সংগঠন সংবাদ
তাওহীদের ডাক ডেস্ক
কেন্দ্র সংবাদ
২০১১-২০১৩ সেশন
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
রাজশাহী ১৮ ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য সকাল সাড়ে ৭-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কার্যালয় নওদাপাড়া রাজশাহীতে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র প্রধান পৃষ্ঠপোষক মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দালন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুল ইসলাম ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম। সম্মেলনে ‘যুবসংঘ’-এর ২০১১-২০১৩ সেশনের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়। নব মনোনীত কর্মপরিষদ সদস্যবৃন্দের তালিকা নিম্নে প্রদত্ত হল-
ক্রমিক | নাম | পদ | শিক্ষাগত যোগ্যতা | যেলা |
১ | মুযাফফর বিন মুহসিন | সভাপতি | এম.এ (এম.ফিল গবেষক) | রাজশাহী |
২ | নূরুল ইসলাম | সহ-সভাপতি | এম.এ (এম.ফিল গবেষক) | রাজশাহী |
৩ | আহমাদ আব্দুল্লাহ ছাকিব | সাধারণ সম্পাদক | এম.এ (এম.ফিল গবেষক) | সাতক্ষীরা |
৪ | আব্দুর রশীদ আখতার | সাংগঠনিক সম্পাদক | কামিল | কুষ্টিয়া |
৫ | আরীফুল ইসলাম | অর্থ সম্পাদক | এম.এ | চাঁপাই নবাবগঞ্জ |
৬ | আব্দুর রকিব | প্রশিক্ষণ সম্পাদক | এম.এ (শেষ বর্ষ) | সাতক্ষীরা |
৭ | আব্দুল হালীম | তাবলীগ সম্পাদক | এম.এ | রাজশাহী |
৮ | হারূনুর রশীদ | সাহিত্য ও পাঠাগার সম্পাদক | বি.এ (অনার্স ৩য় বর্ষ) | ঝিনাইদহ |
৯ | আব্দুর রাকীব | দফতর সম্পাদক | বি.এ (অনার্স ২য় বর্ষ) | সাতক্ষীরা |
দায়িত্ব হস্তান্তর বৈঠক
রাজশাহী ১৮ ফেব্রুয়ারী শুক্রবার : ২০১১-২০১৩ সেশনের জন্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পর অদ্য বিকাল ৪ টায় পূবর্তন দায়িত্বশীলদের নিকট থেকে নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ উপলক্ষে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। নবনির্বাচিত সভাপতি মুযাফ্ফর বিন মুহসিনের সভাপতিত্বে উক্ত বৈঠকে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সভাপতি ড. কাবীরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ এ দেশের বুকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছভিত্তিক সমাজবিপ্লবের মহান লক্ষ্য নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য নবনির্বাচিত কমিটিকে যোগ্য কান্ডারীর ভূমিকা পালন করে যেতে হবে। তিনি নবনির্বাচিত কমিটিকে আন্তরিক মোবারকবাদ জানান এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বৈঠকে আরো বক্তব্য রাখেন বিদায়ী সহ-সভাপতি আকবার হোসাইন এবং অর্থ-সম্পাদক শেখ আব্দুছ ছামাদ। নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে সাবেক সভাপতি ও অন্যান্য দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামী দিনের পথ চলায় তাদের আন্তরিক সহযোগিতার পাওয়ার আশাবাদ ব্যাক্ত করেন। পরিশেষে হাদিয়া বিনিময়ের মাধ্যমে বৈঠক সমাপ্ত হয়।
কেন্দ্রীয় সভাপতির দুবাই গমন
১৮ ফেব্রুয়ারী শুক্রবার দিবাগত রাত ৯টায় মুম্বাইভিত্তিক স্যাটেলাইট চ্যানেল পীস টিভি বাংলা’র আমন্ত্রণে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফ্ফর বিন মুহসিন এমিরেট্সের একটি ফ্লাইটযোগে দুবাই গমন করেন। উল্লেখ্য, পীস টিভি গত বছর বাংলা বিভাগ চালুর সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেখানে একজন আলোচক হিসাবে ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতিকে আমন্ত্রণ জানায়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ‘আল-মারকাযুল ইসলামী আস-সালাফী’-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুর রায্যাক বিন ইউসুফ এবং ঢাকা যেলা ‘আন্দোলনে’র সভাপতি জনাব আমানুল্লাহ বিন ইসমাঈলও তার সফরসঙ্গী হন। দীর্ঘ এক মাস যাবৎ পীস টিভি বাংলায় টিভি টক/গ্রুপ ডিসকাশন প্রভৃতি ক্যাটাগরীতে তাদের আলোচনা ধারণ করা হয়। অনুষ্ঠানের ফাঁকে দুবাই এবং আবুধাবীতে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত কয়েকটি যুবসমাবেশেও কেন্দ্রীয় সভাপতি বক্তব্য রাখেন এবং ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করেন। অতঃপর ১৭ মার্চ বৃহঃবার কেন্দ্রীয় সভাপতি ও তার সফরসঙ্গীরা ঢাকা প্রত্যাবর্তন করেন। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রকিব, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন, ঢাকা যেলা আন্দোলনের অর্থ সম্পাদক হারুণ হোসাইন, ঢাকা যেলা যুবসংঘের সাধারণ সম্পাদক ফযলুর রহমান এবং ঢাকা যেলা আন্দোলন ও যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
