সাম্প্রতিক বাংলাদেশ

তাওহীদের ডাক ডেস্ক 9324 বার পঠিত

  1. প্রশ্ন : সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বর্তমানে বেঞ্চ সংখ্যা কত?

       উত্তর : ৪৮টি (জানুয়ারী ২০১০ পর্যন্ত)।

  1. প্রশ : ‘পুলিশ জাদুঘর’ স্থাপিত হচ্ছে কোথায়?

       উত্তর : ঢাকার মিন্টো রোডের মহানগর পুলিশ কমিশনারের 

       পুরাতন ভবনে (১৩ জানুয়ারী ২০১০ সিদ্ধান্ত গ্রহণ করা হয়)।

  1. প্রশ্ন : বাংলাদেশের রেলওয়েতে আন্তঃদেশীয় ট্রেন মৈত্রী এক্সপ্রেসসহ মোট কতটি আন্তঃনগর ট্রেন চলাচল করে?

          উত্তর : ৭২টি (বেসরকারীভাবে পরিচালিত ট্রেনের সংখ্যা ৬৩টি)।

  1. প্রশ্ন : বাংলাদেশ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর বর্তমান নাম কি?

       উত্তর : সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার (২১ জানুয়ারী

       ২০১০ নতুন নামকরণ করা হয়)।

  1. প্রশ্ন : বাংলাদেশে প্রথম কবে, কোন ব্যাংক সূদমুক্ত কৃষিঋণ বিতরণ করে?

       উত্তর : ২৩ জানুয়ারী ২০১০; জনতা ব্যাংক লি.।

  1. প্রশ্ন : বঙ্গবন্ধু হত্যা মামলায় পাঁচ আসামীর ফাঁসি কার্যকর হয় কবে?

       উত্তর : ২৭ জানুয়ারী ২০১০।

  1. প্রশ্ন : জাতীয় পরিচয়পত্রের মেয়াদকাল কত?

       উত্তর : ১৫ বছর।

  1. প্রশ্ন : আয়তনে দেশের বৃহত্তম বিভাগ কোনটি?

       উত্তর : চট্টগ্রাম।

  1. প্রশ্ন : বর্তমান বিশ্বে বাংলাভাষার অবস্থান কততম?

       উত্তর : ষষ্ঠ।

  1. প্রশ্ন : ৬৪ যেলার ওয়েব পোর্টাল (তথ্য বাতায়ন) উদ্বোধন হয় কবে?

       উত্তর : ৬ জানুয়ারী ২০১০।

  1. প্রশ্ন : ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪১তম থানার নাম কি?

       উত্তর : গেন্ডারিয়া।

  1. প্রশ্ন : দেশের ১৮তম প্রধান বিচারপতির নাম কি?

       উত্তর : বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম।

  1. প্রশ্ন : রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম জনপদ বাঘাইছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে রক্তাক্ত সংঘাত হয় কবে?

       উত্তর : ২০ ফেব্রুয়ারী ২০১০।

  1. প্রশ্ন : জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগ-এর তথ্য মতে, বাংলাদেশে দারিদ্রে্যর হার কত?

       উত্তর : ৫০.৫%। উলে­খ্য, বাংলাদেশ সরকারের তথ্য মতে,   

       ৪০%।

  1. প্রশ্ন : বাংলাদেশের সাথে কতটি দেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে?

       উত্তর : ১৭৯টি।

  1. প্রশ্ন : জাতীয় সংসদের কার্যক্রম প্রচার করার জন্য কোন টিভি চ্যানেল হচ্ছে?

       উত্তর : সংসদ বাংলাদেশ।

  1. প্রশ্ন : বাংলাদেশের প্রথম ও একমাত্র বেসরকারী মহিলা ডেন্টাল কলেজের নাম কি?

       উত্তর : সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ।

  1. প্রশ্ন : ২০১০ সালে কোন রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশ সফর করেন?

       উত্তর : আব্দুল­াহ গুল (তুরস্ক)।

  1. প্রশ্ন : মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের বর্তমান নাম কি?

       উত্তর : মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়।

  1. প্রশ্ন : বাংলাদেশের জনপ্রতি বৈদেশিক ঋণের পরিমাণ কত?

       উত্তর : ১৪৯.৫৪ মার্কিন ডলার।



আরও