সাধারণ জ্ঞান
তাওহীদের ডাক ডেস্ক
ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব 18352 বার পঠিত
পবিত্র
কুরআন প্রথম দফায় নাযিল হয়েছিল লওহে মাহফূযে। অতঃপর সেখান থেকে রাসূল
(ছাঃ)-এর নবুওতের দীর্ঘ ২৩ বছরে বিভিন্ন ঘটনা ও সমস্যার প্রেক্ষিতে থেমে
থেমে নাযিল হয়। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ইত্যাদি সকল ক্ষেত্রে
ধারাবাহিকভাবে নির্দেশনা আকারে পবিত্র কুরআনের আয়াত ও সূরা সমূহ নাযিল
হয়েছে। প্রথম যে আয়াত নাযিল হয়েছিল তা মুফাসসিরদের ঐক্যমতে সূরা আলাক্বের
প্রথম পাঁচ আয়াত এবং সর্বশেষ আয়াত অধিকাংশের মতে সূরা বাক্বারার ২৮১ নং
আয়াত- وَاتَّقُوْا يَوْمًا تُرْجَعُوْنَ فِيْهِ إِلَى اللهِ ثُمَّ تُوَفَّى
كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ পবিত্র কুরআনের মাছহাফে
সূরাগুলির বর্তমান যে ধারাক্রম; তা মূলত কুরআন নাযিলের ধারাবাহিকতা
অনুযায়ী সাজানো হয়নি, বরং অধিকাংশ ওলামাদের মতে, তা জিবরাঈল (আঃ) কর্তৃক
অহী প্রাপ্ত হয়ে রাসূল (ছাঃ) সাজিয়েছিলেন (মান্না আল-কাত্তান, মাবাহিছ ফি উলূমিল কুরআন, পৃ: ১৩৭-১৩৮)।
এ ধারাটি ২৩ বছর ধরে বিচ্ছিন্নভাবে নাযিলকৃত কুরআনের আয়াত ও সূরাসমূহকে
যেমন সুবিন্যস্ত করেছে, তেমনি কুরআনের বিষয়বস্ত্ত ও আলোচনার ধারাবাহিকতাকে
চমৎকারভাবে সুরক্ষা করেছে।
তবে কুরআন নাযিলের ধারাবাহিকতা জানারও বেশ কিছু উপকারিতা রয়েছে। এজন্য তাফসীর গ্রন্থসমূহে কুরআন নাযিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর কোন সূরা নাযিল হয়েছে সে ইতিহাস পাওয়া যায়। মক্কায় এবং মদীনায় অহী নাযিলের ধরন-প্রকৃতি কেমন ছিল এবং ভিন্ন ভিন্ন বাস্তবতায় দ্বীনী বিধি-বিধানের প্রয়োগের যথার্থতা কি?- এ সম্পর্কে ধারণা লাভের জন্য এ বিষয়ক জ্ঞান খুব কাজে আসবে। তাই সাধারণ পাঠকদের জ্ঞাতার্থে নিম্নে এই ধারাবাহিকতা অনুযায়ী সূরাসমূহের ধারাক্রম উল্লেখ করা হল। যদিও এমনও সূরা রয়েছে যার কিছু অংশ মক্কায় এবং কিছু অংশ মদীনায় নাযিল হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে মতভেদও রয়েছে। তদুপরি সর্বাধিক প্রসিদ্ধ মতসমূহের উপর নির্ভর করে প্রস্ত্ততকৃত তালিকাটি নিম্নে প্রদত্ত হল-
মক্কায় নাযিলকৃত ধারাবাহিক সূরা সমূহ :
নাযিলের ক্রম | সূরার নাম | মোট আয়াত | বর্তমান ক্রম |
১ | আল আলাক্ব | ১৯ | ৯৬ |
২ | আল ক্বালাম | ৫২ (১৭-৩৩, ৪৮-৫০ নং ব্যতীত) | ৬৮ |
