সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

তাওহীদের ডাক ডেস্ক 897 বার পঠিত

১. প্রশ্ন : আয়া সোফিয়ায় কত বছর পর জুম‘আর ছালাত অনুষ্ঠিত হ’ল?

    উত্তর : ৮৬ বছর পর।

২. প্রশ্ন : সার্কভুক্ত কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক?

    উত্তর : আফগানিস্থান; ৩.৪%।

৩. সার্কভুক্ত কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম?।

    উত্তর : শ্রীলংকা; ০.৫%।

৪. বর্তমানে ইস্রাঈল কি ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে?

    উত্তর : সামরিক নযরদারীর লক্ষ্যে গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ।

৫. প্রশ্ন : বর্তমানে অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগে কোন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন?

    উত্তর : তিউনিশিয়ার প্রধানমন্ত্রী এলিস ফাখফাখ।

৬. প্রশ্ন : ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?

    উত্তর : জ্যাঁ ক্যাসটক্স।

৭. প্রশ্ন : বিশ্বে দ্রুততম সুপার কম্পিউটার কোনটি?

    উত্তর : Fujitsu Fugaku

৮. প্রশ্ন : এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য দেশ কতটি?

    উত্তর : ৮২টি।

৯. প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে?

    উত্তর : বাহরাইন।

১০. প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে?

    উত্তর : লিথুয়ানিয়া।

১১. প্রশ্ন : জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি?

    উত্তর : চীন।

১২. প্রশ্ন : মাথাপিছু জাতীয় আয়ে শীর্ষ দেশ কোনটি?

    উত্তর : সুইজারল্যান্ড।

১৩. প্রশ্ন : PPP’র ভিত্তিতে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?

    উত্তর : কাতার।

১৪. প্রশ্ন : কাশ্মীরী ভাষায় ‘গালওয়ান’ শব্দের অর্থ কী?

    উত্তর : ডাকাত।

১৫. প্রশ্ন : ২০২০ সালে টেকসই উন্নয়নে শীর্ষ দেশ কোনটি?

    উত্তর : সুইডেন।

১৬. প্রশ্ন : ইউরো মুদ্রায় কোন দুটি দেশ যুক্ত হয়েছে?

    উত্তর : বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া।

১৭. প্রশ্ন : নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ কোনটি?

    উত্তর : নাইজার; ৬.৭ জন।

১৮. প্রশ্ন : পাসপোর্ট মূল্যায়ন সূচকে শীর্ষ দেশ কোনটি?

    উত্তর : জাপান।

১৯. প্রশ্ন : বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ার কে?

    উত্তর : জেফ বেজোস (১৮,৯২০ কোটি ডলার)।

২০. প্রশ্ন : মানচিত্রে অষ্টম মহাদেশের নাম কী?

    উত্তর : জিল্যান্ডিয়া।

২১. প্রশ্ন : কানাডার প্রথম মুসলিম অভিবাসী গভর্নর কে?

    উত্তর : সালমা লাখানি (উগান্ডা বংশোদ্ভূত)।



আরও