আইকিউ

তাওহীদের ডাক ডেস্ক 8987 বার পঠিত

[কুইজ-১ ও কুইজ-২ এর সঠিক উত্তর লিখে নাম-ঠিকানাসহ ৩০ এপ্রিলের মধ্যে পাঠিয়ে দিন। সর্বোচ্চ উত্তরদাতাদের তিনজনকে পুরষ্কৃত করা হবে। -বিভাগীয় সম্পাদক]

কুইজ-১

  1. কুরআনের কোন সূরা দুটি ফলের নামে শুরু হয়েছে?
  2. কোন শাসকের আমলে কাবা শরীফ বর্তমান ভিত্তিতে স্থাপন করা হয়?
  3. সর্বপ্রথম ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ শব্দটি লিখেছিলেন কোন নবী?
  4. সূরা ফাতিহা ছাড়া আর কোন সূরা শুরু হয়েছে ‘আল-হামদুলিল্লাহ দ্বারা?
  5. আল্লাহ সর্বপ্রথম কী সৃষ্টি করেন?
  6. ফিলিপাইনের রাজধানী ম্যানিলার পূর্বনাম কী ছিল?
  7. স্পেনের পূর্বনাম কী ছিল?
  • ‘জিব্রালটার’ প্রণালীর পূর্ব নাম কী?
  1. মৌমাছির চোখ কয়টি?
  2. শব্দের গতির চেয়ে আলোর গতি বেশী- এ তত্ত্বটি প্রথম আবিষ্কার করেন কোন মুসলিম বিজ্ঞানী?

কুইজ-২

  1. আল্লাহর নিকট বান্দার কোন আমল সর্বাধিক প্রিয়?

ক. ছালাত। খ. পিতামাতার সেবা। গ. জ্ঞানার্জন। ঘ. নিয়মিত আদায়কৃত কোন সৎআমল।

  • আল্লাহর পথে দাওয়াত প্রদানের হুকুম কি?

ক. ফরযে আইন। খ.ফরযে কেফায়া। গ. সুন্নাতে মুআক্কাদাহ। ঘ. মুবাহ। 

  • একটি সংগঠন টিকে থাকার জন্য অপরিহার্য শর্ত কী?

ক. নেতৃত্ব ও আনুগত্য। খ. অর্থ। গ. সঠিক কর্মসূচী। ঘ. উত্তম লক্ষ্য-উদ্দেশ্য।

  1. ‘বদ্চরিত্র মূলত: তিনটি -অহংকার,লজ্জাহীনতা ও হীনমন্যতা’- কথাটি কে বলেছিলেন?

ক. ইবনু তাইমিয়া। খ. ইমাম গাযালী। গ. ইবনুল কাইয়িম। ঘ. ইবনুল আরাবী।

  • ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?

ক. ৫ ফেব্রু, ১৯৭৮। খ. ৬ এপ্রিল, ১৯৮০। গ. ১২ ফেব্রু ১৯৯১। ঘ. ১৩ মার্চ, ১৯৮৫।

  • সর্বাধিক মুসলিম বাস করে কোন মহাদেশে?

ক. আফ্রিকা। খ. এশিয়া। গ. ইউরোপ। ঘ. আমেরিকা।

  1. স্পেনের প্রথম মুসলিম শাসক কে ছিলেন?

ক. তারিক বিন যিয়াদ। খ. মূসা বিন নুসায়ের। গ. আব্দুর রহমান আদ-দাখিল। ঘ. মুহাম্মাদ বিন ইউসুফ।

  1. খ্যাতিমান লেখিকা মরিয়ম জামিলা কত সালে ইসলাম গ্রহণ করেন?

ক. ১৯৩৪। খ. ১৯৫৩। গ. ১৯৬৩। ঘ. ১৯৬১।

  1. বাংলাদেশে কতটি উপজাতি রয়েছে?

ক. ৩৫টি। খ. ৪৫টি। গ.৫৫টি। ঘ. ২৫টি।

  1. বর্তমানে বাংলাদেশে দারিদ্রে্যর হার কত?

ক. ৪০.৫%। খ. ৩৮%। গ.৪২%। ঘ. ৫০.৫%

                                       (উত্তরের জন্য বর্তমান সংখ্যাটি দেখুন)

গত সংখ্যার আইকিউ -এর সঠিক উত্তর

১. গ, ২. গ,  ৩. ক,  ৪. খ,  ৫. খ,  ৬. ক,  ৭. ক,  ৮. গ,  ৯. ক, ১০. ক,  ১১. গ,  ১২. গ,  ১৩. গ,  ১৪. ক,  ১৫. ক,  ১৬. ক, ১৭. ক, ১৮. ঘ, ১৯. গ, ২০. ঘ।

শব্দজট

[শব্দজটটি পূরণ করে নাম-ঠিকানাসহ ৩০ এপ্রিলের মধ্যে পাঠিয়ে দিন। সঠিক উত্তরদাতাদের তিনজনকে পুরস্কৃত করা হবে। এবারের শব্দজটটি তৈরী করেছেন ছাদিক মাহমূদ, ইস.স্টাডিজ বিভাগ,রাবি]

পাশাপাশি :

১. ইসলামের দ্বিতীয় রুকুন ৩. যা ইসলামী শরীআত সমর্থিত/ বৈধ  ৫. মর্যাদা/ মাহাত্ম্য ৬. শিরোভূষণ ৭. বার্তা/ সংবাদ বাহক ৯. বিবাহের পাত্র ১০. স্বর্গোদ্যান ১২. তওবা ছাড়া ক্ষমার অযোগ্য পাপ ১৪. রাত্রী ১৫. দ্বারের আবরণ।

উপর-নীচ :

১. যে আমলের প্রতিদান বান্দাকে স্বয়ং আল্লাহ প্রদান করবেন ২. একটি সূরার নাম ৩. যা ইসলামী শরীআত সমর্থিত নয়/ অবৈধ ৪. ভাল/ কপাল ৭. নতুন ৮. শ্রেষ্ঠ ১০. একটি রুকূ-সিজদাহবিহীন ছালাত ১১. পদ্ধতি ১২. গুরুজন ১৩. প্রতারণা/ শঠতা।

 

গত সংখ্যার কুইজ ও শব্দজট বিজয়ীরা

প্রথম : ইনামুল্লাহ বিন আব্দুর রহীম

২২০ বংশাল রোড, ২য় তলা, ঢাকা-১১০০।

দ্বিতীয় : মুহাম্মাদ মুয্যাম্মিল হক্ব

২৬৩/২ শেরে বাংলা রোড, খুলনা।

তৃতীয় : মুহাম্মাদ হাবিবুল্লাহ

বান্দাইখাড়া উচ্চবিদ্যালয়, আত্রাই, নওগাঁ।

 

গত সংখ্যার শব্দজট-এর সঠিক উত্তর

পাশাপাশি: ১. কালেমা ৩. দখল ৪. পয়সা ৫. নয়ন ৭. রাখাল ৮. বর্ষণ ৯. কলম ১০ বল্লম ১২. আলাক ১৩. নশ্বর।

উপর-নীচ: ২. মাদরাসা ৪. পচন ৬. নজরান ৯. কলরব ১১. মশক ১২. আন্দোলন।



আরও