সংগঠন সংবাদ
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 664 বার পঠিত
২১শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ৬-টায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও ইসলামী জাগরণী পরিবেশনের মাধ্যমে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর বার্ষিক কর্মী সম্মেলনের কার্যক্রম শুরু হয়। প্রথমে স্বাগত ভাষণ পেশ করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাকবীম আহমাদ। উদ্বোধনী ভাষণ পেশ করেন কর্মী সম্মেলনের সভাপতি ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। এরপর ‘সংগঠনের অগ্রগতির উপায় সমূহ’ বিষয়ে যেলা সভাপতি ও প্রতিনিধিগণের মধ্য হ’তে পরামর্শমূলক বক্তব্য পেশ করেন বরিশাল যেলা সভাপতি কায়েদ মাহমূদ ইমরান, নরসিংদী যেলা সভাপতি আব্দুস সাত্তার, ঝিনাইদহ যেলা সভাপতি আসাদুল্লাহ মিলন, লালমণিরহাট যেলা সভাপতি আব্দুল কাইয়ূম, যশোর যেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহীম, নারায়ণগঞ্জ যেলা সভাপতি জালালুল কবীর, বগুড়া যেলা সভাপতি আল-আমীন, পাবনা যেলা সভাপতি হাসান আলী ও চট্টগ্রাম যেলা আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসায়েন। ‘কর্মীদের গুণাবলী’ বিষয়ে বক্তব্য পেশ করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয়প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম, ‘আহলেহাদীছ আন্দোলন কি চায়, কেন চায়, কিভাবে চায়’বিষয়ে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় সহ-সভাপতি আরীফুল ইসলাম, ‘আজকের সোনামণিরা আগামী দিনের যুবসংঘ’ বিষয়ে বক্তব্য পেশ করেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক আবদুল হালীম, ‘সুশৃঙ্খল সমাজ গঠনে যুবসংঘ-এর ভূমিকা’ বিষয়ে বক্তব্য পেশ করেন সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, জঙ্গীবাদের বিরুদ্ধে আহলেহাদীছ যুবসংঘ-এর ভূমিকা’ বিষয়ে বক্তব্য পেশ করেন সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ড. নূরুল ইসলাম, কর্মপদ্ধতি পর্যালোচনা করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম। আরো বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন প্রমুখ।
অতঃপর প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, ‘আহলেহাদীছ আন্দোলন’-এর প্রধানতম সংস্কার কর্মসূচী তিনটি : ১. নেতৃত্বের সংস্কার, ২. শিক্ষা সংস্কার ও ৩. অর্থনৈতিক সংস্কার। আমরা বিশ্বাস করি আল্লাহ প্রেরিত সর্বশেষ ‘অহি’ পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ হ’ল অভ্রান্ত সত্যের চূড়ান্ত মানদন্ড। উক্ত অহি-র সত্যকে মানব জীবনের সকল দিক ও বিভাগে প্রতিষ্ঠা করা ও সেই আলোকে সমাজের আমূল সংস্কারের লক্ষ্যে আমরা উক্ত তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে থাকি।
তিনি বলেন, আমাদের নেতৃত্ব নির্বাচনের সাথে অন্যান্য সংগঠনের নেতৃত্ব নির্বাচনের মিল নেই। এমনকি আহলেহাদীছ নামের অন্যান্য সংগঠনের সাথেও আমাদের নেতৃত্ব নির্বাচনে পার্থক্য রয়েছে। এখানে যোগ্য নির্বাচকদের পরামর্শের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়। শুধুমাত্র ইলম দিয়ে নেতা হওয়া যায় না। ইলমের সাথে যোগ্যতা লাগে। যোগ্যতার সাথে লাগে সাহস। রাজতন্ত্রে রাজার ছেলে নেতা হয়। গণতন্ত্রে অধিকাংশের রায়ে নেতৃত্ব নির্বাচিত হয়। আমাদের এখানে এর কোনটাই নেই।
আমীরে জামা‘আত বলেন, আমরা যাওয়ার পথে। ভবিষ্যতে যুবসংঘের ছেলেরাই নেতৃত্ব দিবে। বিদায়বেলায় এটুকুই বলতে চাই, তোমরা লক্ষ্যে দৃঢ় থাকবে এবং স্থির অটল একটি দেহের বন্ধনে আবদ্ধ থাকবে। কেননা ঐক্যবদ্ধ একটি সংগঠনকে ধ্বংস করার ক্ষমতা কারু নেই। আমাদের লক্ষ্য দৃঢ় থাকার কারনেই আজ এ পর্যন্ত আসতে পেরেছি। তিনি বলেন, আমরা দু’ধরণের বাধার সম্মুখীন হয়েছি। ১. লোভের বাধা। সেটি হ’ল মাল ও মর্যাদার লোভ। ২. ভয়ের বাধা। আর এই উভয় বাধা মোকাবেলা করেই লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে। অতঃপর সমাপনী বক্তব্য পেশ করেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার।
‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মনোনয়ন
