সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 9959 বার পঠিত

যুব সমাবেশ ২০২০

রাজশাহী ২৭ ও ২৮শে ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার : ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে দু’দিনব্যাপী ৩০তম বার্ষিক তাবলীগী ইজতেমা রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনাল ময়দানে সফলভাবে সম্পন্ন হয়েছে। ফালিল্লা-হিল হাম্দ। ১ম দিন বাদ আছর বিকাল সোয়া ৪-টায় তাবলীগী ইজতেমা’২০-এর সভাপতি মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সভাপতিত্বে ইজতেমার কার্যক্রম শুরু হয়। ২য় দিন সকাল ১০-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ ময়দানে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে ‘যুবসমাবেশ’ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত বলেন, তোমরা যুবসমাজ জাতির মেরুদন্ড। তোমাদেরকে হকের দাওয়াত নিয়ে সর্বত্র ছড়িয়ে পড়তে হবে। অলসতা ও বিলাসিতা ঝেড়ে ফেলে দিতে হবে। ভীরু ও কাপুরুষ দিয়ে আন্দোলন চলে না। ‘যুবসংঘ’-এর ত্যাগের মাধ্যমে ‘আহলেহাদীছ আন্দোলন’ প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তোমরা দাওয়াতী কাজ করবে, দুনিয়া লাভের জন্য নয়। কেননা রূযীর মালিক আল্লাহ। যারা দুনিয়াদার তাদের জন্য ধ্বংস। জীবনে সফলতা লাভ করতে হ’লে যৌবনকালকে কাজে লাগাতে হবে। তোমরা অল্পে তুষ্ট থাকবে; তাহ’লে সুখী হ’তে পারবে। তোমরা মুরববীদের সাথে সদ্ভাব বজায় রেখে তাদের দো‘আ নিয়ে দাওয়াতী ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আমরা তোমাদেরকে ‘আন্দোলন’-এর সার্বক্ষণিক কর্মী হিসাবে গড়ে উঠার আহবান জানাচ্ছি। 

‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আমীনুল ইসলাম, তাবলীগ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর সম্পাদক ও যুবসংঘের সাবেক সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর সাবেক সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুর রশীদ আখতার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালালুদ্দীন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ ও  যুবসংঘের কাউন্সিল সদস্য ও আল-ফুরক্বান ইসলামিক সেন্টার, বাহরাইন-এর দাঈ মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী।

এছাড়া যেলা দায়িত্বশীলদের মধ্য থেকে বক্তব্য রাখেন ‘যুবসংঘ’ কুমিল্লা যেলা সভাপতি আহমাদুল্লাহ, ঢাকা-উত্তর যেলা সভাপতি আল-আমীন, বরিশাল যেলা সভাপতি কায়েদ মাহমূদ ইমরান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি আব্দুল্লাহ আল-মুছাদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি আব্দুর রঊফ ও ইসলামী বিশ্ববিদ্যালয় সভাপতি আসাদুল্লাহ আল-গালিব। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। সমাবেশে ‘যুবসংঘে’র বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।

জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতা ২০২০

বিগত বছরের ন্যায় এবারও তাবলীগী ইজতেমা’২০-এর ২য় দিন সকাল ৯টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে ‘জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচিত গ্রন্থ ছিল ‘রিয়াযুছ ছালেহীন’ (ফাযায়েল অধ্যায় থেকে শেষ পর্যন্ত)’। প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী তিনজন হ’লেন (১) মুহাম্মাদ এ এইচ মাহফূয (রাজশাহী), (২) মুহাম্মাদ শরীফুল ইসলাম (সাতক্ষীরা) ও (৩) মুহাম্মাদ আব্দুল্লাহ আল-যুবায়ের (পাবনা)। এছাড়া ৫ জনকে বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। তারা হ’লেন (১) মুহাম্মাদ আব্দুর রহীম (সিরাজগঞ্জ), (২) ফারূক আহমাদ (কুষ্টিয়া), (৩) আব্দুল্লাহ (কুমিল্লা), (৪) মুহাম্মাদ আলে-ইমরান (চাঁপাই নবাবগঞ্জ) (৫) তামীম ফায়ছাল (রাজশাহী)। ইজতেমার দ্বিতীয় দিন রাতে ইজতেমা মঞ্চে বিজয়ীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন মুহতারাম আমীরে জামা‘আত।

 ত্রাণ বিতরণ

করোনা ভাইরাসে দেশব্যাপী লকডাউন ঘোষিত হওয়ায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর যেলা ও শাখা সংগঠনসমূহ। চাপাইনবাবগঞ্জ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, কুমিল্লাসহ দেশের বিভিন্ন যেলায় কয়েক দফায় স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ ও খাদ্য বিতরণের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া এই কর্মসূচিতে রাস্তায় ও বিভিন্ন প্রতিষ্ঠানে জীবানুনাশক ছিটানোসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে জনসচেতনামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। উল্লেখ্য যে, গত ২৬শে মার্চ থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের উদ্যোগে দেশের ৪৫টি যেলায় প্রায় সাড়ে নয় হাযার পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্য বিতরণ করা হয়। এতে ব্যয় হয় নগদ প্রায় অর্ধ কোটি টাকা।

কেন্দ্রীয় সভাপতির আহবান

১৮ই এপ্রিল ২০২০, শনিবার : দেশব্যাপী লক ডাউনের প্রেক্ষাপটে বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি ফেসবুক লাইভে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। দিক-নির্দেশনাগুলো নিম্নরূপ :

ব্যক্তিগত নির্দেশনা :     

