সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 975 বার পঠিত

ভবানীপুর-পাতুলী, টাঙ্গাইল ২০শে মে ৩রা রামাযান রবিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ টাঙ্গাইল যেলার উদ্যোগে শহরের ভবানীপুর-পাতুলী আহলেহাদীছ জামে মসজিদে মাহে রামাযান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং ‘যুবসংঘে’র দফতর সম্পাদক মুহাম্মাদ মীনারুল ইসলাম।

গোবরচাকা, নবীনগর, খুলনা ২৪শে মে ৭ই রামাযান বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন গোবরচাকা মুহাম্মাদিয়া জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ খুলনা যেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ কমিটির সভাপতি মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর সাবেক কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আল-আমীন, সাধারণ সম্পাদক মুয্যাম্মিল হক, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ শো‘আইব ও যেলা ‘সোনামণি’র পরিচালক রবীউল ইসলাম প্রমুখ।

বড় দেলীরপাড়, ইসলামপুর, জামালপুর ২৭শে মে ১০ই রামাযান রবিবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জামালপুর-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে ইসলামপুর থানাধীন বড়দেলীরপাড় আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাসঊদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং ‘যুবসংঘে’র দফতর সম্পাদক মুহাম্মাদ মিনারুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন জামালপুর-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক কামারুযযামান বিন আব্দুল বারী।

কেওয়াবাড়ী, পলাশবাড়ী, গাইবান্ধা ৩১শে মে ১৪ই রামাযান বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার পলাশবাড়ী থানাধীন কেওয়াবাড়ী আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গণে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় পরিষদ সদস্য আব্দুর রায্যাক সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম, ‘আল-আওন’-এর প্রচার সম্পাদক আব্দুর রাকীব প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আওনুল মা‘বূদ, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, জয়পুরহাট যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি নাজমুল হক্ব, যেলার পাঠানডাঙ্গা দারুস সালাম মাদরাসার শিক্ষক আমজাদ হোসাইন প্রমুখ।


তপশ্বীডাঙ্গা, পুলেরহাট , যশোর ২৯শে জুন শুক্রবার :

অদ্য বাদ মাগরিব তপশ্বীডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে  ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ তপশ্বীডাঙ্গা এলাকা কর্তৃক  আয়োজিত এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদশ আহলেহাদীছ যুবসংঘ’-এর প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর  যশোর সাংগঠনিক  যেলার আহবায়ক কমিটির সদস্য ওবাইদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

গাড়াবাড়িয়া, মেহেরপুর, ১৮ই মে ১লা রামাযান শুক্রবার : অদ্য বাদ যোহর গাড়াবাড়িয়া আহলেহাদীছ জামে মসজিদে  ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ মেহেরপুর যেলা যুবসংঘ  উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সেক্রেটারী নাজমুল হোসাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।


কুলাবাড়িয়া, গাংনী, মেহেরপুর ১০ই জুন ২৪শে রামাযান রবিবার :

অদ্য বাদ যোহর কুলাবাড়িয়া আহলেহাদীছ জামে মসজিদে  ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুলাবাড়িয়া এলাকা কর্তৃক  আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাসানুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ-এর    প্রশিক্ষণ সম্পাদক ইয়াকুব হোসাইন ও এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।


শুভরাজপুর, মেহেরপুর ১৮ই মে ১লা রামাযান শুক্রবার :

অদ্য বাদ যোহর শুভরাজপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদশ’ শুভরাজপুর শাখা সভাপতি খলীলুর রহমান এর সভাপতিত্বে এক প্রশিক্ষণের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর   কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।


শাহারবাটি, গাংনী, মেহেরপুর ৫ই জুন ১৯শে রামাযান মঙ্গলবার :

অদ্য বাদ যোহর শাহারবাটি আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ মেহেরপুর সাংগঠনিক যেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।  উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’- মেহেরপুর যেলা সভাপতি মনীরুল ইসলাম।  উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর  কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তারিকুযযান, সহ-সহাপতি হাসানুল্লাহ  প্রমুখ।


শুভরাজপুর, মেহেরপুর ৮ই জুন ২২শে রামাযান শুক্রবার :

অদ্য বাদ যোহর শুভরাজপুর আহলেহাদীছ জামে মসজিদে  ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ শুভরাজপুর এলাকা কর্তৃক  আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি খলীলুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদশ আহলেহাদীছ যুবসংঘ’-এর   কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

