সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 808 বার পঠিত

আরামনগর, জয়পুরহাট ৫ই ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য সকাল ১০.০০টা থেকে আরামনগর আহলেহাদীছ জামে মসজিদ কমপে­ক্স, জয়পুরহাটে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক সূধী সমাবেশের আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল­াহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম এবং ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন;-এর উপদেষ্টা মাহফুযুর রহমান; ‘যুবসংঘ’-এর সভাপতি নাজমুল হক, মাওলানা ইসমাইল হোসেন, ডা. আমীরুল ইসলাম শাওন, আবু নাসের নাসিম, কাসাবুল ইসলাম প্রমুখ।

ডাকবাংলা বাজার, ঝিনাইদহ ১৩ই ফেব্রুয়ারী শনিবার : অদ্য সকাল ১০.০০ টায় ডাকবাংলা বাজার আহলেহাদীছ জামে মসজিদ ঝিনাইদহে যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ ও যুবসমাবেশের আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হোসাইন আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল কালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আসাদুল­াহ ও কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মুজাহিদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ।

গোভীপুর, মেহেরপুর ১৪ই ফেব্রুয়ারী রবিবার : অদ্য সকাল ৯.০০টায় গোভীপুর আহলেহাদীছ জামে মসজিদ মেহেরপুর যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ ও যুবসমাবেশের আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল কালাম। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মুজাহিদুর রহমান।

কাঞ্চন, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ ১৬ই ফেব্রুয়ারী মঙ্গলবার : অদ্য বাদ আছর চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, কাঞ্চন, রুপগঞ্জ, নারায়ণগঞ্জে যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক যুব-সমাবেশের আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি- ইমরান হাসিন আল-আমীনের সভাপতিত্বে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল কালাম ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মুস্তাফিযুর রহমান সোহেল, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি শফিকুল ইসলাম, ইসলামিক সেন্টার সঊদী আরবের দাঈ আব্দুল হাই মাদানী, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায় অধ্যায়নরত এমফিল গবেষক, হাফেয আব্দুল মতীন মাদানী এবং সাবেক ‘যুবসংঘ’ যেলা সভাপতি জালালুল কবির।

নারাঙ্গাঁই, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ ১২ই মার্চ শুক্রবার : অদ্য বাদ মাগরিব নারাঙ্গাঁই, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ সুধী সমাবেশের আয়োজন করা হয়। যেলা আন্দোলন সভাপতি ইঞ্জিনিয়ার মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’ ঢাকা উত্তর সাংগঠনিক যেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস। এছাড়াও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ যেলার দায়িত্বশীল ও সুধীবৃন্দ। উক্ত অনুষ্ঠান শেষে মুহাম্মাদ শামীমকে আহবায়ক ও আতিকুর রহমান শুভকে যুগ্ম-আহবায়ক করে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ মানিকগঞ্জ সাংগঠনিক যেলার আহবায়ক কমিটি গঠন করা হয়।

বরইতলা, কাজীপুর, সিরাজগঞ্জ ১২ই মার্চ ২০২১ শুক্রবার : অদ্য বাদ মাগরিব বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, সিরাজগঞ্জ যেলার উদ্যোগে যেলার কাজীপুর উপযেলার বরইতলা আহলেহাদীছ জামে মসজিদে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি রাসেল বিন হাবীবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ড. নূরুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম আহমাদ। যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলবৃন্দ সহ বিপুল সংখ্যক স্থানীয় সুধী ও নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, একই দিন যেলার কামারখন্দ উপযেলার চকশাহবাজপুর জামে মসজিদে খুৎবা প্রদান করতঃ সুধী সমাবেশে অংশগ্রহণ করেন যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব এবং নিকটস্থ দমদমা পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে খুৎবা প্রদান করেন সাবেক  কেন্দ্রীয় সহ-সভাপতি ড. নূরুল ইসলাম।

ডাকবাংলা, রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ ১৯শে মার্চ ২০২১ : অদ্য বাদ আছর ডাকবাংলা আহলেহাদীছ জামে মসজিদে চাঁপাইনবাবগঞ্জ উত্তর সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর পক্ষ থেকে এক তা‘লীমী বৈঠকের আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সহভাপতি ড. মুখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

