সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 9581 বার পঠিত

১. প্রশ্ন : হযরত দাউদ (আঃ)-এর মৃত্যুর পর কে তার স্থলাভিষিক্ত হয় ?

উত্তর : হযরত সুলায়মান (আঃ)।

২. প্রশ্ন : মুহাম্মাদ (ছাঃ)-এর আর্বিভাবের নূন্যতম কত বছর পূর্বে হযরত সুলায়মান (আঃ) নবী হন?

উত্তর : ১৫০০ (দেড় হাজার) বছর পূর্বে।

৩. প্রশ্ন : হযরত সুলায়মান (আঃ) কত বছর বেচেঁ ছিলেন?

উত্তর : ৫৩ বছর।

৪. প্রশ্ন : হযরত সুলায়মান (আঃ) কত বছর রাজত্ব করেন?

উত্তর : ৪০ বছর।

৫. প্রশ্ন : হযরত সুলায়মান (আঃ) কত বছর বয়সে রাজকার্য হাতে নেন? উত্তর : ১৩ বছর বয়সে।

৬. প্রশ্ন : হযরত সুলায়মান (আঃ) সম্পর্কে কতটি  সূরা ও কতটি আয়াত বর্ণিত হয়েছে?

উত্তর : ৭ টি  সূরা ও ৫১ টি আয়াত।

৭. প্রশ্ন : পিপীলিকার ভাষা বুঝতেন কোন নবী?

উত্তর : হযরত সুলায়মান (আঃ)।

৮. প্রশ্ন : বায়ু প্রবাহ কোন নবীর অনুগত ছিল?

উত্তর : হযরত সুলায়মান (আঃ)-এর।

৯. প্রশ্ন : তামাকে তরল ধাতুতে পরিণত করা কোন নবীর মু‘জেযা? উত্তর : হযরত সুলায়মান (আঃ)-এর।

১০. প্রশ্ন : পক্ষীকুল অনুগত ছিল কোন নবীর?

উত্তর : হযরত সুলায়মান (আঃ)-এর।

১১. প্রশ্ন : হযরত সুলায়মান (আঃ) বায়ুর পিঠে নিজ সিংহাসনে সওয়ার হয়ে কত দিনের পথ ১ দিনে পৌঁছাতেন?

উত্তর : ২ মাসের পথ।

১২. প্রশ্ন : আল্লাহ তা‘আলা কোন নবীর জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেন ?

উত্তর : হযরত সুলায়মান (আঃ)।

১৩. প্রশ্ন : বায়তুল মুকাদ্দাস নির্মান করেন কোন নবী?

উত্তর : হযরত সুলায়মান (আঃ)।

১৪. প্রশ্ন : রাণী বিলক্বীছ কোন রাজ্যের রাণী ছিলেন?

উত্তর : ‘সাবা’।

১৫. প্রশ্ন : রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পত্র হযরত সুলায়মান (আঃ) কোন পাখির মাধ্যমে রাণী বিলক্বীছের নিকট প্রেরন করেন ?

উত্তর : হুদহুদ পাখি।

১৬. প্রশ্ন : ব্যবিলন শহর কিসের জন্য বিখ্যাত ছিল?

উত্তর : জাদু বিদ্যার জন্য।

১৭. প্রশ্ন : হযরত সুলায়মান (আঃ) পিপীলিকা সর্দারের ভাষা শুনে কি করেছিলেন? উত্তর : মুচকি হেসেছিলেন।

১৮. প্রশ্ন : হুদহুদ পাখি কোন জায়গা থেকে খবর নিয়ে আসতেন? উত্তর : ‘সাবা’ থেকে।

১৯. প্রশ্ন : হযরত সুলায়মান (আঃ)-এর বিশেষভাবে হুদহুদ পাখির খোঁজ নেওয়ার কারণ কি?

উত্তর : ভূগর্ভের নীচে পানির অনুসন্ধানের জন্য।

২০. প্রশ্ন : হুদহুদ পাখির বৈশিষ্ট্য কি ছিল?

উত্তর : মাটির গভীরের বস্ত্ত দেখতে পাওয়া।

২১. প্রশ্ন : হুদহুদ পাখির দুর্বলতা কি ছিল?

উত্তর :  যে তাকে ধরার জন্য মাটির উপরে বিস্তৃত জাল দেখতে পেতনা।

২২. প্রশ্ন : রাণী বিলক্বীছ হযরত নূহ (আঃ)-এর কততম অধঃস্তন বংশধর ছিলেন? উত্তর : ১৮ তম।

২৩. প্রশ্ন : ‘সাবা’ সম্রাজ্যের নামকরণ কিভাবে হয়?

উত্তর : রাণী বিলকীবছের ঊর্ধতন ৯ম পিতামহের নাম ছিল সাবা।

২৪. প্রশ্ন : সাবা সম্রাজ্যের বর্ণনা কোন সূরায় ও কত নং আয়াতে বর্ণিত হয়েছে?

উত্তর : সূরা সাবা ১৫ থেকে ১৭ আয়াত।

২৫. প্রশ্ন : রাণী বিলক্বীছ কি পূজা করত?

উত্তর : সূর্যপূজা।

২৬. প্রশ্ন : হযরত সুলায়মান (আঃ) হুদহুদ পাখির বর্ণনা শুনে কি করেন? উত্তর : ‘সাবা’ রাজ্যে পত্র পাঠালেন।

২৭. প্রশ্ন : সুলায়মান (আঃ) পত্রে রাণী বিলকীবছকে কি নির্দেশ দিয়ে ছিলেন?

উত্তর : আত্নসমর্পন করার।

২৮. প্রশ্ন : রানী বিলকিছ সুলাইমান (আঃ)-এর পত্রের জবাবে কি করলেন?

উত্তর : উপঢৌকন পাঠালেন।

২৯. প্রশ্ন : রাণী বিলক্বীছের উপঢৌকন প্রেরনের পর সুলায়মান (আঃ) জিনদের কি আদেশ দিলেন?

উত্তর : রাণী বিলক্বীছের সিংহাসন নিয়ে আসতে এবং আকৃতি বদলে দিতে।

৩০. প্রশ্ন : হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের ঘটনা কোন নবীর সময়ে ঘটে ছিল?

উত্তর : হযরত সুলায়মান (আঃ)-এর সময়ে।

৩১. প্রশ্ন : হারুত ও মারুত ফেরেশতাদ্বয়কে আল্লাহ তা‘আলা কোথায় প্রেরণ করেন? উত্তর : বাবেল শহরে।

৩২. প্রশ্ন : মৃত্যুর পরেও কোন নবীর দেহ স্থির ছিল?

উত্তর : হযরত সুলায়মান (আঃ)-এর।

৩৩. প্রশ্ন : হারুত ও মারুত ফেরেশতাদ্বয়কে আল্লাহ তা‘আলা কি উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন?

উত্তর : নবুঅত ও জাদুর মধ্যে পার্থক্য বুঝানোর জন্য।



আরও