সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 9995 বার পঠিত

ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক দাওয়াহ কনফারেন্সে ‘যুবসংঘ’-এর সভাপতির অংশগ্রহণ

গত ৪-৫ই ডিসেম্বর ২০১৯ রোজ বুধ ও বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদের অধীনস্থ ‘দাওয়াহ একাডেমী’র আয়োজনে তৃতীয় আন্তর্জাতিক দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত হয়। ‘বর্তমান যুগে আল্লাহর পথে দাওয়াত : মূলনীতি, পদ্ধতি সমস্যা ও সমাধান’ শীর্ষক উক্ত কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপনের জন্য আমন্ত্রিত হন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। এ লক্ষ্যে তিনি ২রা ডিসেম্বর সোমবার ইসলামাবাদ গমন করেন এবং ৪ঠা ডিসেম্বর ইসলামাবাদের ফয়ছাল মসজিদ সংলগ্ন আল্লামা ইকবাল অডিটোরিয়ামে কনফারেন্সের ৩য় অধিবেশনে স্বীয় গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। আরবী ভাষায় লিখিত উক্ত প্রবন্ধের শিরোনাম ছিলمنهج جمعية تحريك أهل الحديث بنغلاديش في نشر الدعوة الإسلامية : دراسات وتحليل ‘ইসলামী দাওয়াত প্রসারে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর গৃহীত পদ্ধতি : পর্যালোচনা ও বিশ্লেষণ’। দু’দিন ব্যাপী উক্ত কনফারেন্সে ১২টি দেশের মোট ৭০ জন গবেষক অংশগ্রহণ করেন এবং স্ব স্ব প্রবন্ধ উপস্থাপন করেন। কনফারেন্স শেষে ‘যুবসংঘ’ সভাপতি ইসলামাবাদ, গুজরাত, গুজরানওয়ালা, শিয়ালকোট ও লাহোরের বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করেন এবং মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সভাপতি সিনেটর সাজিদ মীর, জামা‘আতে আহলেহাদীছ পাকিস্তানের আমীর আব্দুল গাফফার রৌপড়ী, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের আরবী ও ইসলামী শিক্ষা ফ্যাকাল্টির ডীন ড. মুহাম্মাদ হাম্মাদ লাখভী, জামে‘আ মুহাম্মাদিয়া গুজরানওয়ালার অধ্যক্ষ শায়খ আব্দুল হামীদ হাযারভী, জামে‘আ ইসলামিয়া সালাফিইয়ার অধ্যক্ষ শায়খ আসাদ মাহমূদ সালাফীসহ বিশিষ্ট বিদ্বানগণের সাথে সাক্ষাৎ করেন। দশদিন ব্যাপী সফর শেষে ১২ই ডিসেম্বর তিনি দেশে প্রত্যাবর্তন করেন।

সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায়

পাঁচদিনের দাওয়াতী সফরে ‘যুবসংঘ’ সভাপতি

গত ২৫শে জানুয়ারী ২০২০ রোজ শনিবার সিঙ্গাপুরের কামবাঙ্গানে অবস্থিত দেশটির অন্যতম সালাফী মসজিদ ও কমিউনিটি সেন্টার মুহাম্মাদিয়া মসজিদ কমপ্লেক্সে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর উদ্যোগে দিনব্যাপী বার্ষিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর মুহাম্মাদিয়া এসোসিয়েশনের প্রেসিডেন্ট উস্তায মুহাম্মাদ আযরী আযমান। সিঙ্গাপুর ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর ‘আন্দোলন’-এর প্রধান সমন্বয়ক আব্দুল হালীম, উপদেষ্টা পরিষদের সদস্য মুহাম্মাদ যিয়াউল কারীম, মুহাম্মাদ মুনীরুল ইসলাম, মোয়াজ্জেম হোসাইন ও মুহাম্মাদ ফারূক আহমাদ। সিঙ্গাপুর ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল মুকীতের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিঙ্গাপুর আন্দোলন-এর প্রশিক্ষণ সম্পাদক হাফেয মুহাম্মাদ সাইফুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মিল্লাত হোসাইন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সিঙ্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক কর্মী ও সুধী অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব মানবজীবনের দুটি বড় ফিৎনা তথা কামনা-বাসনা (শাহওয়াত) ও দ্বীনের ব্যাপারে সন্দেহ-সংশয় (শুবহাত)-এর বিভিন্ন দিক-বিভাগ এবং সেগুলো থেকে আত্মরক্ষার গুরুত্ব ও পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেন এবং সকলকে জামাআতবদ্ধভাবে সমাজ সংস্কারে আত্মনিয়োগ করার জন্য আহবান জানান। পরিশেষে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে সিঙ্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক কর্মী ও সুধীর আগমণ ঘটে।

