সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 30691 বার পঠিত

১. প্রশ্ন : কোন দু’টি সূরা তাদের তেলাওয়াতকারীদের স্বপক্ষে প্রভুর সাথে বাদানুবাদে লিপ্ত হবে?

উত্তর : সূরা বাক্বারাহ ও আলে ইমরান।    

২. প্রশ্ন : কুরআনের সবচেয়ে মহত্বপূর্ণ সূরা কোনটি?

উত্তর : সূরা ফাতিহা।

৩. প্রশ্ন : কুরআনের কোন সূরার প্রথম ১০টি আয়াত মুখস্ত করলে দাজ্জালের ফিৎনা থেকে মুক্তি পাওয়া যাবে?

উত্তর : সূরা কাহাফের।

৪. প্রশ্ন : কোন দো‘আ পাঠ করলে জান্নাতের ৮টি দরজা খুলে দেয়া হয়?  উত্তর : ওযূর দো‘আ।

৫. প্রশ্ন : পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে সবার চেয়ে উত্তম কোনটি?   উত্তর : ফজরের দু’রাকা‘আত সুন্নাত।

৬. প্রশ্ন : আদম (আঃ)-কে কোনদিন জান্নাত থেকে বের করে দেয়া হয়েছিল?   উত্তর : শুক্রবার।

৭. প্রশ্ন : রামাযানের ছিয়ামের পর সর্বোত্তম ছিয়াম কোনটি?

উত্তর :  আশুরার ছিয়াম।       

৮. প্রশ্ন : ইহুদী-খৃষ্টানদের সাথে মুসলমানদের ছিয়ামের পার্থক্য কি?   উত্তর : সাহারী করা।

৯. প্রশ্ন : আরাফার ছিয়ামের ফযীলত কি?

উত্তর : পূর্বের ও পরের এক বছরের গুনাহ মাফ।

১০. প্রশ্ন : সারা বছর ছিয়াম রাখার সমান কোন আমল?

উত্তর : প্রতি মাসে তিনটি করে ছিয়াম।              

১১. প্রশ্ন : রাসূল (ছাঃ) তিনটি কাজের অছিয়ত করেছেন। তন্মধ্যে ১টি হ’ল-

উত্তর : নিদ্রার পূর্বে বিতর ছালাত।

১২. রাসূল (ছাঃ)-এর উপর প্রথম অহি নাযিল হয়েছিল কোন দিন?   উত্তর : সোমবার।       

১৩. প্রশ্ন : আল্লাহ কোন দিন সবচেয়ে বেশী জাহান্নামীকে ক্ষমা করেন?   উত্তর : আরাফার দিন।

১৪. প্রশ্ন : রাতের অন্ধকারে মসজিদে যাতায়াতকারীদের কিসের সুসংবাদ দেয়া হয়েছে?

উত্তর : পরিপূর্ণ জ্যোতি।

১৫. প্রশ্ন : নিম্নের কোন ইবাদতের ফযীলত জানা থাকলে মানুষ তাতে অংশগ্রহণের জন্য প্রয়োজনে লটারী করত?

উত্তর : আযান দেওয়া ও মসজিদে প্রথম কাতারে ছালাত আদায় করা।

১৬. প্রশ্ন : রাসূল (ছাঃ) কোন মাসে সবচেয়ে বেশী নফল ছিয়াম রাখতেন?   উত্তর : শা‘বান মাসে।

১৭. প্রশ্ন : কোন সূরা তেলাওয়াতের কারণে জনৈক ব্যক্তির মাথার উপর মেঘ ঢেকে নিয়েছিল?

উত্তর : সূরা কাহাফ।

১৮. প্রশ্ন : আল্লাহর রাস্তায় কোন ব্যক্তির জিহাদ উপলক্ষ্যে অবস্থান করা নিজ ঘরে কত বছর ছালাত পড়া অপেক্ষা উত্তম?   উত্তর : সত্তর হাযার বছর।

১৯. প্রশ্ন : কোন চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না?

