সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 1576 বার পঠিত

১. প্রশ্ন : বাংলাদেশে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম কী?

উত্তর : নগদ।

২. প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর দৈর্ঘ্য কত?

উত্তর :  ৫৫ কিলোমিটার।

৩. প্রশ্ন : গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : চীন।

৪. প্রশ্ন : চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : ভারত।

৫. প্রশ্ন : বাংলাদেশের জনসংখ্যা কত?

উত্তর :  ১৬.৬৪ কোটি।

৬. প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির হার কত?

উত্তর : ১.১%।

৭. প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে?

উত্তর : সিরিয়া।

৮. প্রশ্ন : দেশের সবচেয়ে ছোট গ্রাম কোনটি?

উত্তর : শ্রীমুখ; বিশ্বনাথ, সিলেট, গ্রামের জনসংখ্যা মোট পাঁচজন ।

১০. প্রশ্ন : ২০১৮ সালের বিশ্ব খাদ্য পুরষ্কার কে লাভ করেন? উত্তর : ড. ডেভিট নাবাররো ও ড. লওরেস হাদ্দাদ ।

১১. প্রশ্ন : ২৫ অক্টোম্ববর ২০১৮ ঘোষিত ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : বেলজিয়াম।

১২. প্রশ্ন : ২০১৮ সালের দ্বাদশ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ?  উত্তর : মালদ্বীপ।

১৩. প্রশ্ন : বিশ্বের মোট জনসংখ্যা কত?

উত্তর : ৭৬৩.৩০ কোটি।

১৪. প্রশ্ন : নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ কোনটি?

উত্তর : নাইজার; ৭.১ জন।

১৫. প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?

উত্তর : চীন; জনসংখ্যা ১৪১.৫০ কোটি।

প্রশ্ন : বর্তমানে দেশের কতটি উপযেলার নদ-নদীতে ইলিশ পাওয়া যায়?

উত্তর : ১২৫টি উপযেলায়।

১৬. প্রশ্ন :  মোবাইল অপারেটর গ্রামীণফোনের নতুন নম্বর সিরিজ  কী? উত্তর : ০১৩।

১৭. প্রশ্ন : ২০১৮ সালের সিডনি শান্তি পুরস্কার লাভ করেন কে? উত্তর : জেসেফ ষ্টিগলিজ (যুক্তরাষ্ঠ্র)।

১৮. প্রশ্ন : কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

উত্তর : নিউজিল্যান্ড।

১৯. প্রশ্ন : শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

উত্তর :  সোমালিয়া।

২০. প্রশ্ন : নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের দুর্নীতিতে অবস্থান কততম? উত্তর : ১৭ তম।



আরও