- দেশের ৪৮৩তম উপযেলা ব্রাহ্মণবাড়িয়ার ‘বিজয়নগর’-এর প্রশাসনিক কার্যক্রম শুরু হয় কবে?
উঃ ৩ আগস্ট ২০১০।
- দেশের ১৯তম সরকারী মেডিকেল কলেজ কোনটি?
উঃ যশোর মেডিকেল কলেজ।
- দেশের প্রথম প্রস্তাবিত হাতি অভায়াশ্রম স্থাপিত হচ্ছে কোথায়?
উঃ শেরপুর।
২০১০ সালের আগস্টে বাংলাদেশের কোথায় অ্যানথ্রাক্স বা তড়কা রোগের বিস্তার ঘটে? উঃ সিরাজগঞ্জ ও পাবনা যেলায়।
- দেশের প্রস্তাবিত তৃতীয় সমুদ্রবন্দর নির্মিত হবে কোথায়?
উঃ কলাপাড়া, পটুয়াখালী।
- বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) চালু করা হয় কবে? উঃ ২ জুন ২০১০।
- রংপুর বিভাগের যাত্রা শুরু হয় কবে?
উঃ ১ জুন ২০১০।
- বাংলাদেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক অবজারভার বন্ধ হয় কবে?
উঃ ৮ জুন ২০১০ (প্রকাশকাল ১৯৪৯)।
- বাংলাদেশে প্রথম ইলেক্ট্রনিক ভোটিং (ই-ভোটিং) কার্যক্রম শুরু হয় কবে এবং কোথায়?
উঃ ১৭ জুন ২০১০, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জামাল খান কেন্দ্রে।
- ২৩ মে ২০১০ প্রথম বাংলাদেশী হিসাবে এভারেষ্ট জয় করেন কে?
উঃ মুসা ইব্রাহিম।
- বর্তমানে বাংলাদেশে সরকারী বিশ্ববিদ্যালয় আছে কতটি?
উঃ ৩১টি।
- ২০১০ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার? উঃ ৭৫০।
- ‘‘বাংলা ২৪ ঘণ্টা’’ স্লোগান নিয়ে পূর্ণ সম্প্রচার শুরু করা দেশের একমাত্র ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক স্যাটেলাইট চ্যানেলের নাম কি?
উঃ এটিএন নিউজ।
- ১ জুন ২০১০ দেশে কোন পত্রিকার প্রকাশনা বাতিল ঘোষণা করা হয়? উঃ দৈনিক আমার দেশ।
- বর্তমান মহাজোট সরকারের সময়ে দেশে প্রথমবারের মত হরতাল পালিত হয় কবে?
উঃ ২৭ জুন ২০১০।
- ১৬ জুন প্রথম নারী হিসেবে জাতীয় সংসদে স্পিকারের আসনে বসেন কে?
উঃ সানজিদা খানম।
- ২০১০ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, বাংলাদেশে স্বাক্ষরতার হার কত? উঃ ৫৪.৮%
- ১ জুলাই ২০১০, ঢাকা বিশ্ববিদ্যালয় কততম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে? উঃ ৯০তম।
- পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ কোন দেশের সাথে, কবে সহযোগিতা কাঠামো চুক্তি করেছে?
উঃ রাশিয়া, ২১ মে ২০১০।
- বাংলাদেশ নৌবাহিনীর কোন দু’টি যুদ্ধজাহাজ প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেয়?
উঃ বি এন এস ওসমান ও বি এন এস মধুমতি।
- বর্তমান দেশে থানার সংখ্যা কত?
উঃ ৬০৯টি।