উত্তর : যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে ও আল্লাহর পথে প্রহরায় রত থাকে।

২০. প্রশ্ন : নবী (ছাঃ) তাবূক অভিযান হতে ফিরে এলে ছোট-বড় সকল মানুষ তাঁকে কোন স্থানে স্বাগত জানিয়েছিল?

উত্তর : মদীনার উপকণ্ঠে অবস্থিত ‘ছানিয়াতুল অদা’ নামক স্থানে।

২১. প্রশ্ন : কোন ব্যক্তিকে রাসূল (ছাঃ) ঈর্ষার পাত্র বলে উল্লেখ করেছেন?

উত্তর : (ক) সেই ব্যক্তি যাকে আল্লাহ ধনসম্পদ দান করেছেন এবং তাকে তা সৎপথে ব্যয় করার শক্তিও দিয়েছেন। (খ) সেই ব্যক্তি যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন, যার বদৌলতে সে বিচার ফয়ছালা করে থাকে ও তা অপরকে শিক্ষা দেয়।

২২. প্রশ্ন : যে রাত্রে নবী (ছাঃ)-কে মিরাজ ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল সে রাত্রে তাঁর নিকটে কিসের পাত্র আনা হয়েছিল?

উত্তর : মদ ও দুধের পাত্র।

২৩. প্রশ্ন : রাসূল (ছাঃ) বলেছেন, পূর্ববর্তী জাতির মধ্যে অনেক মুহাদ্দাছ (যাদের মনে আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রক্ষেপ করা হয়) লোক ছিল, যদি আমার উম্মতের মধ্যে কোন মুহাদ্দাছ থাকে সে হ’ল-

উত্তর : উমর (রাঃ)।

২৪. প্রশ্ন : মুশরিকদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য রাসূল (ছাঃ) কার নেতৃত্বে একটি গুপ্তচর দল পাঠিয়েছিলেন?

উত্তর : আছেম ইবনে ছাবেত।

২৫. প্রশ্ন : সুফয়ান ইবনে আব্দুল্লাহ, রাসূল (ছাঃ)-কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (ছাঃ) আমার জন্য আপনি কোন জিনিসকে বেশি ভয় করেন? উত্তরে রাসূল (ছাঃ) কোনটি বলেছিলেন?

উত্তর : জিহবা।

২৬. প্রশ্ন : কিয়ামতের দিন আল্লাহ্ কোন ব্যক্তির চেহারাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন?

উত্তর : যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করবে।

২৭. প্রশ্ন : আল্লাহ বলেন, পাপ ও সীমালংঘনের কাজে তোমরা একে অন্যের সাহায্য করো না। এটি কোন সূরায় বলা হয়েছে?

উত্তর : সূরা মায়েদাহ।

২৮. প্রশ্ন : কোন মুমিন ব্যক্তিকে অভিসম্পাত করাকে কিসের সাথে তুলনা করা হয়েছে?

উত্তর : হত্যার সাথে।

২৯. প্রশ্ন : প্রকৃত মুসলিম কে?

উত্তর : যার মুখ ও হাত হতে অপর মুসলিম নিরাপদে থাকে।

৩০. প্রশ্ন : প্রত্যেক সোম ও বৃস্পতিবার সকলকে শিরকমুক্ত ব্যক্তিকে ক্ষমা করা হলেও কোন ব্যক্তিকে ক্ষমা করা হয় না?

উত্তর : যার সাথে তার মুসলিম ভাইয়ের শত্রুতা থাকে।

৩১. প্রশ্ন : কোন কাজটি একটি মানুষের মন্দ হওয়ার জন্য যথেষ্ট? উত্তর : কোন মুসলমান ভাইকে তুচ্ছ ভাবা।

৩২. প্রশ্ন : অহংকারের নিদর্শন কি?

