সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 9383 বার পঠিত

১. প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 

    উত্তর : ১০৬টি।

২. প্রশ্ন : বর্তমানে দেশে কতটি সরকারী কলেজ রয়েছে?

    উত্তর : ৬২৯টি; এর মধ্যে ৩০২টি নতুন জাতীয়করণকৃত।

৩. প্রশ্ন : ২০১৯ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?

    উত্তর : চীন। দ্বিতীয় যুক্তরাজ্য।

৪. প্রশ্ন : বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক ব্যাধি কতটি?

    উত্তর : ২৪টি।

৫. প্রশ্ন : বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপুলিশ পরিদর্শকের (IGP) নাম কী?  

    উত্তর : ড. বেনজীর আহমেদ।

৬. প্রশ্ন : RAB-এর নবনিযুক্ত মহাপরিচালকের নাম কী?

    উত্তর : চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

৭. প্রশ্ন : জাতীয় বাজেট ২০২০-২১ কত ছিল?

    উত্তর : ৫০তম।

৮. প্রশ্ন : সাধারণ করমুক্ত আয়সীমা কত?

    উত্তর : ৩ লাখ টাকা।

৯. প্রশ্ন : ধান উৎপাদনে শীর্ষ যেলা কোনটি?

    উত্তর : ময়মনসিংহ।

১০. প্রশ্ন : গম উৎপাদনে শীর্ষ যেলা কোনটি?

    উত্তর : ঠাকুরগাঁও।

১১. প্রশ্ন : চা উৎপাদনে শীর্ষ যেলা কোনটি?

    উত্তর : মৌলভীবাজার।

১২. প্রশ্ন : পাট ও মসুর উৎপাদনে শীর্ষ যেলা কোনটি?

    উত্তর : ফরিদপুর।

১৩. প্রশ্ন : আলু উৎপাদনে শীর্ষ যেলা কোনটি?

    উত্তর : বগুড়া।

১৪. প্রশ্ন : আম উৎপাদনে শীর্ষ যেলা কোনটি?

    উত্তর : রাজশাহী।

১৫. প্রশ্ন : ভুট্টা ও লিচু উৎপাদনে শীর্ষ যেলা কোনটি?

    উত্তর : দিনাজপুর।

১৬. প্রশ্ন : কলা ও কাঁঠাল উৎপাদনে শীর্ষ যেলা কোনটি?

    উত্তর : নরসিংদী।

১৭. প্রশ্ন : পেঁয়াজ উৎপাদনে শীর্ষ যেলা কোনটি?

    উত্তর : পাবনা।

১৮. প্রশ্ন : আদা ও কমলা উৎপাদনে শীর্ষ যেলা কোনটি?

    উত্তর : রাঙ্গামাটি।

১৯. প্রশ্ন : নারিকেল ও তরমুজ উৎপাদনে শীর্ষ যেলা কোনটি?

    উত্তর : ভোলা।

২০. প্রশ্ন : ২০২০ সালে মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? 

    উত্তর : ১৫১তম।

২১.প্রশ্ন : ২০২০ সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত?   উত্তর : ৯৭তম।




আরও