অনল প্রবাহ

সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী 8723 বার পঠিত

 (১)

আর ঘুমিও না নয়ন মেলিয়া

উঠরে মোস্লেম উঠরে জাগিয়া

আলস্য জড়তা পায়েতে ঠেলিয়া,

                                          পূত বিভু নাম স্মরণ করি।

যুগল নয়ন করি উন্মীলন,

কর চারিদিকে কর বিলোকন,

অবসর পেয়ে দেখ শত্রুগণ,

করেছে কীদৃশ অনিষ্ট সাধন,

                                          দেখরে চাহিয়া অতীত স্মরি। 

(২)

দেখ দেখ চেয়ে নিদ্রার বিঘোরে,

কত উচ্চ হ’তে কত নিম্ন স্তরে,

গিয়াছ পড়িয়া দেখ ভাল ক’রে,

                                          ফিরা’য়ে অতীতে নয়ন দুটি।

অই দেখ চেয়ে অবনী মন্ডলী,

ল’য়ে নানা জাতি হ’য়ে কুতূহলী,

বিজয় উল্লাসে ‘জয়’ রব তুলি,

বাধা বিঘ্ন আদি পদযুগে দলি,

তোমাদের তারা পিছনেতে ফেলি,

                                          উন্নতির পথে চলেছে ছুটি। 

(৩)

জাগ তবে সবে জাগ এই বেলা,

আলস্যেতে আর কাটিও না বেলা,

এখনো যদি রে কর অবহেলা

                                       পারিবে না তবে জাগিতে আর।

বিলম্ব আর না, জাগ জাগ তবে,

প্রমত্ত হইয়া মাতাইয়া সবে,

উন্নতির পথে ‘আল্লা’ ‘আল্লা’ রবে,

                                          ধাও রে সকলে ধাও

একবার।



আরও