কর্মী সম্মেলনের ১ম দিন রাতে ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্যদের সর্বসম্মত পরামর্শের ভিত্তিতে ২০১৮-২০২০ সেশনের জন্য ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি হিসাবে সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (২০১০-১২ ও ২০১২-১৪ সেশন) আহমাদ আব্দুল্লাহ ছাকিবকে মনোনীত করা হয়। অতঃপর ২৭শে সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ সম্পন্ন হয়। পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ :
নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা | যেলা |
আহমাদ আব্দুল্লাহ ছাকিব | সভাপতি | এম.এ | রাজশাহী |
মুস্তাফীযুর রহমান সোহেল | সহ-সভাপতি | এম.কম | নারায়ণগঞ্জ |
মুস্তাক্বীম আহমাদ | সাধারণ সম্পাদক | বি.এ | রাজশাহী |
আবুল কালাম | সাংগঠনিক সম্পাদক | কামিল | জয়পুরহাট |
আব্দুল্লাহিল কাফী | অর্থ সম্পাদক | এম.এ | রাজশাহী |
ইহসান ইলাহী যহীর | প্রচার সম্পাদক | দাওরায়ে হাদীছ, এম.এ | কুমিল্লা |
মুহাম্মাদ আসাদুল্লাহ | প্রশিক্ষণ সম্পাদক | এম.পি.এইচ (শেষ বর্ষ) | ঝিনাইদহ |
আব্দুল্লাহ আল-মামূন | ছাত্র বিষয়ক সম্পাদক | এম.এ (অধ্যয়নরত) | বগুড়া |
মুখতারুল ইসলাম | তথ্য ও প্রকাশনা সম্পাদক | এম.এ | রাজশাহী |
শামীম আহমাদ | সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক | আলিম | সিরাজগঞ্জ |
সা‘দ আহমাদ | সমাজকল্যাণ সম্পাদক | এস.এস.সি | মেহেরপুর |
মুহাম্মাদ আজমাল | দফতর সম্পাদক | এম.এ | রাজশাহী |
যেলা সমূহ পুনর্গঠন
রাজশাহী সদর, রাজশাহী ২৮শে সেপ্টেম্বর শুক্রবার : ২০১৮-২০ সেশনের নব-নির্বাচিত কেন্দ্রীয় কর্মপরিষদ ২৭শে সেপ্টেম্বর’১৮ তারিখে দায়িত্ব গ্রহণের পর গঠনতন্ত্রের বিধান অনুযায়ী ৪৫ দিনের মধ্যে দেশব্যাপী সকল যেলায় কমিটি পুনর্গঠনের কর্মসূচী হাতে নেয়। সে হিসাবে অদ্য বাদ আছর ‘যুবসংঘ’ রাজশাহী সদর সাংগঠনিক যেলার উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ যেলা কার্যালয়ে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজমালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর, অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও তথ্য ও প্রকাশনা সম্পাদক মুখতারুল ইসলাম। অনুষ্ঠানে নাজীদুল্লাহকে সভাপতি ও আমীনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
সোনাপুর, মহাদেবপুর, নওগাঁ ১লা অক্টোবর’১৮ রোজ সোমবার : অদ্য সকাল ১০-টায় সোনাপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ নওগাঁ সাংগঠনিক যেলা পুর্নগঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা আন্দোলনের সভাপতি মাওঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা আফযাল হোসাইন। পরিশেষে আব্দুর রহমানকে সভাপতি ও শাহীনুর রহমানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
ছোট বেলাইল, বগুড়া, ৪ঠা অক্টোবর, বৃহঃবার : অদ্য বাদ আছর ‘যুবসংঘ’ বগুড়া সাংগঠনিক যেলার উদ্যোগে শহরের ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অনুষ্ঠানে আল-আমীনকে সভাপতি ও আব্দুর রায্যাককে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
চাঁদপুর, বিরামপুর, দিনাজপুর পূর্ব ৪ঠা অক্টোবর’১৮ রোজ বৃহস্পতিবার : অদ্য বিকাল ৩-টায় চাঁদপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দিনাজপুর পূর্ব সাংগঠনিক যেলা পুর্নগঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট যেলা যুবসংঘের সভাপতি নাজমুল হক। অনুষ্ঠানে রায়হানুল ইসলামকে সভাপতি ও সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
বিরল, দিনাজপুর, ৫ই অক্টোবর, শুক্রবার : অদ্য বিকাল ৪-টায় ‘যুবসংঘ’ দিনাজপুর (পশ্চিম) সাংগঠনিক যেলার উদ্যোগে বিরল আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি সাজ্জাদ তুহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব এবং সোনামণির কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম। অনুষ্ঠানে সাজ্জাদ তুহিনকে সভাপতি ও মুছাদ্দিক বিল্লাহকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
বাকাল, সাতক্ষীরা ১৭ই অক্টোবর’১৮ রোজ বুধবার : অদ্য বিকাল ৪টায় বাকাল দারুল হাদীছ আহমাদিয়া সালাফিয়া মাদরাসায় ‘যুবসংঘ’ সাতক্ষীরা সাংগঠনিক যেলা পুর্নগঠন উপলক্ষ্যে এক কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলনে’র সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামাআত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মোহাম্মাদ মুজাহিদুর রহমানকে সভাপতি এবং নাজমুল আহসানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন করা হয়।
