সংগঠন সংবাদ
তাওহীদের ডাক ডেস্ক
দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন ২০১০
‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয় পূর্ব নির্ধারিত ২০১০ সালের ২৪ সেপ্টেম্বর শুক্রবার। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, ছাত্র ও তরুণসমাজকে যে কোন ত্যাগের বিনিময়ে ছিরাতে মুস্তাকিমের উপর দৃঢ় থাকতে হবে। তাদের কুরবানীর মাধ্যমেই ইসলামের বিশুদ্ধ বার্তা এ দেশের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়বে। এভাবে সমাজ ও রাষ্ট্রের সর্বত্র ইসলামের বিজয় পতাকা উড্ডীন হবে। তিনি আরো বলেন, যুগে যুগে ত্বাগুতী শক্তি তাওহীদী আন্দোলনকে স্থবির করার জন্য নানাভাবে প্রয়াস চালিয়ে গেছে। বর্তমানেও আহলেহাদীছ আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য সেক্যুলার ও পপুলার ইসলামী নামধারী শক্তি একত্রিত হয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে সত্যের বিজয় অবশ্যম্ভবী। মিথ্যার আঘাত যত বড়ই হোক না কেন সত্যের বিজয়কে তা কখনই রুখতে পারে না। শুধু প্রয়োজন সত্যকে প্রচার করা এবং সত্যকে উচ্চকিত করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া।
‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মাদ নযরুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, সাবেক সভাপতি ড. এ.এস.এম. আযীযুল্লাহ, মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দারুল ইফতা সদস্য ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রায্যাক বিন ইউসুফ, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার প্রমুখ।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুযাফ্ফর বিন মহসিন, ‘আন্দোলন’-এর কুমিল্লা যেলা সভাপতি মাওলানা ছফীউল্লাহ, খুলনা যেলা সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা যেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান, ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন, ‘যুবসংঘ’ ঢাকা যেলার ভারপ্রাপ্ত সভাপতি ছফিউল্লাহ খান, নরসিংদী যেলা সভাপতি আব্দুল্লাহ আল মামূন, কুমিল্লা যেলা সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম, সাতক্ষীরা যেলা সভাপতি অধ্যাপক শাহিদুজ্জামান ফারূক, সাবেক সভাপতি মাওলানা আলতাফ হোসাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেয মুকাররম বিন মহসিন প্রমুখ। অতিথি বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল্লাহ যামান।
সম্মেলনে মোট ১১টি প্রস্তাবনা পাঠ করা হয়। দেশের বিভিন্ন যেলা থেকে বাস, ট্রেন ও মাইক্রোবাস যোগে আগত কর্মীদের দ্বারা মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। পরিশেষে সফলভাবে সম্মেলন সমাপ্ত হওয়ায় মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জানিয়ে এবং উপস্থিত নেতা-কর্মীদের মোবারকবাদ জানিয়ে সম্মেলনের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কর্মী প্রশিক্ষণ ২০১০
রাজশাহী ২৩, ২৪, ২৫ ডিসেম্বর বৃহস্পতি, শুক্র ও শনিবার : ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় উদ্দ্যোগে তিনদিন ব্যাপী এক কর্মী প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে ঢাকা, কুমিল্লা, নরসিংদী, গাজীপুর, সাতক্ষীরা, যশোর, রাজবাড়ী, কুষ্টিয়া, জয়পুরহাট, নওগাঁ ও রাজশাহী যেলা অংশগ্রহণ করে। তিনদিনব্যাপী এই কর্মী প্রশিক্ষণে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর শূরা সদস্য ও ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. এ.এস.এম. আযীযুল্লাহ, ‘যুবসংঘ’-এর সাবেক প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক ফারূক আহমাদ, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ আব্দুছ ছামাদ, তাবলীগ সম্পাদক মুহাম্মাদ আরীফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রশীদ আখতার, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব প্রমুখ। তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। তিনি ‘যুবসংঘে’র বিগত দিনের ইতিহাসের উপরে কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে বহু অজানা তথ্য জানতে পেরে কর্মীগণ দারুণভাবে উজ্জীবিত হন। দেশের বিভিন্ন যেলা থেকে আগত কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অহি-র দাওয়াত দিতে গেলে বিভিন্ন বাধা আসবে। সেসকল বাধাকে ঈমানী শক্তি নিয়ে পেরিয়ে যেতে হবে। কোন যুলুম-নির্যাতনের ভয়ে হক-এর দাওয়াত হ’তে পিছিয়ে থাকা যাবে না। তিনি কর্মীদেরকে যে কোন মূল্যে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে পরিচালিত এ মহান সমাজ সংস্কার আন্দোলনকে অব্যাহত রাখার আহবান জানান। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মুহাম্মাদ মুনীরুল ইসলাম (রাজবাড়ী) ১ম স্থান, মুহাম্মাদ যুবায়েদ আলী (কুমিল্লা) ২য় স্থান ও মুহাম্মাদ শফীকুল ইসলাম (ঢাকা) ৩য় স্থান অধিকার করেন। সমাপনী অনুষ্ঠানে মুহতারাম আমীরে জামা‘আত তাদের হাতে পুরস্কার তুলে দেন ও দো‘আ করেন। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক এবং ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও সাবেক সভাপতি ডঃ এ.এস.এম. আযীযুল্লাহ।
প্রশিক্ষণ
কেশবপুর, যশোর ৬-৭ জানুয়ারী বৃহস্পতি ও শুক্রবার : গত ৬ জানুয়ারী বৃহস্পতিবার বাদ আছর যেলার মজীদপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যশোর যেলার উদ্যোগে দু’দিন ব্যাপী কর্মী প্রশিক্ষণ শুরু হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আকবার হোসাইন ও সাধারণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুল আহাদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মুত্তালিব বিন ঈমান, বাগেরহাট যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ আব্দুল মালেক প্রমুখ। প্রথম দিন বাদ আছর শুরু হয়ে পরের দিন আছর পর্যন্ত প্রশিক্ষণ চলে।
দেশব্যাপী কর্মী পরীক্ষা অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০১১: ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় উদ্দ্যোগে দেশব্যাপী কর্মী ও কেন্দ্রীয় কাউন্সিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন যেলা থেকে মানোন্নয়ন প্রার্থীরা অংশগ্রহণ করেন।
কমিটি গঠন
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সঊদী আরব ২৫ নভেম্বর বৃহস্পতিবার : অদ্য বিকাল ৪-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ মদীনা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র হাফেয আব্দুল মতীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন মুহাম্মাদ শরীফুল ইসলাম, মীযানুর রহমান, আব্দুল গণী প্রমুখ। আলোচনা সভায় হাফেয আব্দুল মতীনকে সভাপতি ও মুহাম্মাদ শরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।