আইকিউ

তাওহীদের ডাক ডেস্ক 9147 বার পঠিত

কুইজ-১ ও কুইজ-২ এর সঠিক উত্তর লিখে নাম-ঠিকানাসহ ৩০ ফেব্রুয়ারীর মধ্যে পাঠিয়ে দিন। সর্বোচ্চ উত্তরদাতাদের তিনজনকে পুরষ্কৃত করা হবে। -বিভাগীয় সম্পাদক]

কুইজ-১ :

  1. পবিত্র কুরআনের বর্তমান নুসখাটি কে লিপিবদ্ধ করেন?

ক. হাস্সান বিন ছাবিত  (রাঃ), আব্দুল্লাহ বিন মাসঊদ (রাঃ), আবুবকর (রাঃ), ওসমান (রাঃ)।

  • শহীদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ১টি ব্যতীত, সেটি কোনটি?

ক. ঋণ, খ. যেনা, গ. গীবত, ঘ. হত্যা। 

  • طسم দ্বারা শুরু হয়েছে কুরআনের কয়টি সূরা?

ক. ১টি, খ. ২টি, গ. ৩টি, ঘ. ৪টি।

  1. পবিত্র কুরআনে নাছারাদেরকে কি বলা হয়েছে?

ক. পথভ্রষ্ট, খ. যালিম, গ. মুনাফিক, মিথ্যাচারী।

  • সর্বাধিক প্রসিদ্ধ আরবী ব্যাকরণবিদের নাম কি?

ক. নাহহা্স, খ. সিবাওয়াইহ, গ. কেসাঈ, ঘ. খলীল বিন আহমাদ।

  • তাবেঈনদের যুগ শেষ হবার পর সর্বপ্রথম কুরআনের তাফসীর করেন কে?

ক. ইমাম ইবনু কাছীর, খ. ইমাম তাবারী, গ. ইমাম শাফেঈ, ঘ. ইমাম আহমাদ।

  1. ঈদে মিলাদুন্নবী সর্বপ্রথম কারা চালু করে?

ক. ফাতেমীয়রা, খ. শী‘আরা, গ. মুযাফ্ফরুদ্দীন কুকুবুরী, ঘ. মনসুর হাল্লাজ।

  • কোন পানি যা আকাশ থেকেও পতিত হয় না, মাটির নীচ থেকেও বের হয় না?
  1. এশিয়ার সবচেয়ে বড় শহর কোনটি?
  2. কঙ্গোর পূর্ব নাম কি ছিল?

কুইজ-২ :

  1. তাওহীদের বিপরীত কি?

ক. বিদ‘আত। খ. ফিসক। গ. নিফাক। ঘ. শিরক।

  • মুহাম্মাদ আল-ফাতেহ কোন অঞ্চল বিজয়ের জন্য বিখ্যাত ?

ক. মিসর। খ. জেরুজালেম। গ. শাম। ঘ. কন্সট্যান্টিনোপল। 

  • মিসরে সম্প্রতি বিদ্রোহ শুরু হয় কবে?

ক. ১৭ ডিসে:। খ. ৪ জানু:। গ. ১৪ জানু:। ঘ. ২৫ জানু:।

  1. আহলেহাদীছ আন্দোলনের সংকট ও সংস্কার যুগ কখন?

ক. ৩৭ হি:। খ. ৮০ হি:। গ. ১০০-১৩২ হি:। ঘ. ১৫০ হি:।

  1. বালাকোট যুদ্ধ সংঘটিত হয় কোন সালে?

ক. ১৮৩১ খৃ:। খ. ১৮৫৭ খৃ:। গ. ১৯৪৭ খৃ:। ঘ. ১৯০৬ খৃ:।

  • মিসর বিজয়ী মুসলিম সেনাপতি কে ছিলেন?

ক. আমর বিনুল আস। খ. খালিদ বিন ওয়ালিদ। গ. কুতায়বা বিন মুসলিম। ঘ. তারিক বিন যিয়াদ।

  1. আবু আমিনা বিলাল ফিলিপস কত সালে ইসলাম গ্রহণ করেন?