কালদিয়া, বাগেরহাট ১৮ই অক্টোবর’১৮ রোজ বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় কালদিয়া আল-মারকাযুল ইসলামী মাদরাসায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বাগেরহাট সাংগঠনিক যেলা পুর্নগঠন উপলক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলনে’র সভাপতি সরদার আশরাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলনে’র অর্থ সম্পাদক মামুনুর রশীদ। পরিশেষে আব্দুল্লাহ আল-মাছুমকে আহবায়ক করে বাগেরহাট যেলা ‘যুবসংঘে’র আহবায়ক কমিটি গঠন করা হয়।
সোনাডাঙ্গা, ১৮ই অক্টোবর’১৮ খুলনা বৃহস্পতিবার : অদ্য বাদ আছর গোবরচাকা মুহাম্মাদিয়া জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ খুলনা সাংগঠনিক যেলা পুর্নগঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি শোয়াইব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশে’র কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোক্তাদির বাবু ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলনে’র সাধারণ সম্পাদক মোযাম্মেল হক। পরিশেষে শোয়াইব হোসাইনকে সভাপতি ও রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
ষষ্টিতলা রোড, ১৯ই অক্টোবর’১৮ যশোর রোজ শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যশোর টাউন আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যশোর সাংগঠনিক যেলা পুর্নর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা আন্দোলনের সভাপতি বযলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সাবেক সভাপতি ও ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশে’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা আন্দোলনে’র সাধারণ সম্পাদক মনীরুযযামান, অর্থ সম্পাদক আব্দুল আযীয। পরিশেষে হাফেয তরিকুল ইসলামকে সভাপতি ও আব্দুর রহীমকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
খামার মুসলিম পাড়া, রংপুর ২৬শে অক্টোবর’১৮ রোজ শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রংপুর সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে শেখ জামালউদ্দিন আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা যুবসংঘে’র সভাপতি শিহাবুদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলনে’র সভাপতি প্রফেসর হেলালুদ্দীন, দিনাজপুর পূর্ব যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান। পরিশেষে আব্দুন নূর সরকারকে সভাপতি এবং নাজমুছ ছাকিবকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
মনিপুর, গাযীপুর ১৯শে অক্টোবর’১৮ রোজ শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘যুবসংঘ’ গাযীপুর সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে মনিপুর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলনে’র সভাপতি হাবীবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম আহমাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলনে’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। পরিশেষে শরীফুল ইসলামকে সভাপতি এবং শরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
চট্টগ্রাম সদর, চট্টগ্রাম ২৬শে অক্টোবর’১৮ রোজ শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চট্টগ্রাম সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলনে’র সভাপতি ডাঃ শামীম আহমাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম আহমাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ যেলা ‘আন্দোলনে’র সমাজ কল্যাণ সম্পাদক আবু বকর ছিদ্দীক। পরিশেষে মুহাম্মাদ আলমগীরকে সভাপতি এবং জসীমুদ্দীনকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
পাঁচদোনা, নরসিংদী ২৫শে অক্টেবর’১৮ রোজ বৃহস্পতিবার :
অদ্য বিকাল ৪টায় পাঁচদোনা বাযার আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ নরসিংদী সাংগঠনিক যেলা পুর্নগঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলনে’র সভাপতি আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মোহাম্মাদ আব্দুস সাত্তারকে সভাপতি এবং দেলোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন করা হয়।
