সাম্প্রতিক আন্তর্জাতিক

তাওহীদের ডাক ডেস্ক 9086 বার পঠিত

১. প্রশ্ন : ওসামা বিন লাদেন কবে নিহত হন?

উত্তর : ২রা মে ২০১১।

২. প্রশ্ন : তুরস্কের প্রথম ইসলামপন্থী প্রধানমন্ত্রী কে?

উত্তর : নেকমেতিন এরবাকান।

৩. প্রশ্ন : ১৫ মার্চ ২০১১ কোন দেশ ফিলিস্তীনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়?

উত্তর :  উরুগুয়ে।

৪. প্রশ্ন : ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর : জাপানে।

৫. প্রশ্ন : বিশ্বের সর্বোচ্চ টাওয়ারের নাম কি?

উত্তর : স্কাই ট্রি (জাপান)।

৬. প্রশ্ন : বর্তমান অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : ভারত।

৭. প্রশ্ন : ২০১১ সালের ফরবেসের তথ্য মতে, বিশ্বের ক্ষমতাধর ব্যক্তি কে?

উত্তর : হু জিনতাও (চীন)।

৮. প্রশ্ন : কোন দেশে সামরিক জোট ন্যাটো অভিযান চালাচ্ছে বা উপস্থিত রয়েছে?

উত্তর : আফগানিস্তান ও লিবিয়া।

৯. প্রশ্ন : ১৯ এপ্রিল ২০১১ কোন দেশ দীর্ঘ ৪৮ বছর পর জরুরী অবস্থা প্রত্যাহার করে?

উত্তর : সিরিয়া।

১০. প্রশ্ন: ই-বুক এর জনক কে?

 উত্তর : মাইকেল এস হার্ট।

১১. প্রশ্ন : সুপার গ্লু-এর উদ্ভাবক কে?

উত্তর : হ্যারি ওয়েসলে কুভার।

১২. প্রশ্ন : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সবচেয়ে বেশি অর্থনৈতিক উন্নতি করেছে কোন দেশ?

উত্তর : সুইডেন।

১৩. প্রশ্ন : ২০১১ মার্চ কোন দেশে ৮.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়?

উত্তর : জাপান।

১৪. প্রশ্ন : বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র।

১৫. প্রশ্ন : লিবিয়ার নেতা মুআম্মার আল-গাদ্দাফীর বাসভবন ও প্রশাসন সদরদপ্তরের নাম কি?

উত্তর : বাব আল-আজিজিয়া।

১৬. প্রশ্ন : ইয়েমেনের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থার নাম কি?

উত্তর : সাবা।

১৭. প্রশ্ন : ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা কত?

উত্তর : ১২১ কোটি।

১৮. প্রশ্ন : সর্বশেষ বাঘশুমারি অনুযায়ী ভারতে বর্তমান বাঘের সংখ্যা কত?

উত্তর : ১৭০৬টি।

১৯. প্রশ্ন : সামাজিক যোগাযোগ সাইট ‘টুইটার’-এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর : বিজ স্টোন।

২০. প্রশ্ন : উইকিপিডিয়ার জনক কে?

উত্তর : জিমি ওয়ালেস।



বিষয়সমূহ: সাধারণ জ্ঞান
আরও