সাধারণ জ্ঞান (সাম্প্রতিক আন্তর্জাতিক)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 9553 বার পঠিত
[কুইজ-১ ও কুইজ-২ এর সঠিক উত্তর লিখে নাম-ঠিকানাসহ ৩০ অক্টোবরের মধ্যে পাঠিয়ে দিন। সঠিক উত্তরদাতাদের তিনজনকে পুরস্কৃত করা হবে। -বিভাগীয় সম্পাদক]
কুইজ-১ :
কুইজ-২ :
ক. অন্যায়কে ঘৃণা করা। খ. রাস্তা থেকে কষ্টদায়ক বস্ত্ত দূর করা গ. ছাদাকা প্রদান করা। ঘ. অন্যায়কে স্বহস্তে প্রতিরোধ করা।
ক. আরশের বিশেষ ছায়াতলে। খ. হাউযে কাউছারের নিকটে। গ. সিদরাতুল মুনতাহার নিকটে। ঘ. জান্নাতী নহরের নিকটে।
ক. ১৯৯১ খৃঃ। খ. ১৯৯৫ খৃঃ । গ. ১৯৯০ খৃঃ । ঘ. ২০০০ খৃঃ ।
ক. ৭ম হিজরী। খ. ৩৭ হিজরী। গ. ৫৫ হিজরী। ঘ. ৬০ হিজরী।
ক. ৫০০০টি। খ. ৬৯০৯টি। গ. ৩০০০টি। ঘ. ৮০০০টি।
ক. ২০০ বছর। খ. ৩৩২ বছর। গ. ১৮৩ বছর। ১৫০ বছর।
ক. ১৩৪২ খৃঃ । খ. ১৩৫৮ খৃঃ । গ. ১৩৫০ খৃঃ । ঘ. ১৩৬১ খৃঃ ।
ক. ৬০৯ ও ৪৮৩টি। খ. ৫০৯ ও ৪৮০টি । গ.৫৭০ ও ৪৬১টি । ঘ. ৫৯৯ ও ৪৭৮টি ।
১০. বর্তমান বিশ্বের বৃহত্তম ঘড়ির নাম কি?
ক. বিগবেন। খ. মক্কা ঘড়ি। গ. আরাউ ক্লক। ঘ. কোলগেট ক্লক।
(উত্তরের জন্য বর্তমান সংখ্যাটি দেখুন)
গত সংখ্যার কুইজ (১)-এর সঠিক উত্তর
1. সূরা
ত্বীন, ২. হাজ্জাজ বিন ইউসুফ, ৩. সুলায়মান (আঃ), ৪. আন‘আম, কাহাফ, সাবা,
ফাতির। ৫. কলম, ৬. আমানুল্লাহ, ৭. আন্দালুসিয়া, ৮. জাবালুত তারিক, ৯. ৫টি,
১০. আল-বিরুনী।
গত সংখ্যার কুইজ (২)-এর সঠিক উত্তর
2. ঘ, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. খ, ৬. খ, ৭. ক, ৮. ঘ, ৯. খ, ১০, ঘ।
গত সংখ্যার কুইজের ফলাফল :
[গত সংখ্যায় কুইজে অংশগ্রহণকারীদের কেউই সবগুলোর উত্তর দিতে পারেননি। ফলে কাউকে বিজয়ী ঘোষণা করা গেল না। আগামীতে আপনাদের আরো অংশগ্রহণ আশা করছি।- বিভাগীয় সম্পাদক]
শব্দজট :
{শব্দজটটি পূরণ করে নাম-ঠিকানাসহ ৩০ অক্টোবরের মধ্যে পাঠিয়ে দিন। সঠিক উত্তরদাতাদের তিনজনকে পুরস্কৃত করা হবে। শব্দজটটি তৈরী করেছেন ছাদিক মাহমূদ, ইস.স্টাডিজ বিভাগ,রাবি}
পাশাপাশি
১. ইসলামের উত্তম কাজসমূহের একটি ৩. যিনি ইসলামী জ্ঞানে পারদর্শী ৬. একটি ফলের নাম ৯. একটি জাতিবাচক নাম ১৪. কবর ১৫. একজন মোগল সম্রাট।
উপর-নীচ
১. জলধি ২. আরবী শিক্ষার প্রাথমিক শিক্ষালয় ৩. কাজ/কর্ম ৪. যে স্থান হতে ইসলাম চতুর্দিকে বিস্তৃতি লাভ করে ৫. ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান ৬. শ্লেষ্মা ৭. একটি রংয়ের নাম ৮. যার উপর নির্ভর করে আরবী মাসের হিসাব হয় ১০. চঞ্চল/ধৈর্যহীন/ব্যাকুল ১১. যে ছালাতে রুকূ-সিজদা নেই ১২. রাসূলুল্লাহ (ছাঃ)-এর সঙ্গী ১৩. ফুলের নির্যাস/সুগন্ধি।
গত সংখ্যার শব্দজট বিজয়ী ৩ জন
প্রথম : সালমা বিনতে শহীদ
প্রসাদপুর বাজার, মান্দা, নওগাঁ।
দ্বিতীয় : মুহাম্মাদ মুয্যাম্মিল হক্ব
২৬৩/২ শেরে বাংলা রোড, খুলনা।
তৃতীয় : মুহাম্মাদ তারিকুল ইসলাম
বর্ষাপাড়া, হিরণ, গোপালগঞ্জ।
গত সংখ্যার শব্দজট-এর সঠিক উত্তর
পাশাপাশি : ১. ছালাত, ৩. হালাল, ৫. মর্তবা ৬. মকুট, ৭. নবী, ৯. বর ১০. জান্নাত, ১২. শিরক, ১৪. যামিকা, ১৫. কপাট ।
উপর-নীচ :
১. ছাওম ২. তওবা ৩. হারাম ৪. ললাট ৭. নব ৮. বীর ১০. জানাযা ১১. তরীকা ১২. শিক্ষক ১৩. কপট।