সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 659 বার পঠিত

১. প্রশ্ন : বাংলাদেশী নাগরিকদের ওপর থেকে সম্প্রতি সব ধরনের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় কোন দেশ?

উত্তর :  পাকিস্তান।

২. প্রশ্ন : বাংলাদেশের নিবন্ধিত সিমেন্ট কোম্পানি কতটি?

উত্তর :  ৭৬টি।

৩. প্রশ্ন : ঢাকা মহানগরে নির্মাধীন মেট্রোরেলের নিরাপত্তার জন্য পুলিশের নতুন ইউনিটের নাম কি?

উত্তর : (Mass Rapid Transit (MRT) পুলিশ ইউনিট।

৪. প্রশ্ন : বর্তমানে দেশের বিসিক শিল্পনগরী কতটি?

উত্তর :  ৭৬টি।

৫. প্রশ্ন : ১৯ জানুয়ারী ২০২১ পুলিশের কোন থানাটি উদ্বোধন করা হয়?

উত্তর : ভাসানচর, থানা (হাতিয়া, নোয়াখালী)

৬. প্রশ্ন : দেশের প্রথম মহাকাশ অবলোকন কেন্দ্র কোথায় স্থাপিত হবে?

উত্তর : ভাঙ্গা, ফরিদপুর।

৭. প্রশ্ন : GDP’র ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর :  ৪১তম।

৮. প্রশ্ন : বাংলাদেশে করোনা টিকাদান কবে উদ্বোধন করা হয়?

উত্তর : ২৭ শে জানুয়ারী, ২০২১ ইং।

৯. প্রশ্ন : দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে?

উত্তর : ২০২৩ সালে।

১০. প্রশ্ন : উৎক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম কি হবে?

উত্তর : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

১১. প্রশ্ন : দেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি?

উত্তর : ঢাকাই মসলিন।

১২. প্রশ্ন : ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে?

উত্তর :  ২৫-৩১ অক্টোবর।

১৩. প্রশ্ন : ভিসা ছাড়া ভ্রমণে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : ১০১তম।

১৪. প্রশ্ন : ইলিশ ও পাট উৎপাদনে শীর্ষ দেশ কোনটি।

উত্তর : বাংলাদেশ।

১৫. প্রশ্ন : পাট, কাঁঠাল ও তৈরী পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : দ্বিতীয়।

১৬. প্রশ্ন : ধান, সবজি ও স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : তৃতীয়।

১৭. প্রশ্ন : চাল, মাছ ও ছাগল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : চতুর্থ।

১৮. প্রশ্ন : আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : সপ্তম।

১৯. প্রশ্ন :  বৈদেশিক মুদ্রা আয়, জনশক্তি ও বাইসাইকেল রপ্তানি, আম ও পেয়ারা উৎপাদন এবং আউটসোর্সিংয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উত্তর : অষ্টম।

২০. প্রশ্ন : মৌসুমী ফল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উত্তর : দশম।



আরও