আইকিউ

তাওহীদের ডাক ডেস্ক 9199 বার পঠিত

[কুইজ-১ ও কুইজ-২ এর সঠিক উত্তর লিখে নাম-ঠিকানাসহ ২০শে জুনের মধ্যে পাঠিয়ে দিন। সর্বোচ্চ উত্তরদাতাদের তিনজনকে পুরষ্কৃত করা হবে। -বিভাগীয় সম্পাদক]

কুইজ-১ :

  1. পবিত্র কুরআনের সর্বপ্রথম আয়াত কোনটি?

ক. সূরা আলাক্বের প্রথম পাঁচ আয়াত, খ. সূরা ফাতিহার ৭ আয়াত, গ. সূরা মুযাম্মিলের ১ম সাত আয়াত, ঘ. সূরা আছরের ৩ আয়াত।

  • ইসলামের প্রথম শহীদ কে ছিলেন?

ক. সুমাইয়া (রাঃ) খ. ইয়াসার আবু আম্মার (রাঃ), গ. খুবায়েব (রাঃ), ঘ. খাববাব (রাঃ)। 

  1. যাবুর কোন নবীর উপর নাযিল হয়?

ক. সোলাইমান (আঃ), খ. ইবরাহীম (আঃ), গ. যাকারিয়া (আঃ),  ঘ. দাউদ (আঃ)।

  1. পবিত্র কুরআনে ইহুদীদেরকে কি বলা হয়েছে?

ক. পথভ্রষ্ট, খ. অভিশপ্ত, গ. মুনাফিক, ঘ. মিথ্যাচারী।

  • পবিত্র কুরআনে কোন পাহাড়ের কসম করা হয়েছে?

ক. তুর, খ. সিনাই, গ. জাবালুত তারিক, ঘ. ছাওর।

  • সিন্ধুবিজেতা সেনাপতি কে ছিলেন?

ক. মুহাম্মাদ বিন কাসেম, খ. কুতায়বা বিন মুসলিম, গ. তারিক বিন যিয়াদ, ঘ. আমর বিন আস।

  1. মোঙ্গলীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

ক. হালাকু খাঁ, খ. চেঙ্গিস খাঁ, গ. জহীরুদ্দীন মুহাম্মাদ বাবর, ঘ. তৈমুর লং।

  • কোন আরব মুসলিম বিজ্ঞানী আবুল কিমিয়া (রসায়নের পিতা) বলা হয়?

ক. আল খাওয়ারযিমী, খ. জাবির বিন হাইয়ান, গ. ইবনে সীনা, ঘ. নাহ্হাস।

  1. পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপের নাম কি?
  2. তাঞ্জানিয়ার রাজধানীর নাম কি?

কুইজ-২ :

  1. ব্রেলভী মতবাদের জন্ম কত সালে?

ক. ১৮৮০ খৃ:, খ. ১৮৫৬ খৃ:, গ. ১৮৭৭ খৃ:, ঘ. ১৯২১ খৃ:।

  • জামা‘আত অর্থ কি?

ক. জনসমষ্টি, খ. আন্দোলন, গ. সংগঠন, ঘ. প্রতিষ্ঠান। 

  • ইমাম আহমাদ বিন হাম্বলের জন্ম কত সনে?

ক. ১৯৪ হি:, ২৪১ হি:, গ. ১৬৪ হি:, ঘ. ১৫৬ হি:।

  1. মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠালাভ করে?

ক. ১৯৬২ খৃ:, খ. ১৯৬১ খৃ:, গ.  ১৯৬০ খৃ:, ঘ. ১৯৭১ খৃ:।

  • আল খাওয়ারযিমী কে ছিলেন?

ক. বীজগণিতের জনক। খ. রসায়নের জনক। গ. ইতিহাসবিদ। ঘ. চিকিৎসক।

  1. ওসামা বিন লাদেন নিহত হত কত তারিখে?

