সাম্প্রতিক বাংলাদেশ

তাওহীদের ডাক ডেস্ক 9255 বার পঠিত

১. আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি?

উত্তর :  ভেদরগঞ্জ, শরীয়তপুর।

২. বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী?

উত্তর : নাটোর (সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাটে)।

৩. ১৫ ডিসেম্বর ২০১০ কোন স্থানকে দেশের ৩১২তম পেŠরসভা ঘোষণা করা হয়?

উত্তর : কুয়াকাটা, পটুয়াখালী।

৪. বাংলাদেশের তৈরী পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র (দ্বিতীয় জাপান)।

৫. ২০১১ সালের জানুয়ারীতে বাংলাদেশ প্রথমবারের মতো কোন পণ্যটি আমদানি করে?

উত্তর : ফার্নেস অয়েল।

৬. বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভাবক কে?

উত্তর : ড. জামালউদ্দিন (বাংলাদেশ)।

৭. ৮ জানুয়ারি ২০১১ প্রধানমন্ত্রী কোনটিকে সিটি কর্পোরেশনে উন্নতি করার ঘোষনা দেন?

উত্তর : রংপুর।

৮. বাংলাদেশ রাইফেলস (BDR)-এর পরিবর্তিত নাম কি?

উত্তর : ‘‘বর্ডার গার্ড বাংলাদেশ’’(BGB)

৯. বর্ডার গার্ড বাংলাদেশ কবে অনুষ্ঠানিক যাত্রা শুরু করে?

উত্তর : ২৩ জানুয়ারী, ২০১১।

১০. কৃষি বিষয়ক বেতার কেন্দ্র চালু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে?

উত্তর : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।

১১. সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করে তার নাম কি?

উত্তর : এমভি জাহান মনি।

১২. দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোথায়?

উত্তর : সন্দ্বীপ, চট্রগ্রাম।

১৩. সম্প্রতি কোন গাছকে জতীয় বৃক্ষ (গাছ) ঘোষণা করা হয়?

উত্তর : আম।

১৪. জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : বাংলাদেশ।

১৫. দেশের  দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক কোনটি?

উত্তর : মহামায়া লেক (মিরসরাই, চট্রগ্রাম) বৃহত্তম লেক হল কাপ্তাই লেক।

১৬. সম্প্রতি দেশে চালুকৃত নতুন টেলিভিশন চ্যানেলের নাম কি?

উত্তর : সংসদ বাংলাদেশ টেলিভিশন।

১৭. বাংলাদেশ মিলিটারি একাডেমী কোথায় অবস্থিত?

উত্তর : ভাটিয়ারি, চট্রগ্রাম।

১৮. বাংলাদেশ নেভাল একাডেমী কোথায় অবস্থিত?

উত্তর : পতেঙ্গা, চট্রগ্রাম।

১৯. বাংলাদেশ এয়ারফোর্স একাডেমী কোথায় অবস্থিত?

উত্তর : যশোর।

২০. সম্প্রতি দেশে ছড়িয়ে পড়া ভাইরাসের নাম কি?

উত্তর : নিপা।

২১. বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি?

উত্তর : ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার  অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।



আরও