সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 814 বার পঠিত

১. প্রশ্ন : বাংলাদেশে মুসলিম জনসংখ্যা কত?

    উত্তর : ৮৮.৪%।

২. প্রশ্ন : ১১তম দেশ হিসাবে কোন দেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারক হওয়ার ঘোষণা দিয়েছে?

    উত্তর : বাংলাদেশ।

৩. প্রশ্ন : তৃতীয়বারের মত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন কে?

    উত্তর : ফজলে কবির।

৪. প্রশ্ন : বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান কে?

    উত্তর : রিয়াল অ্যাডমিরাল মোহাম্মাদ শাহীন ইকবাল।

৫. প্রশ্ন : বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা কত?

    উত্তর : ৬৭ বছর।

৬. প্রশ্ন : জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ কততম?

    উত্তর : দ্বিতীয়।

৭. প্রশ্ন : বিশ্বব্যাংকের শ্রেণীবিন্যাসে বাংলাদেশে মাথাপিছু আয় কত?

    উত্তর : ১৯৪০ মার্কিন ডলার।

৮. প্রশ্ন : দেশের রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ ঘোষণা করা হয় কবে?

    উত্তর : ১লা জুলাই ২০২০।

৯. প্রশ্ন : PPP’র ভিত্তিতে মাথাপিছু আয়ে বাংলাদেশের অবস্থান কত?

    উত্তর :১৪৯তম।

১০. প্রশ্ন : GDP-তে বিশ্বে বাংলাদেশ কততম?

    উত্তর : ৪১তম।

১১. প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?

    উত্তর : অষ্টম।

১২. প্রশ্ন : বর্তমানে বাংলাদেশ কতটি পণ্য রপ্তানি করে?

    উত্তর : ৭৫০টি।

১৩. প্রশ্ন : চা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?

    উত্তর : ৬৪তম (পূর্বে ছিল ৬১তম)।

১৪. প্রশ্ন : ২০১৯-২০২০ অর্থবছরে সর্বাধিক রেমিটেন্স আসে কোন দেশ থেকে?

    উত্তর : সৌদি আরব; দ্বিতীয় সংযুক্ত আরব আমিরাত।

১৫. প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত ভারতের ১৭তম হাইকমিশনার কে?

    উত্তর : বিক্রম দোরাইস্বামী।

১৬. প্রশ্ন : বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার কত?

    উত্তর : ১,১২৫ জন।

১৭. প্রশ্ন : বাংলাদেশে স্বাক্ষরতার হার কত?

    উত্তর : ৭৪.৪%।

১৮. প্রশ্ন : বাংলাদেশীদের প্রত্যাশিত আয়ুষ্কাল কত?

    উত্তর : ৭২.৬ বছর।

১৯. প্রশ্ন : যুক্তরাজ্যে কোন বাংলাদেশী বংশোদ্ভুত ‘বর্ষসেরা চিকিৎসক’ হিসাবে মনোনিত হন?

    উত্তর : ফারজানা হোসাইন।

২০. প্রশ্ন : কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের নাম কী?

    উত্তর : মেজর জেনারেল মুহাম্মাদ আশিকুজ্জামান।



আরও