সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 9828 বার পঠিত

১. প্রশ্ন : হযরত ইসহাক্ব (আঃ)-কে ছিলেন ?


উত্তর : হযরত ইসহাক্ব ইবরাহীম (আঃ)-এর পুত্র ছিলেন ।


২. প্রশ্ন : হযরত ইসহাক্ব (আঃ)-এর মায়ের নাম কি?


উত্তর: ইবরাহীম (আঃ)-এর প্রথমা স্ত্রী সারাহ।


৩. প্রশ্ন : হযরত ইসহাক্ব (আঃ)-এর সৎ ভাইয়ের নাম কি?


উত্তর:  হযরত ইসমাঈল (আঃ)।


৪. প্রশ্ন : হযরত ইসমাঈল (আঃ) ও হযরত ইসহাক্ব (আঃ) দুই ভাইয়ের মধ্যে কে বয়সে বড় ছিল?


উত্তর : হযরত ইসমাঈল (আঃ) ।


৫. প্রশ্ন : হযরত ইসহাক্ব (আঃ)-এর চেয়ে হযরত ইসমাঈল (আঃ) কত বছরের বড় ছিল ?


উত্তর : চৌদ্দ বছরের বড় ছিল।


৬. প্রশ্ন : পবিত্র কুরআনে কোন কোন সূরায় হযরত ইসহাক্ব  (আঃ)-এর জন্ম বৃত্তান্ত আলোচিত হয়েছে?


উত্তর: সূরা হূদ ৭১-৭৩ আয়াতে, হিজর ৫১-৫৬ আয়াতে এবং যারিয়াত ২৪-৩০ আয়াতে-।


৭. প্রশ্ন : হযরত  ইসহাক্ব (আঃ)-এর মাধ্যমে আল্লাহ তা‘আলা কোন জনপদের মানুষকে তাওহীদের আলোয় আলোকিত করেন?


উত্তর : শাম তথা সিরিয়ার বিস্তীর্ণ এলাকা ।


৮. প্রশ্ন : ইসহাক্ব (আঃ) কোথায় মৃত্যু বরণ করেন?


উত্তর : তিনি কেন‘আনে মারা যান।


৯. প্রশ্ন: তিনি কোথায় সমাহিত হন?


উত্তর :  হেবরনে পিতা ইবরাহীম (আঃ)-এর পাশে সমাহিত হন।


১০. প্রশ্ন: বর্তমানে তাঁর সমাহিত স্থানটি কি নামে সমধিক পরিচিত?  উত্তর : ‘আল-খালীল নামে ।


১১. ইয়াকূব (আঃ)-এর অপর নাম কি? উত্তর : ইস্রাঈল (আঃ)।


১২. প্রশ্ন : কারা ইস্রাঈলের বংশধর?


উত্তর : অভিশপ্ত ইহুদী ও খিস্টান জাতি।


১৩. প্রশ্ন : ইস্রাঈল মানে কি ?  উত্তর : আল্লাহর দাস।


১৪. প্রশ্ন :  নবীগণের মধ্যে কোন কোন নবীর দু’টি করে নাম ছিল?


উত্তর : হযরত ইয়াকূব (আঃ) ও ইস্রাঈল এবং আমাদের শেষ মুহাম্মাদ (ছাঃ) ও আহমাদ।


১৫. প্রশ্ন : হযরত  ইয়াকূব (আঃ)-এর মামার বাড়ী কোথায়?


উত্তর : ইরাকের ‘হারানে’।


১৬. প্রশ্ন : ‘বায়তুল মুক্বাদ্দাস’ কোথায় অবস্থিত?


উত্তর : হযরত ইয়াকূব (আঃ)-এর স্বপ্নে দেখা ফেরেশতা উঠানামা করা স্থানটি যা কেন‘আনের অদূরে ছিল ।


১৭. প্রশ্ন : হযরত ইয়াকূব (আঃ) প্রথমে ‘বায়তুল মুক্বদ্দাস’-এর কি নাম রেখেছিলেন?