কেন্দ্রীয় সভাপতির দিনাজপুর সফর

লালবাগ, দিনাজপুর ১৯শে মার্চ ২০২১, শুক্রবার : অদ্য দিনাজপুর শহরস্থ লালবাগ-১ মসজিদে বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, দিনাজপুর যেলা কর্তৃক আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। যেলা যুবসংঘ-এর সভাপতি মুছাদ্দিক বিল্লাহ-এর উপস্থিতিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবসংঘ রাজশাহী সদর সভাপতি মাওলানা ফায়ছাল মাহমূদ ও আল-আওনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার। অত্র মসজিদে জুমআ‘র খুৎবা প্রদানের পর কেন্দ্রীয় সভাপতি উপস্থিত কর্মী ও সুধীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যেলা আন্দোলন ও যুবসংঘের যেলা ও উপযেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল, অত্র মসজিদের খত্বীব ও সাবেক যেলা যুবসংঘ সভাপতি আব্দুল ওয়াকীল প্রমুখ। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় সভাপতি শহরের লালবাগ কবরস্থানের পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠান আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদরাসা পরিদর্শন করেন এবং ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অতঃপর তিনি পার্বতীপুর উপযেলার নূরুল হুদা গ্রামে বাংলাদেশ জমঈয়তে আহলেহাদীছের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল্লাহিল কাফী আল-কোরাইশী ও তদীয় ভ্রাতুষ্পুত্র সাবেক জমঈয়ত সভাপতি ড. আব্দুল বারীর কবর যিয়ারত করেন। এসময় ড. আব্দুল বারীর কনিষ্ঠ ভ্রাতা আব্দুল হাদী আনোয়ার ও তদীয় পুত্র তাঁকে ও তাঁর সফরসঙ্গীদেরকে স্বাগত জানান। বাদ মাগরিব স্থানীয় মসজিদে কেন্দ্রীয় সভাপতি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে নছীহতমূলক বক্তব্য রাখেন। অতঃপর পার্শ্ববর্তী বাঙালীপুর গ্রামে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন এবং রংপুর যেলা যুবসংঘ-এর সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাহমূদের বাড়িতে রাতের খাবার গ্রহণ করেন। সেখান থেকে যাত্রা করে বাদ এশা তিনি পার্বতীপুর উপযেলার বড়চন্ডিপুর, ঝাড়ুয়ারডাঙ্গা গ্রামে পৌঁছান এবং নির্মিতব্য দারুল হাদীছ সালাফিয়া মাদরাসার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক সুধী সমাবেশে যোগদান করেন। এসময় তিনি স্থানীয় জনগণকে শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলার ব্যাপারে জোর তাকীদ প্রদান করেন এবং এ ব্যাপারে হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ফিরতি পথে রাত ১২টা নাগাদ দিনাজপুর পূর্ব যেলা সাধারণ সম্পাদক জনাব যাকির হুসাইনের আমন্ত্রণে তিনি ফুলবাড়ী উপযেলা বাজারস্থ নবনির্মিত আহলেহাদীছ জামে মসজিদে যাত্রাবিরতি করেন এবং উপস্থিত যুবকদের উদ্দেশ্যে নছীহতমূলক বক্তব্য প্রদান করেন।

‘সমসাময়িক সামাজিক সমস্যা : যুবকদের করণীয়’-শীর্ষক

অনলাইন সেমিনার

১লা মে ২০২১ ইং শুক্রবার : অদ্য বাদ আছর বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, বিশ্ববিদ্যালয় শাখাসমূহ কর্তৃক সমসাময়িক সামাজিক সমস্যাসমূহ ও যুবকদের করণীয় শীর্ষক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, প্রশিক্ষণ সম্পাদক আহমাদুল্লাহ, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর, আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দফতর সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব (বিষয় : হতাশা থেকে মুক্তির উপায়), মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মীযানুর রহমান (বিষয় : চরমপন্থা রোধে যুবকদের করণীয়), ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক আহবায়ক মুহাম্মাদ ফেরদাউস (বিষয় : সাংস্কৃতিক আগ্রাসন রোধে যুবকদের করণীয়), ঢাকা দক্ষিণ সভাপতি আব্দুল্লাহ আল-মারূফ (বিষয় : শিক্ষার্থীরা অবসর সময়কে কীভাবে কাজে লাগাবে?), মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা অর্থ সম্পাদক আকমাল বিন আফযাল (তরুণদের আত্মকেন্দ্রিকতা : সামাজিকতার প্রতি অনীহার কারণ ও প্রতিকার)। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আব্দুল্লাহ আল-মুছাদ্দিক।

অনলাইন যুবসমাবেশ

পবিত্র রামাযানুল মুবারক উপলক্ষ্যে বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর পক্ষ থেকে দেশব্যাপী ‘পবিত্র রামাযান মাসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। করোনা প্যানডেমিক এবং লকডাউনের কারণে অনলাইনে আয়োজিত এসকল সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবসহ কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ। রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন যেলার দায়িত্বশীল, কর্মী ও সুধীমন্ডলী জুম এ্যাপসের মাধ্যমে এসকল সমাবেশে অংশগ্রহণ করেন। এসময় দায়িত্বশীল ও কর্মীদেরকে সমাজ সংস্কারের ময়দানে দৃঢ়পদে এগিয়ে চলার জন্য আহবান করা হয় এবং ‘অহির আলোয় উদ্ভাসিত হোক বাংলার প্রতিটি ঘর’ শ্লোগানকে সামনে রেখে প্রতিটি গ্রামে গ্রামে তাওহীদ ও সুন্নাতের দাওয়াত ছড়িয়ে দেয়া ও শিরক-বিদআ‘তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য তাকীদ প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি কর্মীদেরকে ব্যক্তিপুজা পরিহার করে ইখলাছসম্পন্ন, যোগ্য ও প্রকৃত কর্মী হিসাবে গড়ে ওঠার জন্য আহবান জানান এবং জ্ঞানার্জনের মাধ্যমে সমকালীন ফেৎনা থেকে আত্মরক্ষা করা এবং দাঈ ইলাল্লাহ নিজেকে সর্বদা লক্ষ্য ও উদ্দেশ্যের উপর অবিচল রাখার জন্য তাকীদ প্রদান করেন। তিনি যেলা দায়িত্বশীলদের উদ্দেশ্যে সংগঠনকে শক্তিশালী করা, শাখা গঠন করা, যোগ্য কর্মী তৈরী করা, হাক্কুল ইবাদ বা সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করার জন্য বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রতিটি শাখা যদি তৃণমূল থেকে সমাজসংস্কারের দায়িত্ব যথাযথভাবে পালন করে, তবেই এ দেশের পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ তথা বিশুদ্ধ ইসলামের বিপ্লব সাধিত হবে ইনশাআল্লাহ। এজন্য শাখাসমূহকে সক্রিয় করার জন্য তিনি আহবান জানান। সর্বোপরি তিনি কর্মীদেরকে শৈথিল্যবাদ এবং চরমপন্থা পরিহার করে ইসলামের মধ্যপন্থা তথা ছিরাতুল মুস্তাকীমের পথে পরিচালিত হওয়ার জন্য আহবান জানান।         



আরও