয়া করে আমার এ চিঠিটি ফেলে না রেখে আপনার নিকটস্থদের নিকট পেঁŠছে দিন। কেবল পাঠ করা নয়, আল-আকছা এখন আপনাদের অন্তরখোলা দো‘আর জন্য খুব বেশী মুখাপেক্ষী; যেন আল্লাহ রাববুল আলামীন নিকৃষ্ট দখলদারদের হাত থেকে তাঁর ঘরকে রক্ষা করেন। কয়েকদিন আগ থেকে আল-কুদসের বাজার এলাকাগুলো সরিয়ে নিয়ে ও কুদসের প্রাচীর থেকে প্রাচীন ঐতিহ্যবাহী পাথরগুলো অপসারণ করে জায়নিস্টরা সেখানে সুরম্য শহর গড়ে তোলার কাজ জোরদারভাবে শুরু করে দিয়েছে। আল্লাহর কসম! সেখানকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন কেয়ামত হয়ে গেছে। তারা সেখানে মুসলিম প্রবেশকারীদের বাধা দিচ্ছে, অথচ ইহুদীরা সদর্পে সেখানে এমনভাবে ঘুরে বেড়াচ্ছে যেন তারা নিজ বাসস্থানে অবস্থান করছে আর শত্রুদের হাত থেকে মসজিদকে রক্ষার দায়ভার নিয়েছে। ইতিমধ্যে তারা হারাম শরীফ ও প্রাচীরের অভ্যমত্মরে অবস্থানরত পরিবারগুলোকে তাদের বাড়ি থেকে বিতাড়িত করেছে এবং অবশিষ্টদের উপর এতবেশী কর ধার্য করেছে যেন তারা অচিরেই সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। এছাড়া আক্রমণাত্মকভাবে ভয়-ভীতি প্রদর্শন তো অব্যাহত রয়েছেই। প্রায়ই তারা নারীদের বিনিময়ে পুরুষদের আটক করে কারারুদ্ধ করছে।

অতএব হে মুসলিম পরিচয় ধারনকারী উম্মত! আমরা আপনাদের সমর সহযোগিতা চাই না, চাই না আপনাদের অর্থ সহযোগিতা, এমনকি সহমর্মিতাও। আমাদের একটাই মাত্র চাওয়া আপনাদের কাছে তা হল- রাত্রির গভীরে, প্রতি ছালাত আদায়ের পর এবং আযান ও ইক্বামতের সময় একটুখানি অন্তরখোলা দো‘আ ও খালিছ নিয়তের কয়েকফোটা অশ্রুবিন্দু। আমার বিশ্বাস এতে আপনাদের খুব কষ্ট হবে না। আবারও বলছি, দয়া করে আমার চিঠির বিষয়বস্ত্ত যেন আপনাদের না ভাবায় যে, আমাদের সহযোগিতা প্রয়োজন। আমাদের প্রয়োজন শুধুমাত্র আপনাদের দো‘আ, কেবলই দো‘আ, আর কিছুই নয়। হে বায়তুল আকছার প্রভু! আকছার এ পবিত্র মাটিকে অভিশপ্ত ইহুদী-নাছারাদের কবল থেকে রক্ষা কর। হে আদ ও ছামূদ কওমের ধবংসকারী প্রভু! তুমি এই যালিমদের সংঘবদ্ধ আক্রমণকে ধুলিস্যাৎ করে দাও। তুমি আমাদের অন্তরকে তোমার দ্বীনের সাহায্যে অবনত করে দাও। আমাদের মাঝে অনৈক্যের প্রাচীর অবলুপ্ত করে আমাদের নিয়তের খুলুছিয়াত ফিরিয়ে দাও। তোমার দ্বীনের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার শক্তি ও ধৈর্য আমাদেরকে দান কর। ফিলিস্তীনসহ সকল দেশের মযলূম মুসলিমদেরকে তুমি রক্ষা কর। আমীন ইয়া রববাল আলামীন!!      (৫ মার্চ, ২০১০)



আরও