কাযীপুর, গাংনী, মেহেরপুর ২৫শে মে ৮ই রামাযান শুক্রবার : অদ্য বাদ যোহর কাযীপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদশ’ কাযীপুর শাখা সভাপতি হাফিযুর রহমান এর সভাপতিত্বে এক প্রশিক্ষণের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।


গোভীপুর, মেহেরপুর ৯ই জুন ২৩ শে রামাযান শনিবার :


অদ্য বাদ যোহর  গোভীপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদশ’ গোভীপুর শাখা সভাপতি ফযলুর রহমান এর সভাপতিত্বে এক প্রশিক্ষণের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি  আব্দুর রশীদ আখতার ও সমাজ কল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।


জীবনপুর, পাঁচবিবি, জয়পুরহাট ৮ই জুন ২২শে রামাযান শুক্রবার :

অদ্য বাদ আছর জীবনপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পাঁচবিবি উপযেলা সভাপতি শামীম হোসাইন এর সভাপতিত্বে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।  উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’ যেলা সভাপতি নাজমুল হক, সহ-সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক মোস্তাক আহমাদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপযেলা সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রহমান।


মুনজার বাজার, ক্ষেতলাল, জয়পুরহাট ১৮ই মে ১লা রামাযান শুক্রবার :

অদ্য বাদ আছর মুনজার বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট যেলা এর সহ-সভাপতি আবু বকর এর সভাপতিত্বে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট যেলা আন্দোলন’-এর সভাপতি মাহফুযুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মুনঈম, যেলা যুবসংঘ-এর সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক মোস্তাক আহমাদ, প্রচার সম্পাদক শাহ-আলম প্রমুখ।


কালাই, জয়পুরহাট, ২৫শে মে ৭ই রামাযান শুক্রবার :

অদ্য বাদ আছর কালাই জুম্মাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সভাপতি আবু হাসান এর সভাপতিত্বে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে যুবসংঘ-এর কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট যেলা আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল মুনঈম, ‘যুবসংঘ’ যেলা সভাপতি নাজমুল হক, সহ-সভাপতি আবু বকর,  সাধারণ সম্পাদক মোস্তাক আহমাক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, প্রচার সম্পাদক শাহ-আলম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক  আসাদুজ্জামান।  


দূর্গাপুর, রাজশাহী ২৫শে মে ৭ই রামাযান শুক্রবার :

অদ্য বাদ আছর দূর্গাপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দূর্গাপুর উপযেলা উদ্যোগে  এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ।


বাগানপাড়া, শাহমখদুম, রাজশাহী ১৯শে মে ২ই রামাযান শনিবার :

অদ্য বাদ আছর বাগানপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’  বাগানপাড়া এলাকার উদ্যোগে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মসজিদ সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সদর সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজমল, ইমাম কাওছার আহমাদ ও এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।


মধ্য ভূগরইল, শাহমখদুম, রাজশাহী ২০শে মে ৩ই রামাযান রবিবার :

অদ্য বাদ আছর মধ্য ভূগরইল আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ মধ্য ভূগরইল শাখার উদ্যোগে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা ‘যুবসংঘ’ অর্থ সম্পাদক আতিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সদর সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজমল, ইমাম মুসলিম রানা ও এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।


শোলক বাযার, উযীরপুর, বরিশাল পশ্চিম ৬ই জুন  ২০ই রামাযান বুধবার :

অদ্য বাদ আছর শোলক বাযার সংলগ্ন  আহলেহাদীছ জামে মসজিদে  ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বরিশাল পশ্চিম সাংগঠনিক যেলা কর্তৃক  আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইবরাহীম কাওছার সালাফী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।


যুব সমাবেশঃ

আরামনগর, জয়পুরহাট সদর, জয়পুরহাট ১০ই আগষ্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলা শহরের আরামনগর আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট যেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসামাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম ও তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মুস্তাফিযুর রহমান সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন যেলা আন্দোলন ও যুবসংঘের বিভিন্ন এলাকা থেকে আগত কর্মী, দায়িত্বশীল ও সুধীবৃন্দ।


দক্ষিণ গয়াবাড়ী, ডিমলা, নীলফামারী ২৮আগষ্ট ২০১৮, মঙ্গলবার :

অদ্য বেলা ১১ টায় 'বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ' নীলফামারী পুর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে দক্ষিণ গয়াবাড়ী লাল জুম'আ আহলেহাদীছ জামে মসজিদে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা যুবসংঘের সভাপতি আশরাফ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন যেলা যুবসংঘের প্রশিক্ষণ সস্পাদক আনসারুল ইসলাম, ডিমলা উপযেলা যুবসংঘের সহ-সভাপতি আব্দুর রাযযাক। এছাড়াও উপস্থিত ছিলেন যেলা  যুবসংঘের বিভিন্ন এলাকা থেকে আগত কর্মী, দায়িত্বশীল ও সুধীবৃন্দ।


