নি শা ন

ফররুখ আহমদ 8859 বার পঠিত

আজ কি অন্ধ নফসের সব

জিন্দানখানা ভাঙতে হবে?

পিছু ঠেলা দিয়ে জড় রোগীদের

দেবে কি আবার বিপুল গতি;

আল-বোর্জের অচল শিখরে

বহাবে কি প্রাণ স্রোতস্বতী!

নিশান আমার! একদিন তুমি হে দূত ঊষার

খালেদের হাতে, তারেকের হাতে, হ’য়েছ সওয়ার,

উমর আলির হাতের নিশান নবীজীর দান;

আমাদের কাছে নিশান তোমার শিখা হ’ল ম্লান।

তুমি আনো ফের হেজাজ মাঠের মরু সাইমুম

ভাঙো আঁধারের শিখর, ওড়াও জড়তার ঘুম,

তুমি আনো সাথে মানবতার সে নির্ভীক ঝড়

প্রলয়াকাশের বুকে জীবনের দাও স্বাক্ষর,

আউষ ধানের দেশে মদিনার সৌরভ ভার

ঝড় বৈশাখে জাগো নির্ভীক, জাগো নিশঙ্ক হেলাল আবার!

হও প্রতিষ্ঠ আকাশে আকাশে নিশান আমার

নিশান আমার।।

(কবি ফররুখ আহমদের ‘সাতসাগরের মাঝি’ কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত দু’টি কবিতার অংশবিশেষ)

 



বিষয়সমূহ: কবিতা
আরও