সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 1325 বার পঠিত

১. প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে উড়োজাহাজ মোট কয়টি? উত্তর : ১৫ টি।


২. প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক উড়োজাহাজের নাম কি? উত্তর : আকাশবীণা।


৩. প্রশ্ন : ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ খসড়ায় চূড়ান্ত অনুমোদন হয় কবে ?  উত্তর : ৬ই আগষ্ট, ২০১৮ সাল।


৪. বেপরোয়াভাবে গাড়ি চালানো অথবা দুই গাড়িতে পাল্লা দেয়ার কারণে কোন দুর্ঘটনা ঘটলে নতুন আইনে এর শাস্তি কি?


উত্তর : ২৫ লক্ষ টাকা জরিমানা অথবা তিন বছরের কারাদন্ড।


৫. প্রশ্ন : বাংলাদেশ সরকার কতটি বেসরকারী কলেজকে সরকারিকরণের প্রজ্ঞাপন জারি করে?


উত্তর : ২৭১ টি।


৬. প্রশ্ন : বর্তমানে দেশে সরকারি কলেজ কতটি ?


উত্তর : ৫৯৮টি।


৭. প্রশ্ন : ৮ই আগষ্ট ২০১৮ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কতটি আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়?


উত্তর : ৬টি-চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা, ও সিলেট।


৮. প্রশ্ন : কওমী মাদরাসাসমূহের ‘দাওরায়ে হাদীছ’ (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রী সমমান প্রদান আইন মন্ত্রিসভায় অনুমোদন হয় কবে?


উত্তর : ১৩ই আগষ্ট ২০১৮।


৯. প্রশ্ন : বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?


উত্তর : চতুর্থ।


১০. প্রশ্ন : পোশাক রপ্তানিতে বাংলাদেশের  অবস্থান কততম?  উত্তর : দ্বিতীয়।


১১. প্রশ্ন : ঐতিহাসিক ‘রোজ গার্ডেন’ কি এবং কোথায় অবস্থিত?


উত্তর: ২২ বিঘার দ্বিতল একটি ঐতিহাসিক বাগানবাড়ি যার প্রধান আকর্ষণ ইরাক, নেদারল্যান্ডস, বেলজিয়াম বিভিন্ন শহর  থেকে সংগৃহীত গোলাপফুলের সমারোহ। আর এটি ঢাকার টিকাটুলিতে অবস্থিত।


১২. প্রশ্ন : বর্তমান দেশে মোট গ্যাসক্ষেত্র কতটি?


উত্তর : ২৭টি।


১৩. প্রশ্ন : বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় কত সালে? উত্তর :১৯৫৭ সালে।


১৪. প্রশ্ন : বাংলাদেশে সরকারী চাকুরিতে কোটা পদ্ধতি চালু হয় কবে?  উত্তর : ৫ই নভেম্বর ১৯৭২ সালে।


১৫. প্রশ্ন : ভারত  থেকে বাংলাদেশে প্রবেশকারী নদীর সংখ্যা মোট কতটি? উত্তর : ৫৪ টি।


১৬. প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তর সেচ প্রকল্পের নাম কি?


উত্তর : তিস্তা সেচ প্রকল্প।



আরও