পরদিন ২৬শে জানুয়ারী রোজ রবিবার সিঙ্গাপুরের সেরাঙগুনে অবস্থিত দেশটির অন্যতম প্রাচীন মসজিদ ও কমিউনিটি সেন্টার আল-কাফ আপার সেরাঙগুন মসজিদে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, সিঙ্গাপুর শাখার উদ্যোগে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। সিঙ্গাপুর ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুকীতের সঞ্চালনায় উক্ত বৈঠক উপস্থিত ছিলেন সিঙ্গাপুর ‘আন্দোলন’-এর প্রধান সমন্বয়ক আব্দুল হালীম, উপদেষ্টা মুহাম্মাদ মুনীরুল ইসলাম, মোয়াজ্জেম হোসাইন, মুহাম্মাদ ফারূক আহমাদ, ‘যুবসংঘ’ সভাপতি কাওছার আলম প্রমুখ। এসময় কেন্দ্রীয় মেহমান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব দায়িত্বশীলদের বক্তব্য শোনেন এবং দাওয়াতী কাজে গতিশীলতা বৃদ্ধির জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বৈঠকে সিঙ্গাপুর আন্দোলন-এর ৭টি শাখা উডল্যান্ড, চুয়াচুকান, জুরং ইস্ট, গেলাং, কাকিবুকিত, পঙ্গল ও তোয়াজ থেকে প্রায় অর্ধশতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

সিঙ্গাপুর সফর শেষে ২৭শে জানুয়ারী কেন্দ্রীয় সভাপতি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা গমন করেন। দুই দিনের সফরে তিনি জাকার্তার প্রসিদ্ধ স্থানসমূহ পরিদর্শন করেন। এছাড়া তিনি পশ্চিমা জাকার্তার দারুস সালাম মাদরাসা এবং টাঙ্গেরাং যেলার মাহাদুত তারবিয়া আল-ইসলামিয়া পরিদর্শন করেন এবং ছাত্রদের উদ্দেশ্যে হেদায়েতী বক্তব্য রাখেন। পরিশেষে ২৯শে জানুয়ারী বুধবার সিঙ্গাপুর হয়ে তিনি দেশে প্রত্যাবর্তন করেন।    

কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০১৯

নওদাপাড়া, রাজশাহী ১২-১৩ই ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার : অদ্য বাদ ফজর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর-পূর্ব পার্শ্বস্থ ভবনে ২দিন ব্যাপী কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুররুল হুদা, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান এলাহী যহীর ও সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ড. নূরুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আসাদুল্লাহ। প্রশিক্ষণ শেষে উপস্থিত বক্তৃতা, কুইজ ও লিখিত পরীক্ষায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

যেলা সংবাদ

ফুলতলা, পঞ্চগড়, ১লা ডিসেম্বর’১৯ রবিবার : অদ্য সকাল ৯-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পঞ্চগড় সাংগঠনিক যেলার উদ্যোগে ফুলতলা আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা যুবসংঘে’র সভাপতি শামীম আহমাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন। আরো উপস্থিত ছিলেন যেলা যুবসংঘ, আন্দোলন ও সোনামণি’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

কুলাঘাট, লালমনিরহাট ২রা ডিসেম্বর’১৯ সোমবার : অদ্য সকাল ৯-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ লালমনিরহাট সাংগঠনিক যেলার উদ্যোগে কুলাঘাট আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা যুবসংঘে’র সভাপতি শিহাবুদ্দীনেরব সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন। আরো উপস্থিত ছিলেন যেলা যুবসংঘ, আন্দোলন ও সোনামণি’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

জিরানী পুকুরপাড়া, ঢাকা উত্তর, ৬ই ডিসেম্বর’১৯ শুক্রবার : অদ্য সকাল ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, ঢাকা উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে জিরানী পুকুরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক মাসিক তাবলীগী ইজতেমার আয়োজন করা হয়।  যেলা যুবসংঘে’র সভাপতি আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মোস্তাফীযুর রহমান সোহেল ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা আন্দোলনে’র সভাপতি সাইফুল ইসলাম ও যুবসংঘের’র সাধারণ সম্পাদক আব্দুর নূরসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