শোলক, উজিরপুর, বরিশাল ২৫শে অক্টেবর’১৮ রোজ বৃহস্পতিবার : অদ্য বাদ আছর শোলক আহলেহাদীছ জামে মসজিদে বরিশাল যেলা ‘যুবসংঘ’ পুর্নগঠিত হয়। কায়েদ মাহমুদ ইমরানকে সভাপতি এবং আমীনুর রহমানকে সাধারণ সম্পদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান ইলাহী যাহীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল মজীদ, পিরোজপুর যেলা ‘আন্দোলনে’র সভাপতি মাহবুবুল আলম, বরিশাল যেলা ‘আন্দোলনে’র সভাপতি ইবরাহীম কাউছার সালাফী, সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রকীবুল ইসলাম নাসির, অর্থ সম্পাদক সেলিম মেম্বার ও সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
শাসনগাছা, কুমিল্লা ২৬শে অক্টোবর’১৮ রোজ শুক্রবার : অদ্য বিকাল ৪টায় শাসনগাছা আল-মারকাযুল ইসলামী মাদরাসায় ‘যুবসংঘ’ কুমিল্লা সাংগঠনিক যেলা পুর্নগঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলনে’র সভাপতি মাওলানা ছফীউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর ঢাকা যেলা সাধারণ সম্পাদক তাসলীম সরকার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আহমাদুল্লাহকে সভাপতি এবং রুহুল আমীনকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন করা হয়।
কোর্ট কম্পাউন্ড, সদর, ফরিদপুর ২৬শে অক্টোবর’১৮ রোজ শুক্রবার : অদ্য ফরিদপুর শহরে ফরিদপুর যেলা ‘যুবসংঘ’ পুর্নগঠিত হয়। আমীনুল ইসলামকে সভাপতি এবং তুহীনুল ইসলামকে সাধারণ সম্পাদক মানোনীত করা হয়। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’এর কেন্দ্রীয় প্রচার সম্পদক ইহসান ইলাহী যাহীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলনে’র সভাপতি দেলোয়ার হোসেন।
মৈশালা, পাংশা, রাজবাড়ি ২৬শে অক্টোবর’১৮ রোজ শুত্রুবার : অদ্য বাদ জুম‘আ মৈশালা আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘ’ পুর্নগঠন উপলক্ষ্যে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলনে’র সভাপতি মাকবুল হোসাইনের সভাপতিত্বে উক্ত সমাবেশ কেন্দ্রীয় মেহমান হিসাবে বক্তব্য পেশ করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান ইলাহী যাহীর। পরিশেষে ইমরোজ ইমরানকে সভাপতি এবং হাসান মিয়াকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। যেলা ‘আন্দোলনে’র দায়িত্বশীলবৃন্দ সহ দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অনুষ্ঠানে যোগদান করে।
কাঞ্চন, নারায়ণগঞ্জ, ২৭শে অক্টোবর’১৮ রোজ শনিবার :
অদ্য সকাল ১০টায় সংগঠনের কাঞ্চনস্থ যেলা কার্যালয়ে ‘যুবসংঘ’ নারায়ণগঞ্জ সাংগঠনিক যেলা পুর্নগঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলনে’র সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, সহ-সভাপতি মুস্তাফিযুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক মোস্তাকীম আহমাদ। উক্ত অনুষ্ঠানে জালালুল কবীরকে সভাপতি এবং মোহাম্মাদ মাহফূযুর রহমানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন করা হয়।
কাজলা, মতিহার, রাজশাহী ৩১ শে অক্টোবর’১৮ রোজ বুধবার: অদ্য বাদ মাগরিব কাজলাস্থ হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ ভবনে ‘যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’ রাবি সভাপতি কাউছার আহমাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব, প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর ও দফতর সম্পাদক আজমাল হোসাইন। পরিশেষে আব্দুর রউফ সালাফীকে সভাপতি এবং বুরহানুদ্দীনকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
বহলতলী, কোটালীপাড়া, গোপালগঞ্জ ২৪ শে অক্টোবর’১৮ বুধবার : অদ্য বাদ এশা বহলতলী আহলেহাদীছ জামে মসজিদে ২০১৮-২০২০ সেশনের জন্য গোপালগঞ্জ সাংগঠনিক যেলা পুর্নর্গঠিত হয়। আশিকুর রহমান রাজুকে সভাপতি এবং জসীমুদ্দীনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’ এর কমিটি পুর্নর্গঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান ইলাহী যাহীর ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলনে’র আহবায়ক কমিটি সদস্য হাফেয লায়েকুয্যামান ও উপদেষ্টা ইবরাহীম শিকদার প্রমুখ।