যেলা সংবাদ
কমিটি গঠন : ২০১১-২০১৩ সেশন
ঝিনাইদহ : গত ১৭ই মার্চ যুবসংঘ ঝিনাইদহ যেলা কমিটি গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক আব্দুল হালীম এবং সাহিত্য ও পাঠাগার সম্পাদক হারূনুর রশীদ। পরিশেষে মিলন আখতারকে সভাপতি এবং মনীরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
নিলফামারী : গত ১৯শে মার্চ যুবসংঘ নিলফামারী যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ সময় নিলফামারী যেলা কার্যালয়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম এবং সাবেক সভাপতি ড. এ.এস. এম আযীযুল্লাহ। পরিশেষে মুহাম্মাদ আব্দুজ জলীলকে সভাপতি এবং আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
জামালপুর : গত ২৪শে মার্চ যুবসংঘ জামালপুর যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মুহাম্মাদ কিবরিয়া। সংক্ষিপ্ত আলোচনা বৈঠকের পর আব্দুস সবুরকে সভাপতি এবং জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি গঠন করা হয়।
রাজবাড়ী : গত ২৪শে মার্চ যুবসংঘ রাজবাড়ী যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার। পরিশেষে বেলাল হুসাইনকে আহবায়ক এবং মুহাম্মাদ ঈমান আলীকে যুগ্ম-আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট যেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।
কুমিল্লা : গত ২৫শে মার্চ যুবসংঘ কুমিল্লা যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফ্ফর বিন মুহসিন। পরিশেষে জামীলুর রহমানকে সভাপতি এবং মোহাম্মাদ ইউনুসকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
গাযীপুর : গত ২৯শে মার্চ যুবসংঘ গাযীপুর যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রকিব। পরিশেষে হাতেম বিন পারভেজকে সভাপতি এবং আমীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
সাতক্ষীরা : গত ৬ই এপ্রিল যুবসংঘ সাতক্ষীরা যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফ্ফর বিন মুহসিন ও সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব। পরিশেষে সিরাজুল ইসলামকে সভাপতি এবং আব্দুল্লাহ আল-মামুনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া : গত ৯ই এপ্রিল যুবসংঘ ই.বি, কুষ্টিয়া কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে ই.বি. কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফ্ফর বিন মুহসিন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার। পরিশেষে আখতারুজ্জামানকে সভাপতি এবং আবু ছালেহকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট ই.বি. কমিটি পুনর্গঠন করা হয়।
বগুড়া : গত ১২ই এপ্রিল যুবসংঘ বগুড়া যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফ্ফর বিন মুহসিন। পরিশেষে আব্দুস সালামকে সভাপতি এবং আবুবকর ছিদ্দীককে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
নওগাঁ : গত ১৪ই এপ্রিল যুবসংঘ নওগাঁ যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক হারূনুর রশীদ ও ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. এ এস এম আযীযুল্লাহ। পরিশেষে আফযাল হুসাইনকে সভাপতি এবং আব্দুল আলীমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
কুষ্টিয়া পশ্চিম : গত ১৩ই এপ্রিল যুবসংঘ কুষ্টিয়া পশ্চিম যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার। পরিশেষে মুহসিন আলীকে সভাপতি এবং হাফিযুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
রাজশাহী উত্তর : গত ১৫ই এপ্রিল যুবসংঘ রাজশাহী উত্তর যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে মৌগাছি বাজার আহলেহাদীছ জামে মসজিদে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক আব্দুল হালীম ও সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক শিহাবুদ্দীন আহমাদ। পরিশেষে আফাযউদ্দীনকে সভাপতি এবং মুস্তাকীম আহমাদকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ উত্তর : গত ১৭ই এপ্রিল যুবসংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আরীফুল ইসলাম। পরিশেষে মুখতার হোসাইনকে সভাপতি এবং হাফেয আব্দুল বারীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
ঢাকা : গত ২২শে এপ্রিল যুবসংঘ ঢাকা যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফ্ফর বিন মুহসিন ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রকিব। পরিশেষে ছফিউল্লাহ খানকে সভাপতি এবং হূমায়ন কবীরকে সাধারণ সম্পাদক করে যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