কালদিয়া, বাগেরহাট, ৮ই ডিসেম্বর’১৯ রবিবার : অদ্য সকাল ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বাগেরহাট সাংগঠনিক যেলার উদ্যোগে ফুলতলা আহলেহাদীছ জামে মসজিদে কমিটি পুর্নগঠন করা হয়। যেলা আন্দোলনে’র সভাপতি মাও: যুবায়েরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন। আব্দুল্লাহ আল-মাছূমকে সভাপতি এবং এমদাদুল হককে সাধারণ সম্পাদক  করে যেলা যুবসংঘে’র পূর্ণ কমিটি গঠন করা হয়। আরো উপস্থিত ছিলেন যেলা যুবসংঘ, আন্দোলন ও সোনামণি’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

নবীনগর, খুলনা, ৯ই ডিসেম্বর’১৯ রবিবার : অদ্য সকাল ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ খুলনা সাংগঠনিক যেলার উদ্যোগে গোবরঢাকা নবীনগর আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা যুবসংঘে’র সভাপতি শোয়াইবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন। আরো উপস্থিত ছিলেন যেলা যুবসংঘ, আন্দোলন ও সোনামণি’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

যশোর সদর, যশোর, ১০ই ডিসেম্বর’১৯ রোজ শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যশোর সাংগঠনিক যেলার উদ্যোগে আল্লাহর দান আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা যুবসংঘে’র সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন। আরো উপস্থিত ছিলেন যেলা যুবসংঘ, আন্দোলন ও সোনামণি’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

জয়রামপুর, চুয়াডাঙ্গা, ২০শে ডিসেম্বর’১৯ শুক্রবার : অদ্য  বেলা ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চুয়াডাঙ্গা সাংগঠনিক যেলার উদ্যোগে জয়রামপুর আহলেহাদীছ জামে মসজিদে এক দায়িত্বশীল প্রশিক্ষণ ও অডিটের আয়োজন করা হয়। যেলা যুবসংঘে’র সভাপতি হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও অডিটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ মিলন। আরো উপস্থিত ছিলেন যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক হারুনুর রশীদসহ, যেলা যুবসংঘ ও আন্দোলনে’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

তাহেরপুর, বাগমারা, রাজশাহী ২৫শে ডিসেম্বর রোজ মঙ্গলবার : অদ্য বেলা ১০-টায় বাংলাদেশ ‘আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে তাহেরপুর  পৌর দক্ষিণ পাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক বার্ষিক কর্মী প্রশিক্ষণের আয়োজন করা হয়। যেলা যুবসংঘে’র সভাপতি যিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর এবং কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক মুখতারুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন তাহেরপুর উপযেলা যুবসংঘ সভাপতি আলমগীর শাহ, সহ-সভাপতি রেযওয়ানসহ যুবসংঘ ও আন্দোলনে’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

পাঁচদোনা, নরসিংদী, ২৫শে ডিসেম্বর’১৯ বুধবার : অদ্য সকাল ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, নরসিংদী সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কার্যালয়ে এক দায়িত্বশীল প্রশিক্ষণ ও অডিটের আয়োজন করা হয়। যেলা যুবসংঘে’র সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দায়িত্বশীল প্রশিক্ষণ ও অডিটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক  মুহাম্মাদ আসাদুল্লাহ মিলন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যেলা যুবসংঘে’র সাধারণ সম্পাদক মাহফুযুর রহমান। আরো উপস্থিত ছিলেন যেলা যুবসংঘ ও আন্দোলনে’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

ডাকবাংলা, ঝিনাইদহ, ২৭শে ডিসেম্বর’১৯ শুক্রবার : অদ্য ৯-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঝিনাইদহ সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কার্যালয়ে এক সোনামণি  যেলা পুর্নগঠন ও যুবসংঘ-এর অডিটের আয়োজন করা হয়। যেলা যুবসংঘে’র সভাপতি ফয়ছাল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক  মুহাম্মাদ আসাদুল্লাহ মিলন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবসংঘে’র সাবেক  কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক হারুনুর রশীদ। আরো উপস্থিত ছিলেন যেলা যুবসংঘ, আন্দোলন ও সোনামণি’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

বীরগঞ্জ, দিনাজপুর পশ্চিম, ২৭শে ডিসেম্বর’১৯ শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, দিনাজপুর পশ্চিম সাংগঠনিক যেলা বীরগঞ্জ উপযেলার উদ্যোগে নাগরী সাগরী আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। যেলা যুবসংঘে’র সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন উপযেলা আন্দোলনে’র সভাপতি হারুনুর রশীদ ও যুবসংঘের’র সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও প্রশিক্ষণ সম্পাদক রেযওয়ানসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

