সাধারণ জ্ঞান
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 879 বার পঠিত
১. প্রশ্ন : স্বাস্থ্যকর নগরী হিসাবে স্বীকৃতি লাভ করে কোন দেশ?
উত্তর : সঊদী আরবের পবিত্র মদিনা নগরী।
২. প্রশ্ন : উপসাগরীয় সহযোগিতা সংস্থা (GCC)’র ৪১তম সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ৫ই জানুয়ারী ২০২১; আল-উলা, সঊদী আরব।
৩. প্রশ্ন : কোন দেশ দু’টির মধ্যস্থতায় সঊদী আরব কাতারের ওপর থেকে অবরোধ তুলে নেয়?
উত্তর : কুয়েত ও যুক্তরাষ্ট্র।
৪. প্রশ্ন : সাম্প্রতিক প্রাচীনতম মসজিদ কোথায় পাওয়া গেছে?
উত্তর : গ্যালিলি সাগর বা তাবারিয়া হরদের তীরে ইসরাইলী শহর টিবেরিয়াসের উপকণ্ঠে।
৫. প্রশ্ন : আলজেরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
উত্তর : আবদেল মাদজিদ তেবুন।
৬. প্রশ্ন : ১লা জানুয়ারী ২০২১ কোন দেশে নতুন সংবিধান কার্যকর হয়?
উত্তর : আলজেরিয়ায়।
৭. প্রশ্ন : মৃত্যুদন্ড বাতিল সংক্রান্ত অনুমোদনে স্বাক্ষর করেন কোন দেশে প্রেসিডেন্ট?
উত্তর : কাসিম জোমারত তোকায়েভ (কাজাখস্তান)।
৮. প্রশ্ন : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের নাম কি?
উত্তর : অ্যাস্ট্রাজেনেকা।
৯. প্রশ্ন : GDP’র ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।
১০. প্রশ্ন : GDP’র ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ কোনটি?
উত্তর : টুভ্যালু।
১১. প্রশ্ন : GFP’র ২০২১ সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।
১২. প্রশ্ন : GDP’র ২০২১ সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : ভুটান।
১৩. প্রশ্ন : GFP’র ২০২১ সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ৪৫তম।
১৪. প্রশ্ন : প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা কার্যকর হবে কবে?
উত্তর : ১৯শে ফেব্রুয়ারী ২০২১।
১৫. প্রশ্ন : ২০২০ সালে কোন দেশ দারিদ্র্যমুক্ত হওয়ার ঘোষণা দেয়?
উত্তর : চীন।
১৬. প্রশ্ন : প্রথম কৃত্রিম কর্ণিয়া প্রতিস্থাপন হয় কোথায়?
উত্তর : ইসরাইল।
১৭. প্রশ্ন : বিশ্বের সামরিক ও সর্বাধিক ক্ষমতাশালী দেশের নাম কি?
উত্তর : যুক্তরাষ্ট্র।
১৮. প্রশ্ন : ভিসা ছাড়া ভ্রমণে শীর্ষ দেশের নাম কি?
উত্তর : জাপান।
১৯. আন্তর্জাতিক আদালত কোন শহরে অবস্থিত?
উত্তর: দি হেগ।
২০. বর্তমানে বিশ্বের কোন দেশে সর্বাধিক ওষুধ রপ্তানি হয়?
উত্তর : মিয়ানমার।