৩ | আল মুয্যাম্মিল | ২০ (১০-১১,২০ নং ব্যতীত) | ৭৩ |
৪ | আল মুদ্দাছ্ছির | ৫৬ | ৭৪ |
৫ | আল ফাতিহা | ৭ (মক্কায় ও মদীনায় দু’বার নাযিল হয়) | ১ |
৬ | আল মাসাদ | ৫ | ১১১ |
নাযিলের ক্রম | সূরার নাম | মোট আয়াত | বর্তমান ক্রম |
৭ | আত তাকভীর | ২৯ | ৮১ |
৮ | আল আ‘লা | ১৯ | ৮৭ |
৯ | আল লাইল | ২১ | ৯২ |
১০ | আল ফাজর | ৩০ | ৮৯ |
১১ | আয্ যুহা | ১১ | ৯৩ |
১২ | আল ইনশিরাহ | ৮ | ৯৪ |
১৩ | আল আছর | ৩ | ১০৩ |
১৪ | আল আদিয়াত | ১১ | ১০০ |
১৫ | আল কাউছার | ৩ | ১০৮ |
১৬ | আত তাকাছুর | ৮ | ১০২ |
১৭ | আল মাঊন | ৭ (১-৩ নং ব্যতীত) | ১০৭ |
১৮ | আল কাফেরূন | ৬ | ১০৯ |
১৯ | আল ফীল | ৫ | ১০৫ |
২০ | আল ফালাক্ব | ৫ | ১১৩ |
২১ | আন নাস | ৬ | ১১৪ |
২২ | আল ইখলাছ | ৪ | ১১২ |
২৩ | আন নাজম | ৬২ (৩২ নং ব্যতীত) | ৫৩ |
২৪ | আবাসা | ৪২ | ৮০ |
২৫ | আল ক্বাদর | ৫ | ৯৭ |
২৬ | আশ শামস | ১৫ | ৯১ |
২৭ | আল বুরূজ | ২২ | ৮৫ |
২৮ | আত ত্বীন | ৮ | ৯৫ |
২৯ | কুরাইশ | ৪ | ১০৬ |
৩০ | আল ক্বারিয়া | ১১ | ১০১ |
৩১ | আল ক্বিয়ামাহ | ৪০ | ৭৫ |
৩২ | আল হুমাযাহ | ৯ | ১০৪ |
৩৩ | আল মুরসালাত | ৫০ (৪৮ নং ব্যতীত) | ৭৭ |
৩৪ | ক্বাফ | ৪৫ (৩৮ নং ব্যতীত) | ৫০ |
৩৫ | আল বালাদ | ২০ | ৯০ |
৩৬ | আত ত্বারেক্ব | ১৭ | ৮৬ |
৩৭ | আল ক্বামার | ৫৫ (৪৪-৪৬ নং ব্যতীত) | ৫৪ |
৩৮ | ছোয়াদ | ৮৮ | ৩৮ |
৩৯ | আল আ‘রাফ | ২০৬ (১৬৩-১৭০ নং ব্যতীত) | ৭ |
৪০ | আল জ্বীন | ২৮ | ৭২ |
৪১ | ইয়াসিন | ৮৩ (৪৫ নং ব্যতীত) | ৩৬ |
৪২ | আল ফুরক্বান | ৭৭ (৬৮-৭০ নং ব্যতীত) | ২৫ |
৪৩ | ফাত্বির | ৪৫ | ৩৫ |
৪৪ | মারয়াম | ৯৮ (৫৮,৭১ নং ব্যতীত) | ১৯ |
৪৫ | ত্বহা | ১৩৫ (১৩০-১৩১ নং ব্যতীত) | ২০ |
৪৬ | আল ওয়াক্বিয়া | ৯৬ (৮১-৮২ নং ব্যতীত) | ৫৬ |
৪৭ | আশ শু‘আরা | ২২৬ (১৯৭, ২২৪-২২৬ নং ব্যতীত) | ২৬ |
নাযিলের ক্রম | সূরার নাম | মোট আয়াত | বর্তমান ক্রম |
৪৮ | আন নামল | ৯৩ | ২৭ |
৪৯ | আল ক্বাছাছ | ৮৮ (৫২-৫৫,৮৫ নং ব্যতীত) | ২৮ |
৫০ | আল ইসরা | ১১১ (২৬,৩২-৩৩,৫৭,৭৩-৮০ নং ব্যতীত) | ১৭ |
৫১ | ইউনুস | ১০৯ (৪০,৯৪-৯৬ নং ব্যতীত) | ১০ |
৫২ | হুদ | ১২৩ (১২,১৭,১১৪ নং ব্যতীত) | ১১ |
৫৩ | ইউসুফ | ১১১ (১-৩,৭ নং ব্যতীত) | ১২ |
৫৪ | আল হিজ্র | ৯৯ (৮৭ নং ব্যতীত) | ১৫ |
৫৫ | আল আন‘আম | ১৬৫ (২০-২৩,৯১,৯৩,১১৪,১৫১-১৫৩ নং ব্যতীত) | ৬ |
৫৬ | আছ ছাফ্ফাত | ১৮২ | ৩৭ |
৫৭ | লুক্বমান | ৩৪ (২৭-২৯ নং ব্যতীত) | ৩১ |