খিরাইচন্ডী আহলেহাদীছ জামে মসজিদ, হরিপুর, ঠাকুরগাঁও ২৯ আগষ্ট ২০১৮, বুধবার :

অদ্য বেলা ৩ টায় 'বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ' ঠাকুরগাঁও সাংগঠনিক যেলার উদ্যোগে খিরাইচন্ডী আহলেহাদীছ জামে মসজিদে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা যুবসংঘের সভাপতি রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন যেলা আন্দোলনের সভাপতি জিয়াউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন যেলা  যুবসংঘের বিভিন্ন পর্যায়ের কর্মী, দায়িত্বশীল ও সুধীবৃন্দ।


পিরুজালী, গাযীপুর ৩১ই আগষ্ট ২০১৮ রোজ শুক্রবার :

অদ্য বাদ আসর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ গাযীপুর সাংগঠনিক যেলার উদ্যোগে পিরুজালী পাঁচ রাস্তা মোড় আহলেহাদীছ জামে মসজিদে যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা যুবসংঘের সভাপতি ইমারত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মুস্তাফিযুর রহমান সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন যেলা আন্দোলন ও যুবসংঘের বিভিন্ন এলাকা থেকে আগত কর্মী, দায়িত্বশীল ও সুধীবৃন্দ। সঞ্চালক ছিলেন যেলা যুবসংঘে’র সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম।


হরিরামপুর , মেহেরপুর ৩১ই আগষ্ট ২০১৮ রোজ শুক্রবার :

অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’  মেহেরপুর সাংগঠনিক যেলার উদ্যোগে হরিরামপুর আহলেহাদীছ জামে মসজিদে যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা যুবসংঘের সভাপতি মনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজমাল হোসেন সাধারণ সম্পাদক রাজশাহী সদর সাংগঠনিক যেলা। এছাড়াও উপস্থিত ছিলেন যেলা আন্দোলন ও যুবসংঘের বিভিন্ন এলাকা থেকে আগত কর্মী, দায়িত্বশীল ও সুধীবৃন্দ।


বিরামপুর, দিনাজপুর ৫ই সেপ্টেম্বর ২০১৮ রোজ বুধবার :

অদ্য বাদ যোহর বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ দিনাজপুর পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে চাঁদপুর আহলেহাদীছ জামে মসজিদে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা যুবসংঘের সভাপতি রায়হানুল ইসলামের সভাতিত্বে অনুষ্ঠিত উক্ত যুব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদার করেন যেলা আন্দোলনের প্রশিক্ষণ  সম্পাদক আঃ ওয়ারেছ, যেলা যুবসংঘের সাধারণ সম্পাদক ইনছার আলী, যেলা সোণামনি সহ-পরিচালক শোয়াইব। এছাড়াও উপস্থিত ছিলেন যেলা আন্দোলনের সাংগঠনিক সম্পাদক যাকির হোসাইন, যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মী, দায়িত্বশীল ও সুধীবৃন্দ। সঞ্চালক ছিলেন যেলা যুবসংঘের সহ-সহাপতি সাইফুর রহমান।

ছোট বেলাইল, বগুড়া ৭ই সেপ্টেম্বর রোজ শুক্রবার : অদ্য বাদ জুম‘আ হতে যেলার সদর থানাধীন ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বগুড়া সাংগঠনিক যেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুর রহীম, মাওলানা নু‘মান। এছাড়াও উপস্থিত ছিলেন যেলা আন্দোলন ও যুবসংঘের বিভিন্ন এলাকা থেকে আগত কর্মী, দায়িত্বশীল ও সুধীবৃন্দ।


রহনপুর, চাপাই নবাবগঞ্জ ১১ই সেপ্টেম্বর ২০১৮ রোজ মঙ্গলবার :

অদ্য বাদ আছর  ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাপাই নবাবগঞ্জ উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে রহনপুর ডাকবাংলা আহলেহাদীছ জামে মসজিদে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আনোয়ার হোসেনের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি, যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল্লাহ,  রাজশাহী সদর সাংগঠনিক যেলা আন্দোলন’-এর সহ-সভাপতি মুবীনুল  ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন যেলা আন্দোলন ও যুবসংঘের বিভিন্ন এলাকা থেকে আগত কর্মী, দায়িত্বশীল ও সুধীবৃন্দ।



বিষয়সমূহ: সংগঠন
আরও