উত্তর : সত্যকে প্রত্যাখান করা ও মানুষকে তুচ্ছ জ্ঞান করা।

৩৩. কোন দু’টি দোষকে কাফেরদের আচরণের সাথে তুলনা করা হয়েছে?

উত্তর : বংশে খোটা দেওয়া ও মৃত ব্যক্তির জন্য মাতম করা।

৩৪. রাসূল (ছাঃ) বলেছেন, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, কে?

উত্তর : যে কারো স্ত্রী অথবা কারো ভৃত্যকে প্ররোচনা দ্বারা নষ্ট করে।

৩৫. প্রশ্ন : কয়টি স্বভাব কারো মধ্যে থাকলে রাসূল (ছাঃ) তাকে খাঁটি মুনাফিক্ব হিসাবে গণ্য হবে বলেছেন?

উত্তর : চারটি।

৩৬. ক্বিয়ামতের দিন প্রত্যেক কোন ধরণের ব্যক্তিদের জন্য একটি করে বিশেষ পতাকা নির্দিষ্ট করা হবে?

উত্তর : বিশ্বাসঘাতকতাকারী।

৩৭. প্রশ্ন : কিয়ামতের দিন কোন প্রকার লোকের প্রতিবাদী স্বয়ং আল্লাহ নিজেই হবেন?

উত্তর : (ক) যে আল্লাহর নামে অঙ্গীকারাবদ্ধ হ’ল, পরে তা ভঙ্গ করল (খ) যে স্বাধীন মানুষকে (প্রতারণা দিয়ে) বিক্রি করে তার মূল্য ভক্ষণ করল (গ) যে কোন মজুরকে খাটিয়ে তার নিকট থেকে পুরাপুরি কাজ নিল, কিন্তু তার মজুরী দিল না।

৩৮. প্রশ্ন : কোন কাজটি রাসূল (ছাঃ) হিজরত করার সমতুল্য বলে উল্লেখ করেছেন?

উত্তর : ফিৎনা­ফাসাদের সময় ইবাদত বন্দেগী করা।

৩৯. প্রশ্ন : কোন কোন ক্ষেত্রে উদারতা প্রকাশ করলে তাদের প্রতি আল্লাহর দয়ার কথা রাসূল (ছাঃ) উল্লেখ করেছেন?

উত্তর : (ক) ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে  (খ) পাওনা তলব করার ক্ষেত্রে।

৪০. প্রশ্ন : কোন ব্যক্তিকে আল্লাহ ক্বিয়ামতের দিনের অস্থিরতা ও বিপদ থেকে নিষ্কৃতি দিবেন?

উত্তর : (ক) যে ঋণ পরিশোধে অসমর্থ গ্রহীতাকে অবকাশ দান করে বা তার ঋণ মওকুফ করে।

৪১. যে আল্লাহর যিকির করে আর যে যিকির করে না উভয়ের উদাহরণ কিসের মত?

উত্তর : মৃত ও জীবন্ত মানুষের মত।

৪২. প্রশ্ন : মুফাররিদ বলতে কাদেরকে বুঝানো হয়েছে?

উত্তর : অধিক মাত্রায় আল্লাহকে স্মরণকারী নর-নারী।

৪৩. প্রশ্ন : আল্লাহ কোন ব্যক্তির রক্ষণাবেক্ষণের দায়ভার গ্রহণ করেন?

উত্তর : যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়।

৪৪. প্রশ্ন : আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেয়া অন্যত্র কত দিন পাহারা দেয়া অপেক্ষা উত্তম?

উত্তর : এক হাযার দিন।                   

৪৫. প্রশ্ন : যে ব্যক্তি আল্লাহর উপর একবার দরূদ পাঠ করেন আল্লাহ্ তার উপর কতটি রহমত (করুণা) অবতীর্ণ করেন?   উত্তর : দশটি।          

৪৬. প্রশ্ন : আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নবী (ছাঃ)-এর নিকটে তার স্বামী আবু সুফিয়ান সম্পর্কে কি বলেছিল?

