সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 800 বার পঠিত
1.
প্রশ্ন : বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল
কে?
উত্তর : আবু
মুহাম্মাদ আমীন উদ্দীন।
2.
প্রশ্ন : দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর
স্থাপিত হয় কোথায়?
উত্তর : জাফলং, সিলেট।
3.
প্রশ্ন : ১৫ই অক্টোবর’২০ পঞ্চগড় ও
রাজশাহী যেলার মধ্যে কোন আন্তঃনগর ট্রেন উদ্বোধন করা হয়?
উত্তর :
বাংলাবান্ধা এক্সপ্রেস।
4.
প্রশ্ন : ‘সুখ সাগর’ কোন ফসলের জাত?
উত্তর : পেঁয়াজ।
5.
প্রশ্ন : GFP’র ২০২০ সালের
বিশ্ব সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ৪৬তম।
6.
প্রশ্ন : ২০২০ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে
বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ৭৫তম।
7.
প্রশ্ন : পাদুকা উৎপাদনে বাংলাদেশের অবস্থান
কত?
উত্তর : ৮ম।
8.
প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত ভারতের ১৭তম
হাইকমিশনার কে?
উত্তর : বিক্রম
দোরাই স্বামী।
9.
প্রশ্ন : চিংড়ি উৎপাদনে শীর্ষ যেলা কোনটি?
উত্তর :
সাতক্ষীরা।
10. প্রশ্ন : ইলিশ
মাছ উৎপাদনে শীর্ষ যেলা কোনটি?
উত্তর : ভোলা।
11. প্রশ্ন :
বর্তমানে দেশে বেসরকারি ডেন্টাল কলেজ কতটি?
উত্তর : ২৬টি
12. প্রশ্ন : ডলফিন
রক্ষায় বাংলাদেশ সরকার কয়টি অভয়ারণ্য ঘোষণা করে?
উত্তর : ৯টি।
13. প্রশ্ন : চায়ের
তৃতীয় নিলামকেন্দ্র হচ্ছে কোথায়?
উত্তর : পঞ্চগড়।
14. প্রশ্ন : দেশে
মোট ফসলি জমির পরিমাণ কত?
উত্তর : ১,৫৪,৮৮,২৫৯ হেক্টর।
15. প্রশ্ন :
বাল্যবিবাহে শীর্ষ যেলা কোনটি?
উত্তর :
চাঁপাইনবাবগঞ্জ।
16. প্রশ্ন : ২০২০
সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ১২৮তম।
17. প্রশ্ন :
দরিদ্রখানার হারে শীর্ষ যেলা?
উত্তর :
পটুয়াখালী (৬০.৬%)।
18. প্রশ্ন :
রেমিট্যান্স আহরণে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : অষ্টম (১৮.৩৪ বিলিয়ন মার্কিন ডলার)।