৫৮ | ছাবা | ৫৪ | ৩৪ |
৫৯ | আয যুমার | ৭৫ | ৩৯ |
৬০ | আল গাফির/ আল মু’মিন | ৮৫ (৫৬,৫৭ নং ব্যতীত) | ৪০ |
৬১ | ফুছ্ছিলাত/হা মীম সাজদাহ | ৫৪ | ৪১ |
৬২ | আশ্ শু‘আরা | ৫৩ | ৪২ |
৬৩ | আয্ যুখরুফ | ৮৯ | ৪৩ |
৬৪ | আদ্ দোখান | ৫৯ | ৪৪ |
৬৫ | আল জাছিয়া | ৩৭ (১৪ নং ব্যতীত) | ৪৫ |
৬৬ | আল আহক্বাফ | ৩৫ (১০,১৫,৩৫ নং ব্যতীত) | ৪৬ |
৬৭ | আয্ যারিয়াত | ৬০ | ৫১ |
৬৮ | আল গাশিয়াহ | ২৬ | ৮৮ |
৬৯ | আল কাহাফ | ১১০ (২৮, ৮৩-১০১ নং ব্যতীত) | ১৮ |
৭০ | আন্ নাহল | ১২৮ (১২৬-১২৮ নং ব্যতীত) | ১৬ |
৭১ | নূহ | ২৮ | ৭১ |
৭২ | ইবরাহীম | ৫২ (২৮-২৯ নং ব্যতীত) | ১৪ |
৭৩ | আল আম্বিয়া | ১১২ | ২১ |
৭৪ | আল মু’মিনূন | ১১৮ | ২৩ |
৭৫ | আস্ সাজদা | ৩০ (১৬-২০ নং ব্যতীত) | ৩২ |
৭৬ | আত্ তূর | ৪৯ | ৫২ |
৭৭ | আল মুলক | ৩০ | ৬৭ |
৭৮ | আল হাক্কাহ | ৫২ | ৬৯ |
৭৯ | আল মা‘আরিজ | ৪৪ | ৭০ |
৮০ | আন্ নাবা | ৪০ | ৭৮ |
৮১ | আন্ নাযিয়াত | ৪৬ | ৭৯ |
৮২ | আল ইনফিত্বার | ১৯ | ৮২ |
৮৩ | আল ইনশিক্বাক | ২৫ | ৮৪ |
৮৪ | আর্ রূম | ৬০ (১৭ নং ব্যতীত) | ৩০ |
৮৫ | আল আনক্বাবূত | ৬৯ (১-১১ নং ব্যতীত) | ২৯ |
৮৬ | আল মুত্বাফ্ফিফীন | ৩৬ | ৮৩ |
মদীনায় নাযিলকৃত ধারাবাহিক সূরা সমূহ :
নাযিলের ক্রম | সূরার নাম | মোট আয়াত | বর্তমান ক্রম |
৮৭ | আল বাক্বারাহ | ২৮৬ (২৮১ নং ব্যতীত) | ২ |
৮৮ | আল আনফাল | ৭৫ (৩০-৩৬ নং ব্যতীত) | ৮ |
৮৯ | আলে ইমরান | ২০০ | ৩ |
৯০ | আল আহযাব | ৭৩ | ৩৩ |
৯১ | আল মুমতাহিনা | ১৩ | ৬০ |
৯২ | আন্ নিসা | ১৭৬ | ৪ |
৯৩ | যিলযাল | ৮ | ৯৯ |
৯৪ | আল হাদীদ | ২৯ | ৫৭ |
৯৫ | মুহাম্মাদ | ৩৮ (১৩ নং ব্যতীত) | ৪৭ |
৯৬ | আর রা‘দ | ৪৩ | ১৩ |
৯৭ | আর রহমান | ৭৮ | ৫৫ |
৯৮ | আদ দাহর | ৩১ | ৭৬ |
৯৯ | আত্ ত্বালাক | ১২ | ৬৫ |
১০০ | আল বাইয়েনাহ | ৮ | ৯৮ |
১০১ | আল হাশর | ২৪ | ৫৯ |
১০২ | আন নূর | ৬৪ | ২৪ |
১০৩ | আল হাজ্জ | ৭৮ (৫২-৫৫ নং ব্যতীত) | ২২ |
১০৪ | আল মুনাফিকূন | ১১ | ৬৩ |
১০৫ | আল মুজাদালাহ | ২২ | ৫৮ |
১০৬ | আল হুজুরাত | ১৮ | ৪৯ |
১০৭ | আত্ তাহরীম | ১২ | ৬৬ |
১০৮ | আত্ তাগাবুন | ১৮ | ৬৪ |
১০৯ | আছ্ ছফ | ১৪ | ৬১ |
১১০ | আল জুম‘আ | ১১ | ৬২ |
১১১ | আল ফাত্হ | ২৯ | ৪৮ |
১১২ | আল মায়েদাহ | ১২০ (৩ ব্যতীত) | ৫ |
১১৩ | আত্ তাওবাহ | ১২৯ (১২৮-১২৯ ব্যতীত) | ৯ |
১১৪ | আন্ নাছর | ৩ (৩ নং আয়াত বিদায় হজ্জে মীনায়) | ১১০ |