সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

তাওহীদের ডাক ডেস্ক 865 বার পঠিত

1.   প্রশ্ন : কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট কে?

উত্তর : শেখ নওয়াফ আল আহমেদ আল-সাবাহ।

2.   প্রশ্ন : কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে?

উত্তর : যুক্তরাষ্ট্র।

3.   প্রশ্ন : লেবাননের নতুন প্রধানমন্ত্রী মনোনীত হন কে?

উত্তর : সাদ আল-হারিরি।

4.   প্রশ্ন : GFP’র ২০২০ সালের বিশ্ব সামরিক শক্তি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : যুক্তরাষ্ট্র।

5.   প্রশ্ন : পাদুকা উৎপাদনে শীষ দেশ কোনটি?

উত্তর : চীন।

6.   প্রশ্ন : ২০২০ সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন?

উত্তর : ১১জন।

7.   প্রশ্ন : সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?

উত্তর : লুইস এলিজাবেথ (যুক্তরাষ্ট্র)।

8.   প্রশ্ন : শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কোন সংস্থা?

উত্তর : বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)

9.   প্রশ্ন : বাল্যবিবাহে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : নাইজার।

10. প্রশ্ন : বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট কে?

উত্তর : লুইস আর্ক।

11. প্রশ্ন : বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর : আলেকজান্ডার ডি ক্রো।

12. প্রশ্ন : ইথিওপিয়ার প্রথম ইসলামী ব্যাংকের নাম কী?

উত্তর : জমজম ব্যাংক।

13. প্রশ্ন : ২০২০ সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : সুইজারল্যান্ড।

14. প্রশ্ন : সম্প্রতি কোন দেশ থেকে স্বয়ংক্রিয়ভাবে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যায়?

উত্তর : ইরান।

15. প্রশ্ন : বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী রেমিট্যান্স আহরণে শীর্ষ দেশ?

উত্তর : ভারত (৮৩.১ বিলিয়ন মার্কিন ডলার)।

16. প্রশ্ন : দুর্যোগের কারণে বাস্ত্তচ্যুতিতে শীর্ষ দেশ?

উত্তর : ভারত।

17. প্রশ্ন : জ্বালানি খাতের সামগ্রিক সক্ষমতায় শীর্ষ দেশ?

উত্তর : সুইজারল্যান্ড।

18.  প্রশ্ন : সবচেয়ে বেশি দুর্যোগ আক্রান্ত দেশ কোনটি?

উত্তর : চীন।



আরও