সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 1009 বার পঠিত

১. প্রশ্ন : পবিত্র কুরআনে হযরত ইলিয়াস (আঃ)-এর নাম কয় জায়গায় আলোচনা হয়েছে?

    উত্তর : ২ জায়গায়।

২. প্রশ্ন : তিনি কার পরে নবী হয়ে এসেছিলেন?

    উত্তর : হযরত হিযক্বীল (আঃ)-এর পর।

৩. প্রশ্ন : তিনি কোন অঞ্চলে প্রেরিত হয়েছিলেন?

    উত্তর : দামেষ্কের পশ্চিমে বা‘লা বাক্কা অঞ্চলে।

৪. প্রশ্ন : ইলিয়াস (আঃ)-এর জন্ম কোথায় হয়েছিল?

    উত্তর : ফিলিস্তীন পার্শ্ববর্তী জর্ডানের আল‘আদ নামক স্থানে।

৫. প্রশ্ন : সুলায়মান (আঃ)-এর উত্তরসূরী কয়ভাগে ভাগ হয়েছিল?

    উত্তর : দুভাগে।

৬. প্রশ্ন : ‘ইয়াহূদিয়াহ’ সম্প্রদায়ের রাজধানী কোথায় ছিল?

    উত্তর : বায়তুল মুক্বাদ্দাস, ফিলিস্তীন।

৭. প্রশ্ন : ইস্রাঈল সম্প্রদায়ের রাজধানী কোথায় ছিল?

    উত্তর : তৎকালীন সামেরাহ (বর্তমানে নাবলুসে)।

৮. প্রশ্ন : ইস্রাঈল’-এর শাসনকর্তার নাম কি ছিল?

    উত্তর : ‘আখিয়াব’ বা ‘আখীব’।

৯. প্রশ্ন : ‘আখিয়াব’-এর স্ত্রীর নাম কি ছিল?

    উত্তর : ‘ইযবীল’।

১০. প্রশ্ন : তারা কোন মূর্তির পূজা করত?

    উত্তর : (بعل) বা‘ল নামক মূর্তির।

১১. প্রশ্ন : কে ইলিয়াস (আঃ)-কে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল?

    উত্তর : ইস্রাঈলের শাসক আখিয়াব ও তার স্ত্রী।

১২. প্রশ্ন : কোন নবী পাহাড়ের গুহায় আত্মগোপন করে দূর্ভিক্ষ নাযিলের প্রার্থনা করেছিলেন।

    উত্তর : হযরত ইলিয়াস (আঃ)।

১৩. প্রশ্ন : কোন কওম ‘বা‘ল’ দেবতার সাড়ে চারশ’ নবী আছে মনে করত।

    উত্তর : হযরত ইলিয়াস (আঃ)-এর কওম।

১৪. প্রশ্ন : আল্লাহ ও বা‘ল দেবতার নামে কোথায় কুরবানী পেশ করেছিল।

    উত্তর :  ‘কোহে কারমাল’ নামক পাহাড়ের উপত্যকায়।

১৫. প্রশ্ন : বা‘ল দেবতার সামনে আখিয়াব ও তার প্রজারা কি করেছিল?

    উত্তর : বা‘ল দেবতার সামনে কুরবানী পেশ করার পর  সকাল থেকে দুপুর পর্যন্ত আকুতি-মিনতি ও কান্নাকাটি করে প্রার্থনা করে। কিন্তু দেবতার সাড়া তারা পায়নি।

১৬. প্রশ্ন : ইলিয়াস (আঃ)-এর কুরবানী কিভাবে কবুল হয়েছিল?

    উত্তর : আগুন এসে তা ভষ্মিভূত করে ফেলেছিল?

১৭. প্রশ্ন : কুরবানীর অভাবনীয় দৃশ্য দেখে কারা ইসলাম গ্রহণ করেছিল।

    উত্তর : অনেক বেদ্বীন সাথে সাথে সিজাদায় অবনত হয়ে ইলিয়াস (আঃ)-এর দ্বীন কবুল করেছিল।

১৮. প্রশ্ন : কারা ইলিয়াসের দ্বীন কবুল করেনি?

    উত্তর : যিদের বশে হঠকারী ধর্মীয় নেতারা।



আরও