সাম্প্রতিক আন্তর্জাতিক
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 9395 বার পঠিত
১. বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি?
উত্তর : কিংদাও হাইওয়ান সেতু, চীন (৪২.৫৮ কি.মি)।
২. বিশ্বের সর্বপ্রথম কাঠের কুরআন শরীফ তৈরী করেন কে।
উত্তর : শিল্পী মহসেন ফুলাদি (ইরান)।
৩. ২০১১ সালের জানুয়ারীতে দ্বিতীয় ব্যক্তি হিসেবে কার কণ্ঠে স্বরযন্ত্র স্থাপন করা হয়?
উত্তর : ব্রেন্ডা জেনসন (মার্কিন যুক্তরাষ্ট্র)(১ম- টিমোথি হিয়েডলার)।
৪. ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : কাজাখস্তান (২য়-কানাডা)
৫. বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের নাম কি?
উত্তর : হারমনি এক্রপ্রেস (চীন)।
৬. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি?
উত্তর : তিহান-১।
৭. বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম কি?
উত্তর : রিয়াদ উইমেন্স বিশ্ববিদ্যালয়।
৮. সামাজিক যোগাযোগ সাইট ‘‘টুইটার’’ এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বিজ স্টোন।
৯. ‘‘উইকিলিকস’’ এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : জুলিয়ান অ্যাসাঞ্জ (অস্ট্রেলিয়া)
১০. বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি আবিস্কারক কে?
উত্তর : ড. শুভ রায় (বাংলাদেশ)।
১১. বিশ্বের সর্বোচ্চ ভবন ‘‘দ্য প্রিন্সেস টাওয়ার ’’ কোথায় নির্মিত হচ্ছে?
উত্তর : দুবাই (সংযুক্ত আরব আমিরাত)।
১২. ১ জানুয়ারি ২০১১ কোন দেশ ইউরো মুদ্রা চালু করে?
উত্তর : এস্তোনিয়া।
১৩. বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশে ইউরো মুদ্রা চালু রয়েছে?
উত্তর : ১৭টি
১৪. জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম শহর কোনটি?
উত্তর : কায়রো, মিশর।
১৫. ২০১০সালে বিশ্বের শীর্ষ মোটর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি?
উত্তর : টয়োটা (জাপান)।
১৬.১ মার্চ ২০১১ সার্কের দশম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে?
উত্তর : ফাতিমা দিয়ানা সাঈদ (মালদ্বীপ)।
১৭. বিমসটেকের স্থায়ী সচিবালায় বা সদর দপ্তর কোথায় হচ্ছে?
উত্তর : ঢাকা, বাংলাদেশ।
১৮. ২০১১ সালে কোন ব্যক্তি ইসলাম ধর্মে বিশেষ অবদানের জন্য বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন?
উত্তর : আবদুল্লাহ আহমাদ বাদাবী (মালয়েশিয়া )।
১৯. ইসরাইলের চালকবিহীন জঙ্গি বিমানের নাম কি?
উত্তর : ‘ইটান’, যার অর্থ ‘শক্তিশালী’।
২০. বিশ্বের দীর্ঘতম রেলওয়ে টানেলের নাম কি?
উত্তর : গোথার্ড বেস টানেল (সুইজারল্যান্ড এবং ইতালি)।
২১. সম্প্রতি কোন দেশে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ আইন কার্যকর হয়?
উত্তর : স্পেনে।