কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ
তাওহীদের ডাক ডেস্ক
কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠক
গত ১১ ও ১২ জুন ২০২০ ইং রোজ বৃহস্পতি ও শুক্রবার বাদ আসর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর-পূর্ব পার্শ্বস্থ ভবনের কেন্দ্রীয় কার্যালয়ে করোনার এই উদ্ভূত পরিস্থিতিতে গুগল জুম কনফারেন্সের মাধ্যমে ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মপরিষদ ২৩নং বৈঠক অনুষ্ঠিত হয় এবং শুক্রবার বাদ ফজর এই প্রথম কেন্দ্র ও যেলার সমন্বিত সফল ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে স্বশরীরে কেন্দ্রীয় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ, অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর, তথ্য ও প্রকাশনা সম্পাদক মুখতারুল ইসলাম এবং দফতর সম্পাদক মুহাঃ আজমাল এবং জুমে সংযুক্ত ছিলেন সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান সোহেল (ঢাকা), সাংগঠনিক সম্পাদক আবুল কালাম (জয়পুরহাট), প্রশিক্ষক সম্পাদক আসাদুল্লাহ মিলন (ঝিনাইদহ), ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন (বগুড়া), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম আহমাদ (সিরাজগঞ্জ), সমাজ কল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ (মেহেরপুর)। সারাদেশের যুবসংঘে’র সবকটি যেলার জুম কনফারেন্সে সরব উপস্থিতি ছিল। কথায় রয়েছে, ‘প্রতিটি নতুন জিনিসই সুস্বাদু’ করোনাকালীন এ সংকট মাড়িয়ে প্রতিটি দায়িত্বশীলই এ ভার্চুয়াল মিটিং-এ নতুন কর্মচাঞ্চল্য ও উদ্যমতার স্বাদ আস্বাদন করেন। মাননীয় সভাপতির বিপদকালীন আত্মরক্ষা ও সংগঠনের গতিশীলতা বৃদ্ধির দিক নিদের্শনামূল বক্তব্যে হতাশাগ্রস্ত হৃদয়ে নতুন প্রাণ সঞ্চারিত হয়। বহুদিন পর সকলের সাক্ষাৎঘন মুবারকময় পরিবেশে নিজ যেলার তৃণমূল পর্যায়ের সর্বশেষ অবস্থা তুলে ধরেন। আবেগাপ্লুত নেতা-কর্মীরা সকলের সাথে করোনাকালীন নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেন এবং কেন্দ্র নির্দেশিত আর্ত-মানবতার সেবার সর্বশেষ হালচিত্র উপস্থাপন করেন। উক্ত বৈঠকে গৃহীত সিদ্ধান্তবলী নিম্নে তুলে হ’ল-
১নং সিদ্ধান্ত : বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর গত মাসের বৈঠকের সিদ্ধান্ত সমূহ পঠন ও তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
০২নং সিদ্ধান্ত : বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর বার্ষিক কর্মী সম্মেলন ২০২০ ফেসবুক লাইভ এর মাধ্যমে করার সিদ্ধান্ত গৃহীত হয়।
০৩নং সিন্ধান্ত : বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর বার্ষিক কর্মী সম্মেলন ২০২০ আগামী ১৪ই আগষ্ট অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
০৪নং সিদ্ধান্ত : বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর বার্ষিক কর্মী সম্মেলন ২০২০-এ দেশের বাইরের বাংলাভাষী আলোচক এবং বর্হিবিশ্বের ভিন্নভাষী আলোচক রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
০৫নং সিদ্ধান্ত : বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কর্মী সম্মেলন ২০২০ উপলক্ষে যেলা কোটা নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়।
০৬নং সিদ্ধান্ত : বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কর্মী পরীক্ষা আগামী ০৩রা জুলাই এম. সি. কিউ পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
০৭নং সিদ্ধান্ত : বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কর্মী সম্মেলন উপলক্ষে কুইজ প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়।
০৮নং সিদ্ধান্ত : বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্র কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতার ২০২০ উপলক্ষে হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ও পরিবেশিত বই সমূহ পুরষ্কার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
মানোন্নয়ন পরীক্ষা
গত ৩রা জুলাই ২০২০ ইং রোজ শুক্রবার বেলা ১০টায় দেশব্যাপী বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের নিয়মিত মানোন্নয়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে প্রথমবারের মত অনলাইনে পরীক্ষা গ্রহণ করা হয়। ১০ই জুলাই ফলাফল প্রকাশ করা হয় এবং পরবর্তীতে ১৭ই জুলাই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ৪৮ জন কেন্দ্রীয় কাউন্সিল সদস্যপ্রার্থীদেরকে জুম ও মেসেঞ্জার এ্যাপসের মাধ্যমে ভাইভা গ্রহণ করা হয়। অতঃপর ২৪শে জুলাই জুম এ্যাপসের মাধ্যমে কর্মী এবং চুড়ান্তভাবে উত্তীর্ণ ১৫ জন কেন্দ্রীয় কাউন্সিল সদস্যদের শপথ গ্রহণ করা হয়। কর্মী শপথ পড়ান কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্যদের বায়‘আত গ্রহণ করেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। এ সময় তিনি তাদেরকে সর্বাবস্থায় দ্বীনের উপর অবিচল থাকার জন্য নছীহত করেন এবং আহলেহাদীছ আন্দোলনের অগ্রসেনানী হিসাবে সমাজ সংস্কারে যথাযোগ্য ভূমিকা রাখার জন্য আহবান জানান। তিনি উপস্থিত সকলের জন্য আন্তরিক দো‘আ করেন। উত্তীর্ণ কেন্দ্রীয় কাউন্সিল সদস্যগণ হ’লেন আব্দুন নূর (রংপুর), আব্দুল কাদের (দিনাজপুর পূর্ব), আশরাফ আলী (নিলফামারী), আব্দুর রঊফ (রাজশাহী), মুহাম্মাদ ফারূক হোসাইন (সাতক্ষীরা), সাইফুল্লাহ বিন শামসুর (সাতক্ষীরা), ডা. হাসানুয্যামান (সাতক্ষীরা), আসাদুল্লাহ আল-গালিব (রাজশাহী), আব্দুল্লাহ আল-মোছাদ্দেক (কুমিল্লা), কাসিদুল হক কুতুব (কুমিল্লা), মোহাম্মাদ ওয়ালিউল্লাহ (কুমিল্লা), জসীমুদ্দীন (চট্টগ্রাম), মফীযুল ইসলাম (ঝিনাইদহ), মুহাম্মাদ রফীকুল ইসলাম (ঝিনাইদহ), মুহাম্মাদ হোসাইন (ঝিনাইদহ)।