সাধারণ জ্ঞান (ইসলাম)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 778 বার পঠিত
1. প্রশ্ন : ইলিয়াস (আঃ)-কে হত্যার চক্রান্ত করেছিল কে?
উত্তর : আখিয়াবের স্ত্রী ইযবীল।
2. প্রশ্ন : ইলিয়াস (আঃ) রাজধানী সামেরাহ ছেড়ে কোথায় গিয়েছিলেন?
উত্তর : বনু ইস্রাঈলের অপর রাজ্য ইয়াহূদিয়াহতে।
3. প্রশ্ন : তিনি সেখানে কাকে দাওয়াত দেন?
উত্তর : সম্রাট ‘ইহুরাম’-কে।
4. প্রশ্ন : দাওয়াত অমান্য করা ‘ইহুরাম’-এর কি হয়েছিল?
উত্তর : নবীর ভবিষ্যদ্বাণী অনুযায়ী সে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল।
5. প্রশ্ন : ইলিয়াস (আঃ) পুনরায় কোথায় দাওয়াত দিয়েছিলেন?
উত্তর : ইস্রাঈলে।
6. প্রশ্ন : ২য় বার তিনি কাকে কাকে দাওয়াত দিয়েছিলেন?
উত্তর : ‘আখিয়াব’ ও তার পুত্রকে।
7. প্রশ্ন : আখিয়াবের পুত্রের নাম কি?
উত্তর : ‘আখাযিয়া’।
8. প্রশ্ন : ইলিয়াস (আঃ)-এর কওম কিভাবে ধ্বংস হয়েছিল?
উত্তর : বৈদেশিক আক্রমণ ও মারাত্মক রোগ-ব্যধির দ্বারা।
9. প্রশ্ন : বা‘ল (بعل) দেবতার উল্লেখ কুরআনে কোথায় আছে?
উত্তর : সূরা ছফফাত ১২৫ আয়াতে।
10. প্রশ্ন : বা‘ল (بعل) মূলত কোন ভাষার শব্দ।
উত্তর : সম্ভবত এটি হিব্রু শব্দ।
11. প্রশ্ন : সেসময় ফিলিস্তিন অঞ্চলের ভাষা কি ছিল?
উত্তর : ইবরানী বা হিব্রু।
12. প্রশ্ন : মূসা (আঃ)-এর সময় কোথায় বা‘ল মূর্তির পূজা হত?
উত্তর : শাম অঞ্চলে।
13. প্রশ্ন : বা‘লাবাক্কা শব্দটি কি?
উত্তর : অপরিবর্তনীয় যৌগিক শব্দ।
14. প্রশ্ন : বর্তমানে বা‘লাবাক্কা নগরী কোথায় অবস্থিত?
উত্তর : লেবাননে (যা বর্তমানে একটি প্রসিদ্ধ শহর)।
15. প্রশ্ন : মক্কায় কোন গোত্রের নেতা প্রথম মূর্তি এনেছিল?
উত্তর : খুযা‘আহ গোত্রের নেতা।
16. প্রশ্ন : হোবল (هبل) মূর্তি কোথা থেকে আনা হয়েছিল?
উত্তর : সিরিয়া থেকে।
17. প্রশ্ন : কাবা গৃহে প্রথম স্থাপিত দেবমূর্তির নাম কি?
উত্তর : হোবল (هبل)।
18. প্রশ্ন : সর্বপ্রথম কে কাবাগৃহে মূর্তি স্থাপন করে।
উত্তর : আমর বিন লুহাই।
19. প্রশ্ন : কাবা গৃহে মূলত কারা মূর্তি প্রতিস্থাপন করত?
উত্তর : ব্যবসায়ীরা বিভিনণ সময়ে মূর্তি প্রতিস্থাপন করত।
20. প্রশ্ন : রাসূলের আবির্ভাবকালে কাবায় কতটি মূর্তি ছিল?
উত্তর : ৩৬০টি।