সোহাগদল, স্বরূপকাঠী, পিরোজপুর ২৫শে অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বাদ বেলা ১১:৩০ মিনিটে সোহাগদল দারুস সালাম আহলেহাদীছ পিরোজপুর যেলা ‘যুবসংঘ’ পুর্নর্গঠিত হয়। তাওহীদুল ইসলামকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পিরোজপুর সাংগঠনিক যেলা কমিটি ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান ইলাহী যাহীর ও কেন্দ্রীয় দাঈ অধ্যপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা আন্দোলনের উপদেষ্টা জনাব শাহ আলম মাস্টার, যেলা আন্দোলনের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।
যুগীপাড়া, নাটোর ৩০শে অক্টোবর’১৮ সোমবার : অদ্য বাদ ১১-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নাটোর সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে যুগীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলনে’র সভাপতি ড. মুহাম্মাদ আলীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম। পরিশেষে মাজেদুর রহমানকে সভাপতি এবং আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
মুন্সীপাড়া, নীলফামারী ১লা নভেম্বর’১৮ রোজ বৃহস্পতিবার :
অদ্য বাদ ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নীলফামারী পশ্চিম সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে মুন্সীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলনে’র সভাপতি হাকিম মুস্তাফীযুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও সোণামনি সহপরিচালক আবু হানীফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল-‘আওন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রাকীবুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির প্রমুখ। পরিশেষে ওলীউল ইসলামকে সভাপতি এবং ফযলুল হককে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
দক্ষিণ গয়াবাড়ী, ভেংটিয়াপাড়া নীলফামারী ১লা নভেম্বর’১৮ রোজ বৃহস্পতিবার : অদ্য বাদ ২-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নীলফামারী পূর্ব সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে লাল জুম‘আ আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও সোণামনি সহপরিচালক আবু হানীফ। পরিশেষে আশরাফ আলীকে সভাপতি এবং মুনীরুযযামানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
মহিষখোচা, লালমনিরহাট ২রা নভেম্বর’১৮ শুত্রুবার : অদ্য বাদ ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ লালমনিরহাট সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে মুন্সীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলনে’র সভাপতি শহিদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও সোণামনি সহপরিচালক আবু হানীফ। পরিশেষে শিহাবুদ্দীনকে সভাপতি এবং আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
আরামনগর, জয়পুরহাট ২রা নভেম্বর’১৮ শুত্রুবার : অদ্য বাদ ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে আরামনগর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলনে’র সভাপতি মাহফুযূর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম। পরিশেষে নাজমুল হককে সভাপতি এবং মুস্তাক আহমাদ সারোয়ারকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
কাজীপুর, সিরাজগঞ্জ ২রা নভেম্বর’১৮ শুত্রুবার : অদ্য বাদ জুম‘আ নয়াপাড়া কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ সিরাজগঞ্জ যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’ সভাপতি মাওলানা মুহাম্মাদ মুর্তজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম আহমাদ ও দফতর সম্পাদক আজমাল হোসাইন। পরিশেষে ওয়াসিম রেযাকে সভাপতি এবং জামালুদ্দীনকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
সাহারবাটি, মেহেরপুর ৩রা নভেম্বর’১৮ শনিবার : অদ্য বাদ জুম‘আ সাহারবাটি কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ মেহেরপুর যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’ সভাপতি মাওলানা মানছূরুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার এবং দফতর সম্পাদক আজমাল হোসাইন। পরিশেষে ইয়াকুব হোসাইনকে সভাপতি এবং নাজমুল হোসাইনকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।