সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 1221 বার পঠিত
১.প্রশ্ন : বাংলাদেশে বর্তমানে ইউনিয়নের সংখ্যা কতটি?
উত্তর : ৪,৫০০টি।
২.প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম গ্রামের নাম কি?
উত্তর : বানিয়াচং (হবিগঞ্জ)।
৩. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়নের নাম কি?
উত্তর : সাজেক ভ্যালি, মাছালং, বাঘাইহাট, রাঙামাটি (৬০৬ বর্গ মাইল )।
৪. প্রশ্ন : প্রস্তাবিত আইটি ভিলেজ কোথায় স্থাপিত হচ্ছে?
উত্তর : যশোর।
৫. প্রশ্ন : বর্তমানে দেশে স্থলবন্দর কতটি?
উত্তর : ১৭ টি।
৬. প্রশ্ন : বর্তমানে দেশে নদী বন্দর কতটি?
উত্তর : ২২টি (ফেরীঘাট ১১টি)।
৭. প্রশ্ন : বাংলাদেশের ৩১০টি নদ-নদীর মধ্যে কোন নদীকে মৃত ঘোষণা করা হয়েছে?
উত্তর : ভোলা।
৮. প্রশ্ন : বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS)-এর প্রতিষ্ঠাকালীন সম্পাদক কে?
উত্তর : ফয়েজ আহমদ।
৯. প্রশ্ন : রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা কোন দেশের অধিবাসী?
উত্তর : মিয়ানমার।
১০. প্রশ্ন : আইভরিকোষ্টের মান শহরে অবস্থিত ‘পতিবিআপ্লু’ গ্রামের ব্র্তমান নাম কি?
উত্তর : রূপসী বাংলা।
১১. প্রশ্ন : দেশের দ্বিতীয় বৃহত্তম রেল বন্দর কোনটি?
উত্তর : রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ।
১২. প্রশ্ন : প্রধানমন্ত্রী মোবাইল ফোনে বাংলায় এসএমএস (SMS) উদ্বোধন করেন কবে?
উত্তর : ২১ ফেব্রুয়ারি ২০১২।
১৩. প্রশ্ন : যাত্রী পরিবহনে বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি?
উত্তর : ঢাকা (দ্বিতীয় বরিশাল)।
১৪. প্রশ্ন : প্রস্তাবিত টাকার জাদুঘর কোথায় স্থাপিত হচ্ছে?
উত্তর : বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমী, মিরপুর।
১৫.প্রশ্ন : রুবেলা কি?
উত্তর : ভাইরাসজনিত এক ধরনের হাম, যা ৩-১৫ বছর বয়সী শিশুদের হয়।
১৬.প্রশ্ন : হাদীছগ্রন্থ ‘বুখারী শরীফ’-এর প্রথম বাংলা অনুবাদ করেন কে?
উত্তর : আল্লামা আজিজুল হক।
১৭.প্রশ্ন : বাংলাদেশের স্থলপথের ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত?
উত্তর : বেনাপোল (যশোর)।
১৮.প্রশ্ন : ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশের কতজন ব্যক্তিত্ব র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেছেন?
উত্তর : ১১ জন।
১৯. কোন দেশ বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষর করে?
উত্তর : রাশিয়া।
২০. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জাতীয় মাথাপিছু আয় কত?
উত্তর : ৮৪৮ মার্কিন ডলার।
২১. প্রশ্ন : বাংলাদেশ সর্বশেষ কোন দেশে দূতাবাস খুলে?
উত্তর : মরিসাস।
২২.আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) সংশোধন বিল জাতীয় সংসদে পাশ হয় কোন তারিখে?
উত্তর: ১৩ জুন ২০১২।
২৩. বর্তমানে বাংলাদেশে মোট বনভূমির আয়তন-
উত্তর : ১.৬০ মিলিয়ন হেক্টর।