সাধারণ জ্ঞান

তাওহীদের ডাক ডেস্ক 8908 বার পঠিত

  1. দেশের ৪৮৩তম উপযেলা ব্রাহ্মণবাড়িয়ার ‘বিজয়নগর’-এর প্রশাসনিক কার্যক্রম শুরু হয় কবে?

উঃ ৩ আগস্ট ২০১০।

  • দেশের ১৯তম সরকারী মেডিকেল কলেজ কোনটি?

উঃ যশোর মেডিকেল কলেজ।

  • দেশের প্রথম প্রস্তাবিত হাতি অভায়াশ্রম স্থাপিত হচ্ছে কোথায়?

উঃ শেরপুর।

২০১০ সালের আগস্টে বাংলাদেশের কোথায় অ্যানথ্রাক্স বা তড়কা রোগের বিস্তার ঘটে?   উঃ সিরাজগঞ্জ ও পাবনা যেলায়।

  1. দেশের প্রস্তাবিত তৃতীয় সমুদ্রবন্দর নির্মিত হবে কোথায়?

উঃ কলাপাড়া, পটুয়াখালী।

  • বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) চালু করা হয় কবে? উঃ ২ জুন ২০১০।
  • রংপুর বিভাগের যাত্রা শুরু হয় কবে?

উঃ ১ জুন ২০১০।

  1. বাংলাদেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক অবজারভার বন্ধ হয় কবে?

উঃ ৮ জুন ২০১০ (প্রকাশকাল ১৯৪৯)।

  • বাংলাদেশে প্রথম ইলেক্ট্রনিক ভোটিং (ই-ভোটিং) কার্যক্রম শুরু হয় কবে এবং কোথায়?

উঃ ১৭ জুন ২০১০, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জামাল খান কেন্দ্রে।

  1. ২৩ মে ২০১০ প্রথম বাংলাদেশী হিসাবে এভারেষ্ট জয় করেন কে?

উঃ মুসা ইব্রাহিম।

  1. বর্তমানে বাংলাদেশে সরকারী বিশ্ববিদ্যালয় আছে কতটি?

উঃ ৩১টি।

  1. ২০১০ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার? উঃ ৭৫০।
  2. ‘‘বাংলা ২৪ ঘণ্টা’’ স্লোগান নিয়ে পূর্ণ সম্প্রচার শুরু করা দেশের একমাত্র ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক স্যাটেলাইট চ্যানেলের নাম কি?

উঃ এটিএন নিউজ।

  1. ১ জুন ২০১০ দেশে কোন পত্রিকার প্রকাশনা বাতিল ঘোষণা করা হয়? উঃ দৈনিক আমার দেশ।
  2. বর্তমান মহাজোট সরকারের সময়ে দেশে প্রথমবারের মত হরতাল পালিত হয় কবে?

উঃ ২৭ জুন ২০১০।

  1. ১৬ জুন প্রথম নারী হিসেবে জাতীয় সংসদে স্পিকারের আসনে বসেন কে?

উঃ সানজিদা খানম।

  1. ২০১০ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, বাংলাদেশে স্বাক্ষরতার হার কত? উঃ ৫৪.৮%
  2. ১ জুলাই ২০১০, ঢাকা বিশ্ববিদ্যালয় কততম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে? উঃ ৯০তম।
  3. পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ কোন দেশের সাথে, কবে সহযোগিতা কাঠামো চুক্তি করেছে?

উঃ রাশিয়া, ২১ মে ২০১০।

  1. বাংলাদেশ নৌবাহিনীর কোন দু’টি যুদ্ধজাহাজ প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেয়?

উঃ বি এন এস ওসমান ও বি এন এস মধুমতি।

  1. বর্তমান দেশে থানার সংখ্যা কত?

উঃ ৬০৯টি।



আরও