সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 9529 বার পঠিত

১. প্রশ্ন : বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিকৃত মোট চা বাগানের সংখ্যা কত?  উত্তর : ১৬৭ টি।

২. প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে মোট হাইওয়ে থানা কয়টি?

উত্তর : ৩৬ টি।

৩. প্রশ্ন : বর্তমানে দেশে পৌরসভা কতটি?  উত্তর : ৩২৮টি।

৪. প্রশ্ন : দেশের ৩২৮তম পৌরসভা কোনটি?

উত্তর : বিশ্বনাথ (সিলেট)।

৫. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমী কোথায় অবস্থিত?  উত্তর : হালিশহর, চট্রগ্রাম।

৬. প্রশ্ন : সড়ক পরিবহন আইন, ২০১৮ কবে কার্যকর হয়?

উত্তর : ১লা নভেম্বর ২০১৯।

৭. প্রশ্ন : জাতীয় ঐতিহাসিক দিনের সাথে সমন্বয় করে নতুন বাংলা বর্ষপঞ্জি কার্যকর হয় কবে?

উত্তর : ১৭ই অক্টোবর ২০১৯।

৮. প্রশ্ন : ১৬ই অক্টোবর ২০১৯ উদ্বোধন করা কুড়িগ্রাম থেকে সরাসরি ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের নাম কী?

উত্তর : কুড়িগ্রাম এক্রপ্রেস।

৯. প্রশ্ন : ব্লাষ্ট রোগ ও লিফরাইট প্রতিরোধী বাউ ধান ৩ উদ্ভাবন করেছে কোন বিশ্ববিদ্যালয়?

উত্তর : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

১০. প্রশ্ন : দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ প্লান্ট কোথায় অবস্থিত?  উত্তর : মোংলা, বাগেরহাট।

১১. প্রশ্ন : দেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি?

উত্তর : পদ্মা (জশলদিয়া) পানি শোধনাগার; লৌহজং, মুন্সিগঞ্জ।

১২. প্রশ্ন : দেশের প্রথম হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?  উত্তর : সোনাগাযী, ফেনী।

১৩. প্রশ্ন : ফেনী নদীর উৎপত্তি কোথায়?

উত্তর : খাগড়াছড়ি যেলার পার্বত্য এলাকায়।

১৪. প্রশ্ন : ষষ্ট জনশুমারী ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে?

উত্তর : ২৮ই জানুয়ারী ২০২১ সাল।

১৫. প্রশ্ন : বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?

উত্তর : মুহাম্মাদ হানিফ উদ্দিন মিয়া, তার জন্ম ১ নভেম্বর ১৯২৯ নাটোরের সিংড়ার হুলহুলিয়া গ্রামে। ১১ মার্চ ২০০৭ তিনি মৃত্যুবরণ করেন।

১৬. প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হতে যাওয়া নতুন দু’টি ড্রিমলাইনারের নাম কী?

উত্তর : সোনার তরী ও অচিন পাখি।

১৭. প্রশ্ন : ঘূর্ণিঝড় ‘বুলবুল-এর নামকরণ করে কোন দেশ?

উত্তর : পাকিস্তান।

১৮. প্রশ্ন : পাট থেকে ঢেউটিনের আবিষ্কারক কে?

উত্তর : ড. মোবারক আহমেদ খাঁন। পাট দিয়ে তৈরী বলে এ টিনের নাম জুটিন।

১৯. প্রশ্ন : বাংলাদেশে উদ্ভাবিত পাতা পেঁয়াজের নাম কী?

উত্তর : বারি পাতা পেঁয়াজ-১।

২০. প্রশ্ন : ‘পেঁয়াজের ভান্ডার’ বলে খ্যাত কোন স্থান?

উত্তর : পাবনার সাঁথিয়া উপজেলা।



আরও