জয়পুরহাট সদর, জয়পুরহাট, ৩রা জানুয়ারী’২০ শুত্রুবার : অদ্য  বেলা ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট সাংগঠনিক যেলার উদ্যোগে আরামনগর আহলেহাদীছ জামে মসজিদে এক প্রশিক্ষণ ও অডিটের আয়োজন করা হয়।  যেলা যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও অডিটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও আল-আওন-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির। আরো উপস্থিত ছিলেন যেলা আন্দোলনে’র সভাপতি আব্দুছ ছবূরসহ যুবসংঘ ও আন্দোলনে’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

সোনাপুর, মহাদেবপুর, নওগাঁ, ১৬ই জানুয়ারী’২০ বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, নওগাঁ সাংগঠনিক যেলার উদ্যোগে সোনাপুর আহলেহাদীছ জামে মসজিদে এক অডিট ও প্রশিক্ষণের আয়োজন করা হয়। যেলা যুবসংঘে’র সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অডিট ও প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ। অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা আন্দোলনে’র সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক আফযাল হোসাইন এবং যুবসংঘ ও আন্দোলনে’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

মাদারবাড়ী, পাবনা সদর, পাবনা, ১৭ই জানুয়ারী’২০ শুত্রুবার : অদ্য বাদ জুম’আ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পাবনা সাংগঠনিক যেলার উদ্যোগে মাদারবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে এক অডিটের আয়োজন করা হয়। যেলা যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অডিটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী। আরো উপস্থিত ছিলেন যেলা যুবসংঘ ও আন্দোলনে’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

পাঁচদোনা, নরসিংদী, ২১শে জানুয়ারী’২০ মঙ্গলবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নরসিংদী সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কার্যালয়ে এক যুবসমাবেশের আয়োজন করা হয়। যেলা যুবসংঘে’র সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মোস্তাফীযুর রহমান সোহেল এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। আরো উপস্থিত ছিলেন যেলা যুবসংঘ ও আন্দোলনে’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

কুমারখালী, কুষ্টিয়া পূর্ব, ২৪ই জানুয়ারী’২০ শুত্রুবার : অদ্য বাদ জুম’আ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কুষ্টিয়া পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে কুমারখালী আহলেহাদীছ জামে মসজিদে এক অডিটের আয়োজন করা হয়। যেলা যুবসংঘে’র সভাপতি এনামুল হক সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অডিটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী। আরো উপস্থিত ছিলেন যেলা যুবসংঘ ও আন্দোলনে’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

দৌলতপুর, কুষ্টিয়া পশ্চিম, ৩০শে জানুয়ারী’২০ বৃহস্পতিবার : অদ্য বেলা ১১-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কুষ্টিয়া পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে লাউবাড়িয়া আহলেহাদীছ জামে মসজিদে এক প্রশিক্ষণ ও অডিটের আয়োজন করা হয়। যেলা যুবসংঘে’র সভাপতি আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও অডিটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও সোনামণি-এর কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম। আরো উপস্থিত ছিলেন যেলা আন্দোলনে’র সভাপতি মাস্টার আমীরুল ইসলাম, যুবসংঘ ও আন্দোলনে’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

দৌলতপুর, কুষ্টিয়া পশ্চিম, ৩০শে জানুয়ারী’২০ বৃহস্পতিবার : অদ্য বেলা ১১-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কুষ্টিয়া পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে লাউবাড়িয়া আহলেহাদীছ জামে মসজিদে এক প্রশিক্ষণ ও অডিটের আয়োজন করা হয়। যেলা যুবসংঘে’র সভাপতি আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও অডিটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও সোনামণি-এর কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম। আরো উপস্থিত ছিলেন যেলা আন্দোলনে’র সভাপতি মাস্টার আমীরুল ইসলাম, যুবসংঘ ও আন্দোলনে’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

শাসনগাছা, কুমিল্লা ৩০শে জানুয়ারী’২০ বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলা শহরের শাসনগাছাস্থ আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্সে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কুমিল্লা যেলার উদ্যোগে ‘তরুণদের সমসাময়িক সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। সেমিনারে প্রবন্ধ পাঠ করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আহমাদুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ  করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন ও ড. আবু তাহের (সিলেট)। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ওয়ালীউল্লাহ।



আরও