উত্তর : তিনি কৃপণ মানুষ।

৪৭. প্রশ্ন : গাইরুল্লাহর নামে কসম করা কি?

উত্তর : শিরক ও কুফরী।

৪৮. প্রশ্ন : একজন মুসলিম অপর মুসলিমকে সর্বোচ্চ কতদিন কথাবার্তা বন্ধ রাখতে পারে?  উত্তর : ৩ দিন।

৪৯. প্রশ্ন : শয়তান আরব উপদ্বীপে মুসলমানদের উপর কোন কাজে সফল হবে?

উত্তর : উস্কানী দিয়ে দ্বন্দ্ব কলহ সৃষ্টি করতে।

৫০. প্রশ্ন : যে মানুষ সৎকাজ করে, আর লোকে তার প্রশংসা করে থাকে, তবে সেটা হবে-

উত্তর : মুমিনের আগাম সুসংবাদ।

৫১. প্রশ্ন : রাস্তার হক্ব কী?

উত্তর : (ক) দৃষ্টি সংযত রাখা (খ) সালামের উত্তর দেয়া (গ) সুন্দর কথাবার্তা বলা।                           

৫২. প্রশ্ন : আল্লাহর রাসূল কাদেরকে অভিশাপ দিয়েছেন?

উত্তর : (ক) পুরুষের বেশ ধারণকারী মহিলা (খ) নারীর বেশ ধারণকারী পুরুষ।

৫৩. প্রশ্ন : কোন ধরণের চুল কাটানো নিষিদ্ধ?

উত্তর : কিছু চুল ছেড়ে দেয়া ও কিছু চুল কামানো।

৫৪. প্রশ্ন : কোন নারীরা অভিশপ্ত?

উত্তর : (ক) যারা দেহে উল্কি পরে (খ) ভ্রূ প্লাক করে (গ) দাঁতের মাঝে ফাঁক করে।

৫৫. প্রশ্ন : কোন কর্মটি কুফরীমূলক?

উত্তর : মৃতের জন্য মাতম করা।

৫৬. প্রশ্ন : যে গণকের কাছে যায় তার কতদিনে ছালাত কবুল হয় না?   উত্তর : ৪০ দিন।

৫৭. প্রশ্ন : রোগ কি ছোঁয়াচে হয়?    উত্তর : হয় না।

৫৮. প্রশ্ন : ক্বিয়ামতের দিন কাদেরকে শাস্তির ঘোষণা দেয়া হয়েছে-    উত্তর : ছবি-মূর্তি অংকনকারী।

৫৯. প্রশ্ন : মসজিদের হারানো জিনিস সন্ধানের জন্য ঘোষণা করা কী?   উত্তর : নিষিদ্ধ।                

৬০. প্রশ্ন : মসজিদে কি খেয়ে প্রবেশ নিষেধ?

উত্তর : (ক) কাঁচা পেঁয়াজ (খ) কাঁচা রসুন (গ) লীক পাতা।

৬১. প্রশ্ন : কসম খাওয়া যাবে না-

উত্তর : (ক) কাবাঘরের (খ) ফেরেশতার (গ) আমানতের।

৬২. ক্বিয়ামতের পূর্বে শিঙ্গায় দু’বার ফুৎকার দেওয়া হবে, যার মধ্যবর্তী ব্যবধান হবে-

উত্তর : ৪০ বছর।

৬৩. প্রশ্ন : দাজ্জালের কপালে কি লেখা থাকবে?

উত্তর : কা-ফা-রা।  

৬৪. প্রশ্ন : সর্বশ্রেষ্ঠ মুসলিম কারা?

উত্তর : বদর যুদ্ধে অংশগ্রহণকারীরা।

৬৫. প্রশ্ন : কোন বিচারক জোর চেষ্টা সত্ত্বেও ভুল বিচার করলে কত নেকি পাবেন?

উত্তর : ১ নেকী।



আরও