সাম্প্রতিক আন্তর্জাতিক

তাওহীদের ডাক ডেস্ক 8772 বার পঠিত

  1. প্রশ্ন : ২০১০ সালের ডিসেম্বর-জানুয়ারীতে ইউরোপজুড়ে হওয়া তুষার ঝড়ের নাম কি?

       উত্তর :  ডেইজি।

  1. প্রশ্ন : ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে কবে ভয়াবহ ভূমিকম্প হয়?

       উত্তর :  ১২ জানুয়ারী ২০১০।

  1. প্রশ্ন : বিশ্বের কতটি দেশে তথ্য অধিকার আইন রয়েছে?

       উত্তর :  ১৫৮টি (বাস্তবায়ন হয়েছে ৭২টি দেশে); জানুয়ারী 

       ২০১০ পর্যন্ত।

  1. প্রশ্ন : ২০১০ সালের EFA গে­াবাল মনিটরিং রিপোর্ট অনুযায়ী সার্কভুক্ত দেশের মধ্যে স্বাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি?

       উত্তর :  মালদ্বীপ; ৯৭%।

  1. প্রশ্ন : বিশ্বের উচ্চতম বিমানবন্দরের নাম কি?

       উত্তর :  বামদা বিমানবন্দর (তিববত)।

  1. প্রশ্ন : অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অষ্টম মহাসচিব কে?

       উত্তর :  সলিল শেঠি (ভারত)।

  1. প্রশ্ন : ২৬ জানুয়ারী ২০১০ পৃথিবী থেকে কোন ভাষাটি হারিয়ে যায়?

       উত্তর :  ‘বো’ ভাষা।  

  1. প্রশ্ন : কেন্দ্রীয় শাসন নেই কোন স্বাধীন দেশটিতে?

        উত্তর :  সোমালিয়া।  

  1. প্রশ্ন : গ্রাহক ও নেটওয়ার্কের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম মোবাইল কোম্পানী কোনটি?

       উত্তর :  চায়না মোবাইল।

  1. প্রশ্ন : ২০১০ সালের বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সূচক-এ বাংলাদেশের অবস্থান কত?

       উত্তর :  ১৩৭।

  1. প্রশ্ন : বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশী কার্বন নির্গমনকারী দেশ কোনটি?

       উত্তর :  চীন (দ্বিতীয় যুক্তরাষ্ট্র)।

  1. প্রশ্ন : পাকিস্তানের সামরিক শক্তি ধ্বংসে ভারত কোন আক্রমণাত্মক মতবাদ গ্রহণ করেছে?

       উত্তর :  কোড স্টার্ট ওয়ার ডক্ট্রিন।

  1. প্রশ্ন : বিশ্বের সর্বাধিক বিদেশী মুদ্রা রিজার্ভের দেশ কোনটি?

       উত্তর :  চীন।

  1. প্রশ্ন : ইথনোলগ : ল্যাঙ্গুয়েজেস অব দ্য ওয়ার্ল্ড -এর মতে, বিশ্বে প্রচলিত ভাষা কতটি?

       উত্তর :  ৬৯০৯টি।

  1. প্রশ্ন : ১৯ ফেব্রুয়ারী ২০১০ উদ্বোধনকৃত ইরানের তৈরী প্রথম যুদ্ধ জাহাজের নাম কি?

       উত্তর :  জামরান।

  1. প্রশ্ন : ৪ জানুয়ারী ২০১০ উদ্বোধনকৃত বিশ্বের সর্বোচ্চ ভবনের বর্তমান নাম কি?

       উত্তর :  বুর্জ খলীফা (দুবাই, আরব আমিরাত)।

  1. প্রশ্ন : ২০১০ সালে ইসলাম ধর্মে বিশেষ অবদানের জন্য কে বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করে?

       উত্তর :  রেসেপ তায়েপ এরদোগান (তুরস্ক)।

  1. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের নাম কি?

       উত্তর :  হারমনি এক্সপ্রেস (চীন)।

  1. প্রশ্ন : ১৩ ফেব্রুয়ারী ২০১০ মার্কিন প্রেসিডেন্ট ওবামা মুসলিম বিশ্বের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন কাকে?

       উত্তর :  রাশাদ হাসান।

  1. প্রশ্ন : বিশ্বের কোন দেশে সর্বাধিক (১০৪টি) পরমাণু বিদ্যুৎ প্রকল্প চালু রয়েছে? উত্তর :  যুক্তরাষ্ট্র। 


আরও