উত্তর : তিনি ‘বায়তুল মুক্বদ্দাস’ নাম রেখেছিলেন, بيت إيل অর্থাৎ আল্লাহর ঘর।


১৮. প্রশ্ন : পরবর্তীতে কোন নবী কত বছর পর এর পুনর্নির্মাণ কাজটি করেন ।


উত্তর : যা পরবর্তীতে প্রায় ১০০০ বছর পরে হযরত সুলায়মান (আঃ) পুনর্নির্মাণ করেন।


১৯. প্রশ্ন : ‘বায়তুল মুক্বাদ্দাস’ কা‘বা গৃহের কত বছর পরে নির্মিত হয়?


উত্তর : কা‘বা গৃহের চল্লিশ বছর পর।


২০. প্রশ্ন : হযরত ইয়াকূব (আঃ) কাকে বিয়ে করেন?


উত্তর : তার মামাতো বোন ‘লাইয়া’ (ليّا) ও পরে ‘রাহীল’ (راحيل)-কে বিবাহ করেন।


২১. প্রশ্ন : হযরত ইয়াকূব (আঃ)-এর বিয়ের মোহরানা কি ছিল?


উত্তর : দু’জনের মোহরানা অনুযায়ী ৭+৭=১৪ বছর মামার বাড়ীতে দুম্বা চরান।


২২. প্রশ্ন : কার শরী‘আতে দু’বোন একত্রে বিবাহ জায়েয ছিল ?


উত্তর : ইবরাহীমী শরী‘আতে দু’বোন একত্রে বিবাহ করা জায়েয ছিল।


২৩. প্রশ্ন : কার শরী‘আতে দু’বোন একত্রে বিবাহ রহিত হয়ে যায়?


উত্তর : পরে মূসা (আঃ)-এর শরী‘আতে এটা নিষিদ্ধ করা হয়।


২৪. প্রশ্ন :  ইয়াকূব (আঃ)-এর দ্বিতীয় স্ত্রী ‘রাহীল’ (راحيل)-এর গর্ভজাত সন্তানদের নাম কি?


উত্তর : ‘রাহীল’ (راحيل)-এর গর্ভে জন্মগ্রহণ করেন বিশ্বসেরা সুন্দর পুরুষ ‘ইউসুফ’। অতঃপর দ্বিতীয় পুত্র বেনিয়ামীন ।


২৫. প্রশ্ন : ইয়াকূব (আঃ)-এর দ্বিতীয় স্ত্রী ‘রাহীল’ (راحيل)- মারা গেলে তাকে কোথায় কবর দেয়া হয় ?


উত্তর : তাঁর কবর বেথেলহামে (بيت لحم) অবস্থিত এবং ‘ক্ববরে রাহীল’ নামে পরিচিত।


২৬. প্রশ্ন : ইয়াকূব (আঃ)-এর মোট কতজন পুত্র সন্তান ছিল?  উত্তর : ১২ জন।


২৭. প্রশ্ন : তাঁর পুত্র সন্তানদের মধ্যে শুধু একজন নবুঅত লাভে ধন্য হন তাঁর নাম কি?


উত্তর : হযরত ইউসুফ (আঃ)।


২৮. প্রশ্ন : তাঁর কততম অধঃস্তন পুরুষ নবী হয়েছিলেন??


উত্তর : পঞ্চম অধঃস্তন পুরুষ মূসা ও হারূণ নবী হন।


২৯. প্রশ্ন : হযরত ইয়াকূব (আঃ) কত বছর পর তাঁর মামার বাড়ি হারান থেকে ফিরে আসেন?


উত্তর : হারান থেকে ২০ বছর পর ইয়াকূব তাঁর স্ত্রী-পরিজন সহ জন্মস্থান ‘হেবরনে’ ফিরে আসেন।


৩০. প্রশ্ন : হযরত ইয়াকূব (আঃ) কত বছর বয়সে কোথায়  মারা যান?  উত্তর : ১৪৭ বছর মিসরে মারা যান।


৩১. প্রশ্ন : তিনি কোথায় সমাধিস্থ হন?


উত্তর : পিতা ইসহাক্ব-এর পাশে হেবরনে সমাধিস্থ হন।


৩২. প্রশ্ন : হযরত ইয়াকূব (আঃ) সম্পর্কে মোট কতটি সূরায় কতটি আয়াত বর্ণিত হয়েছে ?


উত্তর : হযরত ইয়াকূব (আঃ) সম্পর্কে পবিত্র কুরআনের ১০টি সূরায় ৫৭টি আয়াতে বর্ণিত হয়েছে ।



আরও