সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 474 বার পঠিত

যুব সমাবেশ

সাঘাটা, গাইবান্ধা ২৩ আগস্ট সোমবার : অদ্য বাদ যোহর সাঘাটা কলেজপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর আহবায়ক মুহাম্মাদ খলীলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক শেখ আব্দুছ ছামাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক শিহাবুদ্দীন আহমাদ। সমাবেশে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র ও যুবক অংশগ্রহণ করেন।

ছাত্র সমাবেশ

কদমতলা, সাতক্ষীরা ৭ সেপ্টেম্বর মঙ্গলবার : অদ্য বেলা ২-টায় কদমতলা আহলেহাদীছ জামে মসজিদের দ্বিতীয় তলায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সাতক্ষীরা সাংগঠনিক যেলার উদ্যোগে এক ছাত্র সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ শাহীদুয্যামান ফারূক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও যশোর এম এম কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর এম নযরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ রফীকুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড.এ. এস. এম. আযীযুল্লাহ ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক শেখ আব্দুছ ছামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মাওলানা গোলাম সারোয়ার, মাহমূদপুর সীমান্ত আদর্শ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মাওলানা মহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুযাফফর রহমান। সমাবেশে প্রায় দুই শতাধিক ছাত্র অংশগ্রহণ করে।

ছাত্র সংবর্ধনা

বংশাল, ঢাকা ৪ আগস্ট বুধবার : অদ্য রাত ৮-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা যেলার উদ্যোগে যেলা কার্যালয়ে নাজিরা বাজারস্থ মাদরাসাতুল হাদীছের ২০১০ ইং শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীছের ছাত্রদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মুহাম্মাদ শফীকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী মুহাম্মাদ হারূনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রাকীব, যেলা ‘আন্দোলন’-এর মুবাল্লিগ মুহাম্মাদ শফীকুল ইসলাম। অনুষ্ঠানে যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যেলার পক্ষ থেকে বিদায়ী ছাত্রদের পুরস্কার প্রদান করা হয়।

আলোচনা সভা

শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ ৩০ জুলাই শুক্রবার : অদ্য বাদ যোহর যেলার শিবগঞ্জ থানাধীন বিশ্বনাথপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ যেলার উদ্যোগে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দায়িত্বশীল বৈঠকে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অনুষ্ঠানে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ৯ আগস্ট সোমবার : অদ্য বাদ আছর ‘দারুল হাদীছ বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর সভাপতি ইমামুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ আব্দুছ ছামাদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, দফতর সম্পাদক হারূনুর রশীদ প্রমুখ। অনুষ্ঠানে হাফেয মুকাররমকে সভাপতি ও মুহাম্মাদ আতীকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২০০৯-১০ সেশনের জন্য ৯ সদস্য বিশিষ্ট রাবি ‘যুবসংঘ’ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় সভাপতি নতুন দায়িত্বশীলদের শপথ পাঠ করান।

রাজশাহী মহানগরী, ২৪ আগস্ট মঙ্গলবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী মহানগরী কমিটি পুনর্গঠন উপলক্ষে নওদাপাড়া মাদরাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী নহানগরী ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয মুকাররমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ আব্দুছ ছামাদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, দফতর সম্পাদক হারূনুর রশীদ প্রমুখ। অনুষ্ঠানে মুখতারুল ইসলামকে সভাপতি ও হাফেয আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট মহানগর ‘যুবসংঘ’ কমিটি পুনর্গঠন করা হয়। কেন্দ্রীয় সভাপতি নতুন দায়িত্বশীলদের শপথ পাঠ করান।

‘যুবসংঘ’ নেতৃবৃন্দের কৃতিত্বপূর্ণ ফলাফল

২০০৯-এ অনুষ্ঠিত (০৭-০৮ সেশন) ও ২০১০ সালে ফল প্রকাশিত মাস্টার্স পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুযাফ্ফর বিন মুহসিন (প্রথম শ্রেণীতে প্রথম, আধুনিক গ্রুপ) ও অর্থ সম্পাদক শেখ আব্দুছ ছামাদ (সাধারণ গ্রুপ) ১ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। একই বিভাগ থেকে বর্তমানে সোনামণি কেন্দ্রীয় পরিচালক ও সাবেক রাবি ‘যুবসংঘ’ সভাপতি ইমামুদ্দীন (আধুনিক গ্রুপ) ও রাজশাহী যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সেক্রেটারী হাশেম আলী (সাধারণ গ্রুপ) ১ম শ্রেণীতে উত্তীর্ণ হন। এছাড়া একই সনে অনুষ্ঠিত পরীক্ষায় ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক আরীফুল ইসলাম (বি গ্রুপ) ও কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব (প্রথম শ্রেণীতে প্রথম, বি গ্রুপ) কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। উল্লেখ্য, ০৬-০৭ সেশনেও (অনুষ্ঠিত ২০০৯) মাস্টার্স পরীক্ষায় আরবী বিভাগ থেকে বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম (অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম ও ফ্যাকাল্টি ফার্স্ট এবং মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম, আধুনিক গ্রুপ) এবং সাবেক সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক ও রাবি ‘যুবসংঘ’ সভাপতি আব্দুল হালীম বিন ইলইয়াস (অনার্সে প্রথম শ্রেণীতে ৪র্থ এবং মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম, সাধারণ গ্রুপ) কৃতিত্বপূর্ণ রেজাল্টের অধিকারী হন। ফালিল্লাহিল হাম্দ। তারা সকলের দো‘আপ্রার্থী।



আরও