সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

তাওহীদের ডাক ডেস্ক 9926 বার পঠিত

১. প্রশ্ন : ২৬শে অক্টোবর ২০১৯ পর্যন্ত কতজন মুসলিম মহাকাশে যান?  উত্তর : ১১ জন।

২. প্রশ্ন : International Year of Peace and Trust কোন সাল?  উত্তর : ২০২১ সাল।

৩. প্রশ্ন : নেলসন ম্যান্ডেলা শান্তি দশকের (Nelson Mandela Decade of Peace) সময়কাল কত?

উত্তর : ২০১৯-২০২৮ সাল।    

৪. প্রশ্ন :  United Nations Decade on Ecosystem Restorstion সময়কাল কত?

উত্তর : ২০২১ সাল।

৫. প্রশ্ন : ২০১৯ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি? উত্তর : সিঙ্গাপুর।

৬. প্রশ্ন : স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? উত্তর : চীন।

৭. প্রশ্ন : রৌপ্য উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : মেক্স্রিকো।

৮. প্রশ্ন : ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরুস্কার লাভ করেন?

উত্তর : আবি আহমেদ আলী।

৯. প্রশ্ন : ১লা অক্টোবর ২০১৯ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর : ক্রিস্টিলিনা জর্জিয়েভা; বুলগেরিয়া।

১০. প্রশ্ন : আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশনে (ISS) যাওয়া প্রথম আরব দেশের নাগরিক কে?

উত্তর : হাজ্জা আল মনছূর; সংযুক্ত আরব আমিরাত।

১১. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে আধুনিক ইসলামী জাদুঘর কোথায় অবস্থিত?  উত্তর : দোহা, কাতার।

১২. প্রশ্ন : ১ কিউসেক পানি সমান কত?

উত্তর : ২৮.৩১৮ লিটার।

১৩. প্রশ্ন : সিরিয়ার সঙ্গে তুরস্কের সীমাস্ত অঞ্চলের দৈর্ঘ্য কত?

উত্তর : ১২০ কিলোমিটার।

১৪. প্রশ্ন : বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা কতটি?

উত্তর : ২৮টি।

১৫. প্রশ্ন : বুগেনভিল বর্তমানে কোন দেশের একটি প্রদেশ?

উত্তর : পাপুয়া নিউগিনি।

১৬. প্রশ্ন : ২০১৯ সালে অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ কোনটি?

উত্তর : Climate Emergency।

১৭. প্রশ্ন : ২০১৯ সালের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : যুক্তরাষ্ট্র।

১৮. প্রশ্ন : ২০১৯ সালের বৈশ্বিক দানশীলতা সূচকে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : চীন।

১৯. প্রশ্ন : ২০২০ সালে ৩৬তম আসিয়ান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?  উত্তর : ভিয়েতনাম।

২০. প্রশ্ন : জম্মু ও কাশ্মীর পূর্নগঠন আইন ২০১৯ কার্যকর হয় কবে?

উত্তর : ৩১শে অক্টোবর ২০১৯।



আরও