সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 726 বার পঠিত

১. প্রশ্ন : হযরত আল-ইয়াসা‘ সম্পর্কে পবিত্র কুরআনের কোন কোন সূরায় বর্ণিত হয়েছে?

উত্তর : সূরা আন‘আম ও সূরা ছোয়াদে।

২. প্রশ্ন : হযরত আল-ইয়াসা‘ কোন নবী বংশের ছিলেন?

উত্তর : ইফরাঈম বিন ইউসুফ বিন ইয়াকুব-এর বংশধর।

৩. প্রশ্ন : তিনি কোন অঞ্চলে প্রেরিত হয়েছিলেন?

উত্তর : ফিলিস্তীন অঞ্চলে।

৪. প্রশ্ন : হযরত যুলকিফ্ল সম্পর্কে পবিত্র কুরআনের কোন কোন সূরায় বর্ণিত হয়েছে?

উত্তর : সূরা আম্বিয়া ও সূরা ছোয়াদে।

৫. প্রশ্ন : তিনি কোন নবীর স্থলাভিষিক্ত হন?

উত্তর : হযরত আল-ইয়াসা‘-এর।

৬. প্রশ্ন : যুলকিফ্ল (আঃ)-এর মধ্যে কোন ৩টি গুণ ছিল?

উত্তর : (১) সর্বদা ছিয়াম পালনকারী (২) আল্লাহর ইবাদতে রাত্রি জাগরণকারী এবং (৩) তিনি কোন অবস্থায় রাগান্বিত হন না।

৭. প্রশ্ন : ‘যুলকিফ্ল’ অর্থ কি?

উত্তর : দায়িত্ব বহনকারী।

৮. প্রশ্ন : হযরত যুলকিফ্ল কখন ঘুমাতেন?

উত্তর : কেবলমাত্র দুপুরে কিছুক্ষণ ঘুমাতেন।

৯. প্রশ্ন : ইবলীস কখন এই নবীকে পরীক্ষার সময় নির্ধারণ করেছিল?

উত্তর : দুপুর বেলা।

১০. প্রশ্ন : কোনরূপ ধারণ করে যুলকিফ্ল নবীর নিকট গিয়েছিল?

উত্তর : একজন বৃদ্ধ মযলূমের রূপে।

১১. প্রশ্ন : ইবলীস প্রথম দিন কি করেছিল?

উত্তর : তার উপর কৃত যুলুমের দীর্ঘ ফিরিস্তি বর্ণনা করে যুলকিফল (আঃ)-এর দুপুরে নিদ্রার সময়টা পার করে দিয়েছিল।

১২. প্রশ্ন : ২য় দিন ইবলীস কি করেছিল?

উত্তর : সে ইনিয়ে-বিনিয়ে চোখের পানি ফেলে বিরাট কৈফিয়তের এক দীর্ঘ ফিরিস্তি পেশ করল। সে বলল, হুযুর! আমার বিবাদী খুবই ধূর্ত প্রকৃতির লোক। আপনাকে আদালতে বসতে দেখলেই সে আমার প্রাপ্য পরিশোধ করবে বলে কথা দেয়। কিন্তু আপনি চলে গেলেই সে তা প্রত্যাহার করে নেয়’।

১৩. প্রশ্ন : তৃতীয় দিন যুল-কিফ্ল (আঃ) কিভাবে ইবলীসকে চিনলেন?

উত্তর : তৃতীয় দিনও বৃদ্ধ সেজে আসলে বাড়ীর লোকেরা তাকে বাধা দিল। তখন সে সবার অলক্ষ্যে জানালা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল। যুলকিফলের ঘুম ভেঙ্গে গেলে দেখলেন, সেই বৃদ্ধ ঘরের মধ্যে অথচ ঘরের দরজা বন্ধ। তিনি বুঝে ফেললেন, এটা শয়তান।

১৪. প্রশ্ন : যাকারিয়া (আঃ) ও ইয়াহইয়া (আঃ) পরস্পর  কি সম্পর্ক ছিল?

উত্তর : পিতা-পুত্র।

১৫. প্রশ্ন : যাকারিয়া ও ইয়াহইয়া (আঃ) কোথায় বসবাস করতেন?

উত্তর : বায়তুল মুকাদ্দাসের সন্নিকটে।

১৬. প্রশ্ন : ইয়াহইয়া (আঃ)-এর সাথে ঈসা (আঃ)-এর কি সম্পর্ক ছিল?

উত্তর : নবী ঈসার (আঃ)-এর আপন খালাত ভাই ও বয়সে ছয় মাসের বড়।

১৭. প্রশ্ন : কোন নবী অতি বৃদ্ধ বয়সে বন্ধ্যা স্ত্রীর গর্ভে একমাত্র পুত্র সন্তান লাভ করেছিলেন?

উত্তর : যাকারিয়া (আঃ)।

১৮. প্রশ্ন : কোন নবীর নাম স্বয়ং আল্লাহ রেখেছেন?

উত্তর : ইয়াহইয়া নবীর নাম। যার নাম ইতিপূর্বে রাখা হয় নি।

১৯. প্রশ্ন : যাকারিয়া ও ইয়াহইয়া (আঃ) সম্পর্কে কয়টি সূরায় কতটি আয়াত বর্ণিত হয়েছে?

উত্তর : ৪টি সূরায় ২২টি আয়াত বর্ণিত হয়েছে।



আরও