সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

তাওহীদের ডাক ডেস্ক 10058 বার পঠিত

1. প্রশ্ন : Black Lives Matter (BLM) কি?

উত্তর : বর্ণবাদ বিরোধী আন্দোলন।

2. প্রশ্ন : কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে নৃশংস হত্যা করা হয় কবে?

উত্তর : ২৫শে মে ২০২০ যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে।

3. প্রশ্ন : সাম্প্রতিক সময়ে বহুল ব্যবহৃত জুম (Zoom MIGA) কী? 

উত্তর : ভিডিও কনফারেন্সের জনপ্রিয় অ্যাপ।

4. প্রশ্ন : কোন দেশ AIIB’র ৮১তম সদস্যপদ লাভ করে?

উত্তর : বেনিন।

5. প্রশ্ন : বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার (WIPO) বর্তমান সদস্য দেশ কতটি? 

    উত্তর : ১৯৩টি।

6. প্রশ্ন : আফ্রিকান উন্নয়ন ব্যাংক (AFDB)  বর্তমান সদস্য সংখ্যা কত?  

    উত্তর : ৮১টি।

7. প্রশ্ন : ২৭শে মার্চ ২০২০ কোন দেশ NATO’র ৩০তম সদস্যপদ লাভ করে?  

    উত্তর : উত্তর মেসিডোনিয়া। 

8. প্রশ্ন : ২০২০ সালের হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : সিঙ্গাপুর।

9. প্রশ্ন : বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : যুক্তরাষ্ট্র।

10. প্রশ্ন : ২০২০ সালের মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি?

    উত্তর : নরওয়ে।

11. প্রশ্ন : ২০২০ সালে বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : আইসল্যান্ড।

12. প্রশ্ন : মাছ রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : চীন।

13. প্রশ্ন : মাছ আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : যুক্তরাষ্ট্র।

14. প্রশ্ন : বিখ্যাত ম্যাগাজিন Forbds-এর তালিকায় শ্রেষ্ঠ ধনী?

উত্তর : জেফ বেজোস (সম্পদ : ১১৩ বিলিয়ন ডলার)

15. প্রশ্ন : বিশ্বে শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?

উত্তর : হংকং (চীন)।

16. প্রশ্ন : বিশ্বে সর্বনিম্ন ব্যয়বহুল শহর কোনটি?

উত্তর : তিউনিশ (তিউনিশিয়া)।

17. প্রশ্ন : জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (UNHCR)- প্রতিবেদনে শীর্ষ বাস্ত্তুচ্যুত শরণার্থীর দেশ কোনটি?

উত্তর : সিরিয়া (৬.৬ মিলিয়ন)

18. প্রশ্ন : শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : তুরস্ক (৩.৬ মিলিয়ন)

19. প্রশ্ন : ইউরোপীয় ইউনিয়নের সাথে ১লা আগস্ট থেকে কোন দেশের মুক্ত বাণিজ্য চুক্তি শুরু হবে। 

উত্তর : ভিয়েতনাম।

20. প্রশ্ন : ঘূর্ণিঝড় আম্পান (Amphan) নামকরণ করে কোন দেশ?

    উত্তর : থাইল্যান্ড।



আরও