সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

তাওহীদের ডাক ডেস্ক 729 বার পঠিত

১. প্রশ্ন : কোন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটির মাইলফলক অতিক্রম করেছে?

উত্তর : যুক্তরাষ্ট্র।

২. প্রশ্ন : কোন দেশে ১৮৭ বছর পর মসজিদ উদ্বোধন হয়েছে?

উত্তর : গ্রীসের রাজধানী এথেন্সে।

৩. প্রশ্ন :  কোন দেশের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, গোয়েন্দাপ্রধান ও পররাষ্ট্র প্রধানকে বরখাস্ত করেছে?

উত্তর : ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ।

৪. প্রশ্ন : গোল্ডেন ভিসার মেয়াদ ও ক্যাটাগরি বাড়ানোর ঘোষণা দিয়েছে কোন দেশ?

উত্তর : সংযুক্ত আরব আমিরাত।

৫. প্রশ্ন : বাহরাইনের মৃত্যুবরণকারী প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর : শেখ খলিফা বিন সালমান আল-খলিফা।

৬. প্রশ্ন : ইরাক ও সৌদিআরব স্থলসীমান্ত কত বছর পর খুলে দেওয়া হয়?

উত্তর : ৩০ বছর।

৭. প্রশ্ন : বাহরাইনের দ্বিতীয় ও বর্তমান প্রধানমন্ত্রীর নাম ক?

উত্তর : সালমান বিন হামাদ আল খলিফা।

৮. প্রশ্ন : ২০২০ সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী হতদরিদ্র মানুষের সংখ্যায় শীর্ষ দেশ কোনটি?

উত্তর : ভারত।

৯. প্রশ্ন : ২০২০ সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : ভারত।

১০. প্রশ্ন : বিশ্বের সেরা কর্মীবান্ধব কোম্পানি নাম কি?

উত্তর : স্যামসাং।

১১. প্রশ্ন : বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কি কি?

উত্তর : জুরিখ, সুইজারল্যান্ড; প্যারিস, ফ্রান্স, হংকং ও চীন।

১২. প্রশ্ন : বিশ্বের শীর্ষ সস্তা কোনটি?

উত্তর : দামাস্কাস, সিরিয়া।

১৩. প্রশ্ন : বিশ্বের শীর্ষ ধনী দেশ কোনটি?

উত্তর : কাতার (১,৩২,৮৮৬ মার্কিন ডলার)।

১৪. প্রশ্ন : সাম্প্রতিক কোন দেশের পুলিশ ইউনিফর্মে হিজাব যুক্ত করেছে?

উত্তর : নিউজিল্যান্ডে।

১৫. প্রশ্ন : মিয়ানমারের নির্বাচনে কতজন মুসলিম বিজয়ী হয়েছে?

উত্তর : দুইজন। সেতু মায়াং ও ডো উয়িন মায়া মায়া।

১৬. প্রশ্ন : বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নাম কি?

উত্তর : আলজেরিয়া গ্রান্ড মস্ক।

১৭. প্রশ্ন : আলেমদের নিজস্ব টিভি চ্যানেল চালু হতে যাচ্ছে কোন দেশে?

উত্তর : উগান্ডা।

১৮. প্রশ্ন : বিশ্বের প্রথম কোন দেশ কুরআনিক ভিলেজ বানাতে যাচ্ছে?

উত্তর : মালয়েশিয়া।

১৯. প্রশ্ন : নবীজির জীবনীভিত্তিক জাদুঘর কোথায় তৈরী হবে?

উত্তর : জাকার্তা, ইন্দোনেশিয়া।

২০. প্রশ্ন : মহাকাশে বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট চালু করে কোন দেশ।

উত্তর: চীন।



আরও