  1. একান্ত প্রয়োজন ব্যতীত গৃহের বাইরে না গিয়ে গৃহেই অবস্থান করবেন। নিজে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, পরিবার-পরিজনকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একান্ত প্রয়োজনে বাইরে গেলে দো‘আ পড়ে বের হতে হবে। করোনা ভাইরাসের উপসর্গগুলো সম্পর্কে জানতে হবে এবং কারো শরীরে লক্ষণ দেখা দিলে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
  2. আল্লাহ যতটুকু সময় আমাদেরকে সুস্থ রেখেছেন ততটুকু সময়কে গণীমত মনে করে নিজেকে সাধ্যমত ইবাদতে ব্যস্ত থাকতে হবে। নফল ইবাদতগুলো যত বেশী সম্ভব করার চেষ্টা করতে হবে। সকাল-সন্ধ্যার পঠিতব্য দো‘আ ও যিকিরগুলো নিয়মিত পাঠ করতে হবে।
  3. নিজ পরিবার-পরিজনকে নিয়ে নিয়মিত পারিবারিক তা‘লীমী বৈঠক করতে হবে।
  4. উদ্বেগ-উৎকণ্ঠায় অনর্থক সময় নষ্ট না করে সাধ্যমত দ্বীনী জ্ঞানার্জনে সময় ব্যয় করতে হবে। প্রাথমিক সদস্য ও কর্মীগণ মানোন্নয়ন সিলেবাস অধ্যয়ন করবেন এবং পরীক্ষার প্রস্ত্ততি নেবেন। কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ উচ্চতর সিলেবাস অধ্যয়ন করবেন। প্রত্যেকে ইহতিসাবে অধ্যয়নের অগ্রগতি লিপিবদ্ধ করবেন।
  5. রামাযানের কোর্স হিসাবে কমপক্ষে একবার কুরআন খতম করতে হবে এবং যথাসম্ভব তা অর্থসহ পাঠ করার চেষ্টা করতে হবে। এছাড়া আমীরে জামা‘আত রচিত তাফসীরুল কুরআন, সীরাতুর রাসূল (ছাঃ), নবীদের কাহিনী, কুরআন অনুধাবন, ছিয়াম ও ক্বিয়াম, মৃত্যুকে স্মরণ, সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচী প্রভৃতি বইসমূহ পাঠ করতে হবে।

সাংগঠনিক নির্দেশনা :     

  1. রামাযানের পূর্বেই তৃণমূল পর্যন্ত প্রত্যেক এলাকায় তুহফায়ে রামাযান পৌঁছাতে হবে।
  2. উর্ধ্বতন দায়িত্বশীল/ সম্পাদকগণ অধ্বঃস্তন দায়িত্বশীল/ সম্পাদকদের সাথে ফোনে যোগাযোগ রাখবেন এবং সার্বিক খোঁজখবর নেবেন ও দিক-নির্দেশনা দেবেন। সেই সাথে কেন্দ্রীয় নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবেন।
  3. রামাযানের বিশেষ দান তথা প্রত্যেক কর্মী ১০০ টাকা করে যেলার মাধ্যমে কেন্দ্রে প্রেরণ করবেন।
  4. এই লকডাউনের মুহূর্তে অনলাইনে দাওয়াতী কার্যক্রমকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে।
  5. সংগঠনের কোন কর্মী/দায়িত্বশীল করোনায় আক্রান্ত হ’লে উর্ধ্বতন দায়িত্বশীলদেরকে জানাতে হবে এবং তাকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে।

সামাজিক নির্দেশনা :  

  1. নিজ নিজ এলাকায় ত্রাণ বিতরণের জন্য বিশেষ তহবিল গঠনকরতঃ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং রিপোর্ট যেলা/কেন্দ্রে প্রেরণ করতে হবে। বিশেষ করে রামাযান মাসে পাড়া-মহল্লায় দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্য বিতরণ বিতরণ কর্মসূচি গ্রহণ করতে হবে, যেন এই বরকতময় মাসে কোন মানুষ অভুক্ত অবস্থায় না থাকে।
  2. করোনা আক্রান্ত ব্যক্তির প্রতি সামাজিকভাবে যে অমানবিক আচরণ করা হচ্ছে, তা অতীব দুঃখজনক। এমতবস্থায় সাধারণ মানুষকে আল্লাহভীরুতার নছীহত করতে হবে এবং সামাজিক ও ধর্মীয় দায়িত্বের ব্যাপারে সচেতন করতে হবে। এতদসত্ত্বেও কোন আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে প্রেরণ বা মৃত্যুর পর কাফন-দাফনের ক্ষেত্রে কোন সংকট তৈরী হ’লে তা নিরসনে দায়িত্বশীলদেরকে পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে দাফনকর্মে সহায়তার জন্য বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে হবে।

স্মারকগ্রন্থ ২০২০

কর্মী সম্মেলন ২০২০ উপলক্ষ্যে বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় উদ্যোগে স্মারকগ্রন্থ-২ প্রকাশিত হ’তে যাচ্ছে ইনশাআল্লাহ। এতে প্রাক্তন দায়িত্বশীলদের স্মৃতিচারণ, মুহতারাম আমীরে জামাআতসহ আন্দোলনের প্রবীণ কেন্দ্রীয় দায়িত্বশীলদের সাক্ষাৎকার, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের ইতিহাস পরিক্রমা সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ক প্রবন্ধ, কবিতা, সাধারণ কর্মী ও দায়িত্বশীলদের অভিব্যক্তি সন্নিবেশিত হবে ইনশাআল্লাহ। স্মারকগ্রন্থে যারা প্রবন্ধ বা কবিতা লিখতে চান কিংবা সাংগঠনিক জীবনের স্মৃতিচারণ করতে চান, তাদেরকে জুন মাসের মধ্যে দায়িত্বশীলদের সাথে যোগাযোগের আহবান করা হ’ল।



আরও