দিনাজপুর পূর্ব : গত ২৭শে এপ্রিল যুবসংঘ দিনাজপুর পূর্ব যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার এবং কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক হারূনুর রশীদ। পরিশেষে রমজান আলীকে সভাপতি এবং আবেদ আলীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
সিরাজগঞ্জ : গত ২৯শে এপ্রিল যুবসংঘ সিরাজগঞ্জ যেলা পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক শিহাবুদ্দীন আহমাদ। পরিশেষে শরীফুল ইসলামকে সভাপতি এবং রবীউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
জয়পুরহাট : গত ২৯শে এপ্রিল যুবসংঘ জয়পুরহাট যেলা পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফ্ফর বিন মুহসিন। পরিশেষে আমিনুল ইসলামকে সভাপতি এবং আবুল কালাম আযাদকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
নরসিংদী : গত ২৯শে এপ্রিল যুবসংঘ নরসিংদী যেলা পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রকিব। পরিশেষে আব্দুল্লাহ আল-মামুনকে সভাপতি এবং আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
রংপুর : গত ৫ই মে যুবসংঘ রংপুর যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুর রাকীব ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বজলুর রহমান। পরিশেষে আব্দুল ওয়ারেছকে সভাপতি এবং আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
দিনাজপুর পশ্চিম : গত ৮ই মে যুবসংঘ দিনাজপুর পশ্চিম যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফ্ফর বিন মুহসিন। পরিশেষে আনিসুর রহমানকে সভাপতি এবং সাদীকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
মেহেরপুর : গত ৮ই মে যুবসংঘ মেহেরপুর যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে যেলা কার্যালয়ে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফ্ফর বিন মুহসিন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার। পরিশেষে মনিরুল ইসলামকে সভাপতি এবং আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
পাবনা : গত ১০ই মে যুবসংঘ পাবনা যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে চাঁদমারী আহলেহাদীছ জামে মসজিদে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক আব্দুল হালীম। পরিশেষে তারিক হাসানকে সভাপতি এবং আনীসুর রহমান মারূফকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
রাজশাহী দক্ষিণ : গত ১১ই মে যুবসংঘ রাজশাহী দক্ষিণ যেলা কমিটি পুনর্গঠিত হয়। এ উপলক্ষ্যে চারঘাট, হাবাসপুর আহলেহাদীছ জামে মসজিদে আয়োজিত এক যুবসমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক আব্দুল হালীম। পরিশেষে মুনীর হোসাইনকে সভাপতি এবং মামূনুর রশীদকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
শাখা সংবাদ
বানাইপুর, বাগমারা, রাজশাহী : গত ১৪ই এপ্রিল বানাইপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’-এর শাখা কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক আব্দুল হালীম। যেলা আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাষ্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন হাটগাঙ্গোপাড়া এলাকা যুবসংঘ-এর তাবলীগ সম্পাদক ডা. মুহাম্মাদ মুহসিন, দফতর সম্পাদক আব্দুল মান্নান, মজপাড়া শাখা ‘আন্দোলনে’র সাংগঠনিক সম্পাদক মাওলানা আযহারুল ইসলাম প্রমুখ। পরিশেষে মামূনুর রশীদকে সভাপতি ও আব্দুর রায্যাককে সেক্রেটারী করে ৫ সদস্য বিশিষ্ট শাখা কমিটি গঠন করা হয়।
হাটগাঙ্গোপাড়া, বাগমারা, রাজশাহী : গত ৫ই মে হাটগাঙ্গোপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ হাটগাঙ্গোপাড়া এলাকার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী উত্তরের সাংগঠনিক সম্পাদক ডা. মুহাম্মাদ মুহসিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক আব্দুল হালীম ও সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক শিহাবুদ্দীন আহমাদ এবং রাজশাহী উত্তরের সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা আন্দোলনে‘র সাংগঠনিক সম্পাদক মাষ্টার সিরাজুল ইসলাম, হাটমাধবপুর আলিম মাদরাসার অধ্যক্ষ ও অত্র মসজিদের ইমাম মাওলানা আহমাদ আলী, শাখা যুবসংঘ দায়িত্বশীল সুলতান মাহমূদ ও আব্দুল মান্নান প্রমুখ। পরিশেষে আব্দুল হালীমকে সভাপতি ও আরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে হাটগাঙ্গোপাড়া বাজার শাখা গঠিত হয়।