ক. ১৯৪৭ খৃ:। খ. ১৯৭১ খৃ:। গ. ১৯৭২ খৃ:। ঘ. ১৯৭৫ খৃ:।

  • সুদান বিভক্তির জন্য গণভোটের রায় কবে প্রকাশিত হয়?

ক. ৯ জানু:। খ. ১৫ জানু:। গ. ১ ফেব্রু:। ঘ. ৭ ফেব্রু।

  1. গত বারো মাসে বৃটেনে ইসলাম গ্রহণকারীর সংখ্যা কত?

ক. ৫০০০ জন। খ. ৫২০০ জন। গ. ৪৮০০ জন। ঘ. ৪০০০ জন।

১০. দেশের সর্বশেষ পৌরসভার নাম কি?

ক. কুয়াকাটা। খ. থানচি। গ. রৌমারী। ঘ. সেন্টমার্টিন।

                               (উত্তরের জন্য বর্তমান সংখ্যাটি দেখুন)

গত সংখ্যার কুইজ (১) -এর সঠিক উত্তর

  1. আবুবকর (রাঃ), ২. মসজিদে ক্বোবা, ৩. যুবায়ের বিনুল আওয়াম, ৪. যুলকারনাইন। ৫. مدهامتان (সূরা আর রহমান, আয়াত-৬৪, সূরা আরম্ভমূলক আয়াত বাদ দিয়ে সবচেয়ে ছোট)  ৬. লবন,  ৭. রূহ বা আত্মা   ৮. লন্ডন,  ৯. কায়রো, ১০. কলিকাতা ।

গত সংখ্যার কুইজ (২) -এর সঠিক উত্তর

  1. ক, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. ক, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. ক, ১০, খ।

গত সংখ্যার কুইজের ফলাফল:

[গত সংখ্যার কুইজেও অংশগ্রহণকারীদের কেউ পূর্ণ সঠিক উত্তর দিতে পারেননি। এজন্য কাউকে বিজয়ী ঘোষণা করা গেল না। আগামীতে আপনাদের আরো অংশগ্রহণ আশা করছি।- বিভাগীয় সম্পাদক]

শব্দজোট :

{শব্দজোটটি পূরণ করে নাম-ঠিকানাসহ ১৫ এপ্রিলের মধ্যে পাঠিয়ে দিন। সঠিক উত্তরদাতাদের তিনজনকে পুরস্কৃত করা হবে। এবারের শব্দজটটি তৈরী করেছেন রাকিবুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগ,রাবি}


পাশাপাশি

১. একজন প্রসিদ্ধ নবী ২. জাহান্নামের একটি নাম  ৪. কুরআনের একটি সূরা ৭. চীনের একটি বিতর্কিত প্রদেশ ৯. সম্মান ১০. উচ্চ বংশীয়।

উপর-নীচ

১. কিয়ামতের পূর্বে আবির্ভূত হবে এমন কিছু ৩. আরবী মাসের নাম ৪. জামা‘আতে ছালাত আদায়ের অপরিহার্য অংশ ৫. রিসালাতের প্রতিশব্দ ৬. লিখনযন্ত্রের আরবী প্রতিশব্দ ৮. আকাশের প্রান্ত।

গত সংখ্যার শব্দজোট বিজয়ী ৩ জন

প্রথম: মুহাম্মাদ ফেরদাউস

বড় বনগ্রাম (ভাঁড়ালীপাড়া), সপুরা, রাজশাহী

দ্বিতীয়: মুহাম্মাদ ইনামুল্লাহ আল মুজাহিদ

মাহমুদপুর, আলীপুর, সাতক্ষীরা।

তৃতীয়: কায়েসউদ্দীন

বান্ধাইখাড়া ডিগ্রী কলেজ, আত্রাই, নওগাঁ।

গত সংখ্যার শব্দজট-এর সঠিক উত্তর

পাশাপাশি : ১. সালাম ৩. আলিম ৬. কলা  ৯. ফল  ১৪. কবর  ১৫. বাবর।

উপর-নীচ :

১. সাগর ২. মক্তব ৩. আমল ৪. মদীনা ৫. হজ্ব  ৬. কফ ৭. লাল ৮. চাঁদ ১০. অস্থির ১১. জানাজা ১২. সাহারা ১৩. আতর।



আরও