সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 616 বার পঠিত
১. প্রশ্ন : বাংলাদেশের কতটি যেলায় ই-পাসপোর্ট চালু হয়েছে?
উত্তর : ৬৪টি যেলায়।
২. প্রশ্ন : বাংলাদেশের নতুন ধর্ম প্রতিমন্ত্রীর নাম কী?
উত্তর : মুহাম্মাদ ফরিদুল হক খান।
৩. প্রশ্ন : কত তারিখে দেশে প্রথমবারের মত হেলথ কার্ড চালু হয়েছে?
উত্তর : ২২ নভেম্বর ২০২০।
৪. প্রশ্ন : দেশের প্রথম গভীর সমুদ্রবন্দরের নাম কী?
উত্তর : মাতারবাড়ি সমুদ্রবন্দর।
৫. প্রশ্ন : দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে কোথায়?
উত্তর : মহেশখালী, কক্সবাজার।
৬. প্রশ্ন : দেশে নতুন ইপিজেড নির্মাণ করা হবে কোথায়?
উত্তর : রংপুর, যশোর ও পটুয়াখালী।
৭. প্রশ্ন : বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি.মি) কত?
উত্তর : ১,১২৫ জন।
৮. প্রশ্ন : বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ু কত?
উত্তর : ৭২.৬ বছর।
৯. প্রশ্ন : দেশের চরম দারিদ্রের হার কত?
উত্তর : ১০.৫%
১০. প্রশ্ন : ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : তৃতীয়।
১১. প্রশ্ন : সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : তৃতীয়।
১২. প্রশ্ন : আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : সপ্তম।
১৩. প্রশ্ন : আলু ও পেয়ারা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : অষ্টম।
১৪. প্রশ্ন : বিশ্বের কতটি দেশে বাংলাদেশর ওষুধ রপ্তানি হচ্ছে?
উত্তর : ১৪৮টি।
১৫. প্রশ্ন : বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ভেষজ ওষুধ রপ্তানি হচ্ছে?
উত্তর : ৯টি।
১৬. প্রশ্ন : দেশ জুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা কতটি?
উত্তর : ৪৩৬টি।
১৭. প্রশ্ন : ২০২০ সালের এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড লাভ করেন কে?
উত্তর : কথাসাহিত্যিক শাহীন আখতার (বাংলাদেশ)
১৮. প্রশ্ন : ২০২০ সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন কে?
উত্তর : সাদাত রহমান (বাংলাদেশ)
১৯. প্রশ্ন : ২০২০ সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : অষ্টম
২০. প্রশ্ন : বিশ্বে জাহাজ রিসাইকেলে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : বাংলাদেশ।