ক. ১লা মে’১১। খ. ২রা মে’১১। গ. ৬ই মে’১১। ঘ. ৩০ এপ্রিল।

  1. লিবিয়াতে ন্যাটো বাহিনী হামলা শুরু করে কত তারিখে?

ক. ১৫ই ফেব্রু’১১, খ. ২৫শে ফেব্রু’১১, গ. ১৫ই মার্চ’১১, ঘ. ১৯শে মার্চ’১১র্।

  • পীস টিভি বাংলার সম্প্রচার শুরু হয় কবে?

ক. ২২শে এপ্রিল’১১, খ. ২৫শে এপ্রিল’১১, গ. ১৫শে এপ্রিল’১১, ঘ. ১৯শে এপ্রিল’১১।

  1. দেশের ৫ম আদম শুমারী শুরু হয় কত তারিখে?

ক. ১৫-১৯শে মার্চ’১১। খ. ২০-২৪শে মার্চ’১১। গ. ১১ই এপ্রিল’১১। ঘ. ১লা মে’১১।

১০. দেশের সর্বশেষ পৌরসভার নাম কি?

ক. কুয়াকাটা। খ. থানচি। গ. রৌমারী। ঘ. সেন্টমার্টিন।

                               (উত্তরের জন্য বর্তমান সংখ্যাটি দেখুন)

গত সংখ্যার কুইজ (১) -এর সঠিক উত্তর

  1. ঘ, ২. ক, ৩. খ,  ৪. ক , ৫. খ,  ৬. খ  ৭. ক   ৮. অশ্রু,  ৯. টোকিও, ১০. জায়ারে।

গত সংখ্যার কুইজ (২) -এর সঠিক উত্তর

  1. ক, ২. ঘ, ৩. ঘ, ৪. গ, ৫. ক, ৬. ক, ৭. ক, ৮. ঘ, ৯. খ, ১০, ক।

শব্দজোট :

{শব্দজোটটি পূরণ করে নাম-ঠিকানাসহ ২০শে জুনের মধ্যে পাঠিয়ে দিন। সঠিক উত্তরদাতাদের তিনজনকে পুরস্কৃত করা হবে। এবারের শব্দজটটি তৈরী করেছেন আরব আলী, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাবি}

পাশাপাশি

১. ধর্ম  ২.  ধ্বনি, শব্দ ৪. নড়াচড়া, কম্পন ৭. বৃত্ত পরিধির অংশ,  ১০. রজনী, ১৪. একটি আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন, ১৬. জনক, বাপ, ১৭. স্বভাব, রীতি।

উপর-নীচ

১. চতুর্দিকে জলবেষ্টিত স্থল ৩. পুস্তক ৪. একটি মৌসুমী ফল ৫. তটিনী ৬. ইয়েমেনের একটি বার্তা সংস্থা ৭. ক্ষুদ্রবৃক্ষ ৮. পত্রবিশিষ্ট, ৯. মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান, ১১. আহবান,ডাকা, ১২. হাত, হস্ত, ১৩. একটি ইসলামী পোশাক, ১৫. কাজ, যা করা যায়।

গত সংখ্যার শব্দজোট বিজয়ী ৩ জন

প্রথম: সাঈদ হাসান

কাটিয়া, সরকারপাড়া, সাতক্ষীরা।

দ্বিতীয়: ফয়সাল আহমাদ

মোহনপুর বাজার, মোহনপুর,  রাজশাহী।

তৃতীয়: হাবীবুর রহমান

মুজগুন্নী, মণিরামপুর, যশোর।

গত সংখ্যার শব্দজট-এর সঠিক উত্তর

পাশাপাশি : ১. দাউদ ২. সাঈর ৩. ইমরান ৭. তিববত ৯. মর্যাদা ১০. সম্ভ্রান্ত।

উপর-নীচ :

১. দাজ্জাল ৩. রজব ৪. ইমামতি ৫. নবুঅত ৬. কলম ৮. সীমান্ত।



আরও