সংগঠন সংবাদ (যেলা সমূহ পুনর্গঠন)
তাওহীদের ডাক ডেস্ক
কর্মী ও সুধী সম্মেলন
দূর্গাপুর, রাজশাহী ১৭ ফেব্রুয়ারী বুধবার : অদ্য বাদ মাগরিব ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা যুবসংঘের সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুস্তাকীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক আরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকা আন্দোলন-এর সভাপতি জনাব এমদাদুল হক ।
চন্ডিপুর, যশোর ২১ মার্চ রবিবার : অদ্য বাদ মাগরিব ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চন্ডিপুর শাখার উদ্যোগে এক তাবলীগী সভার আয়োজন করা হয়। আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আকবর হুসাইন, কেন্দ্রীয় সাধারাণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন, যশোর যেলা আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ বযলুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মুত্ত্বালিব বিন ঈমান প্রমুখ।
বড়গাছী, নওহাটা, রাজশাহী ২২ মার্চ সোমবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বড়গাছী এলাকার উদ্যোগে বড়গাছী উত্তরপাড়া আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গনে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’-এর এলাকা সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব মেরাজুদ্দীন মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়গাছী ইউপি চেয়ারম্যান জনাব মোবারক হোসাইন। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি শায়খ আমানুল্লাহ বিন ইসমাঈল আল-মাদানী। বক্তব্য রাখেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক শেখ আব্দুছ ছামাদ এবং তাবলীগ সম্পাদক আরীফুল ইসলাম।
কদমতলা, সাতক্ষীরা ২৫ মার্চ বৃহস্পতিবার : অদ্য বিকাল ৫-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সাতক্ষীরা সাংগঠনিক যেলার উদ্যোগে ‘তাবলীগী ইজতেমা’১০’ কে সফল করার লক্ষ্যে কদমতলা আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা যুবসংঘের সভাপতি অধ্যাপক মুহাম্মাদ শাহীদুয্যামান ফারূকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা যুবসংঘের সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুযাফ্ফর রহমান, প্রচার সম্পাদক মুহাম্মাদ লুৎফর রহমানসহ যেলা যুবসংঘের প্রায় সকল দায়িত্বশীল। সমাবেশে সাতক্ষীরা যেলার বিভিন্ন এলাকা ও শাখার দায়িত্বশীলবৃন্দ সহ বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।
কর্মী প্রশিক্ষণ
জাফরনগর, যশোর, ২১ মার্চ রবিবার : অদ্য বাদ যোহর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঝিকরগাছা, জাফরনগর এলাকার উদ্যোগে জাফরনগর আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণের আয়োজন করা হয়। যেলা যুবসংঘের সভাপতি আব্দুস সালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবসংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আকবার হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবসংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর এম এম কলেজ শাখা যুবসংঘের সভাপতি মুহাম্মাদ মনিরুযযামান শাহীন, ফতেহপুর আহলেহাদীছ জামে মসজিদের ইমাম মুহাম্মাদ ইয়ানুর রহমান প্রমুখ।
ছাত্র সমাবেশ
মজিদপুর, কেশবপুর, যশোর ৭ ফেব্রুয়ারী রবিবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যশোর যেলার মজিদপুর শাখার উদ্যোগে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। মজিদপুর আহলেহাদীছ জামে মসজিদের ইমাম মুহাম্মাদ ইসমাঈল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবসংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আকবর হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা যুবসংঘের সভাপতি আব্দুস সালাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আমীনুর রহমান, দফতর সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ। উক্ত ছাত্র সমাবেশে এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষার্থীদের শুভেচ্ছা হাদিয়া দেয়া হয়।
কৃতি ছাত্র সংবর্ধনা
ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯ ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ঢাকা যেলা যুবসংঘ অফিসে কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যলয়য়ের সভাপতি হুসাইন আল-মাহমূদ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবসংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা যেলা আন্দোলনের অর্থ সম্পাদক হারূনুর রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাতি আহসানুর রাকীব, সাধারণ সম্পাদক আব্দুর রাকীব, জসীমুদ্দীন হলের সাংগঠনিক সম্পাদক আল-আমীন। কুরআন তেলাওয়াত করেন জিয়া হলের অর্থ সম্পাদক হাফেয অহিদুয্যামান এবং ইসলামী জাগরণী পেশ করেন ঢাবির অর্থ সম্পাদক মেহেদী আরীফ।