সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 604 বার পঠিত

কেন্দ্র সংবাদ

কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০১২

৬ সেপ্টেম্বর ২০১২ বৃহস্পতিবার : অদ্য বিকাল ৪টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কার্যালয়ে ‘কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০১২ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি জনাব মুযাফ্ফর বিন মুহসিনের  সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি এবং সম্মানিত প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। মুহতারাম প্রধান অতিথি ‘পাশ্চাত্য সভ্যতা বনাম ইসলামী সভ্যতা’ এবং ‘যুবসংঘের কর্মীদের গুণাবণী ও কর্তব্য’ বিষয়ে দীর্ঘ প্রশিক্ষণ দান করেন এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্যদের বিভিন্ন প্রশ্নের জওয়াব দান করেন। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন যেলা থেকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন ২০১২

মুযাফ্ফর বিন মুহসিন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত

৭ সেপ্টেম্বর ২০১২ শুক্রবার : অদ্য সকাল ৮টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কার্যালয়ে ‘কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০১২’ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি জনাব মুযাফ্ফর বিন মুহসিন উক্ত সম্মেলনের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব। স্বাগত ভাষণে কেন্দ্রীয় সভাপতি সংগঠনের সর্বোচ্চ স্তরের কর্মী হিসাবে কেন্দ্রীয় কাউন্সিল সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, কেন্দ্রীয় কাউন্সিল সদস্যগণ এই সংগঠনের স্থায়ী খুঁটি। সংগঠনের মজবুতির জন্য এই খুঁটির মজবুতিই সর্বাধিক যরূরী। তিনি সকল কেন্দ্রীয় কাউন্সিল সদস্যকে আল্লাহর পথের সুযোগ্য দাঈ হিসাবে সমাজের বুকে সাহসী ভূমিকা রাখার জন্য উদাত্ত আহবান জানান। সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম এবং কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক আব্দুল হালীম প্রমুখ। বক্তব্য রাখেন বিভিন্ন যেলা থেকে আগত কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ। এছাড়া সদ্য মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্কলারশীপপ্রাপ্ত কেন্দ্রীয় কাউন্সিল সদস্যদ্বয় মুকাররম বিন মুহসিন এবং মুহাম্মাদ কিবরিয়াকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আমীনুল ইসলাম এবং ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। প্রধান অতিথির ভাষণে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, আগামীর যুবসমাজকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকজ্জ্বল রাজপথে পরিচালনার জন্য ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’কে আরো বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে। বিগত ৩৩ বছর ধরে ‘যুবসংঘ’ এ দেশে শিরক ও বিদ‘আতমুক্ত ইসলামের বিশুদ্ধ বার্তা প্রচারে অসামান্য ভূমিকা রেখে আসছে। এ গৌরবোজ্জ্বল ধারাকে বাতিলের শত বাঁধাও যেন স্তিমিত করতে না পারে এজন্য কেন্দ্রীয় কাউন্সিল সদস্যদের কাছে তিনি আবেগঘন ওয়াদা গ্রহণ করেন।

সম্মেলনের শেষ পর্যায়ে কেন্দ্রীয় কাউন্সিল সদস্যদের পরামর্শক্রমে ২০১৩-২০১৪ সেশনের জন্য ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফ্ফর বিন মুহসিনকে পুণরায় মনোনীত করেন এবং বায়‘আত গ্রহণ করেন। উপস্থিত কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার সার্বিক সফলতার জন্য দো‘আ করেন। কেন্দ্রীয় সভাপতি এই গুরু দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও আন্তরিক দো‘আ কামনা করে বৈঠক শেষের দো‘আ পাঠের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।  

উল্লেখ্য, জনাব মুযাফ্ফর বিন মুহসিন বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে পিএইচ.ডি গবেষণারত  এবং ‘আল-মারকাযুল ইসলামী আস-সালাফী’র শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। একজন তরুণ সুযোগ্য দাঈ ইলাল্লাহ, লেখক ও গবেষক হিসাবে তিনি ইতিমধ্যেই যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। তিনি পিস টিভি বাংলার নিয়মিত আলোচক এবং দারুল ইফতা ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর সদস্য।

দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন ২০১২

‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর নিয়মিত দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন ২০১২ আগামী ২০ আগস্ট ২০১২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। রাজধানী ঢাকার ‘ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটউশন মিলনায়তন’-এ আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বক্তব্য রাখবেন যুবসংঘের কেন্দ্রীয় ও যেলা নেতৃবৃন্দ।     

যেলা সংবাদ

০২ আগস্ট বৃহস্পতিবার : অদ্য বেলা ৩-টায় নগরীর সাফাওয়াং চাইনিজ রেস্টুরেন্টে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রদত্ত প্রধান অতিথির ভাষণে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, নোংরা দলীয় রাজনীতি ও অনৈসলামী সংস্কৃতির নামে শয়তানী আগ্রাসন হ’তে তোমরা সর্বদা দূরে থাকবে। আখেরাতে সফলতা লাভকে জীবনের লক্ষ্য হিসাবে নির্ধারণ করবে। জ্ঞানার্জনের জন্য আমি তোমাদেরকে রাজনীতির মিছিলে নয়, বরং সর্বদা বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ও লাইব্রেরীতে দেখতে চাই। তোমরা প্রকৃত মানুষ হও। শিক্ষা মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। জীবনের সর্বক্ষেত্রে তোমরা কুরআন ও হাদীছের দু’টি আলোকস্তম্ভ থেকে আলো নিয়ে পথ চলবে। ইনশাআল্লাহ তোমরা ইহকাল ও পরকালে সফলকাম হবে।

‘যুবসংঘ’ রাবি শাখার সভাপতি হাফেয মুকাররম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আবু আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রশ্নোত্তর পর্ব। এতে উত্তর প্রদান করেন কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। অনুষ্ঠানটি বিকাল ৩ টা থেকে শুরু হয়ে ইফতার-এর মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’ রাবি শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান।

রাজশাহী ০৮ আগস্ট বুধবার : অদ্য বেলা সাড়ে ৩-টায় নগরীর সাফাওয়াং চাইনিজ রেস্টুরেন্টে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী মহানগরীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রদত্ত প্রধান অতিথির ভাষণে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, যে কোন মূল্যে নিজেকে আল্লাহর পথে ধরে রাখো। আখেরাতে সফলতা লাভকে জীবনের লক্ষ্য হিসাবে গ্রহণ করো। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে সমাজ পরিবর্তনের লক্ষ্যে তোমরা আত্মনিবেদিত হও!

মহানগর ‘যুবসংঘে’র সভাপতি মুখতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় মুবাল্লিগ শরীফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ ও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ ইদরীস আলী।



আরও