সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 947 বার পঠিত
১. প্রশ্ন : আন্ড্রয়েড (Android) অপারেটিং সিস্টেম চালিত ট্যাবলেট কম্পিউটার কোন কোম্পানির? উত্তর : গুগল।
২. প্রশ্ন : বর্তমান জাতিসংঘের প্রধান পরমাণু পরিদর্শক কে?
উত্তর : হারম্যান নাকার্টাস।
৩. প্রশ্ন : ইসরাঈল কর্তৃক দখলকৃত পশ্চিম তীর কোন দেশের অংশ?
উত্তর : জর্ডান (ইসরাইল ১৯৬৭ সালে দখল করে)।
৪. প্রশ্ন : তোপকাপি মিউজিয়াম কোন দেশে অবস্থিত?
উত্তর : ইস্তাম্বুল (তুরস্ক)।
৫. প্রশ্ন : যুক্তরাজ্যের সীমান্তরক্ষী সংস্থার নাম কি?
উত্তর : যুক্তরাজ্য বর্ডার এজেন্সি (UKBA)।
৬. প্রশ্ন : ইউরোপীয় মহাকাশ সংস্থার নতুন রকেটের নাম কি?
উত্তর : ভেগা (Vega)।
৭. প্রশ্ন : ২০১১ সালে বিশ্বে কয়লা উৎপাদন ও আমদানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর : চীন।
৮. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও উচ্চতম সেতু কোন দেশে অবস্থিত?
উত্তর : চীনে।
৯. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও উচ্চতম সেতুর নাম কি?
উত্তর : অ্যাজহাই এক্সট্রা লার্জ সাসপেনশন ব্রিজ (চীন) (দৈর্ঘ ১১৭৬ মিটার)।
১০. প্রশ্ন : মোবাইল ওয়ার্ল্ড ক্যাপিটাল বা মোবাইল রাজধানী হিসেবে খ্যাত কোন শহর? উত্তর : বার্সেলোনা, স্পেন।
১১. প্রশ্ন : বিশ্বের সর্বোচ্চ যোগাযোগ টাওয়ার এবং দ্বিতীয় বৃহত্তম ভবনের নাম কি? উত্তর : টোকিও স্কাই ট্রি (জাপান)।
১২. প্রশ্ন : কোন দেশের সামরিক বাহিনী স্থায়ীভাবে ‘ঢাটমাদাও’ নামে পরিচিত? উত্তর : মিয়ানমার।
১৩. প্রশ্ন : বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ দেশের নাম কি?
উত্তর : যুক্তরাষ্ট্র (দ্বিতীয় চীন)।
১৪. প্রশ্ন : ইন্টারনেটভিত্তিক হ্যাকিংয়ের প্রথম ভাইরাসটির নাম কি?
উত্তর : মরিস ওয়ার্ম।
১৫. প্রশ্ন : ২০১২ সালের ‘বিশ্ব শিশু পরিস্থিতি’ প্রতিবেদনের তথ্যানুসারে, বিশ্বে মেগাসিটির সংখ্যা কতটি?
উত্তর : ২১টি।
১৬. প্রশ্ন : রাশিয়ায় প্রথম ইসলামিক টেলিভিশনের সম্প্রচার শুরু হয় কবে এবং কি নামে সম্প্রচার শুরু হয়?
উত্তর : ১৯ আগস্ট ২০১২, এএল-আরটিভি নামে।
১৭. প্রশ্ন : বাথ পার্টি কত সাল থেকে সিরিয়া শাসন করছে?
উত্তর : ১৯৬৩ সাল থেকে।
১৮. প্রশ্ন : বর্তমানে জাতিসংঘের কতটি শান্তি মিশন কার্যক্রম চালু রয়েছে?
উত্তর : ১৬টি
১৯. প্রশ্ন : মধ্যপ্রাচ্যের কোন দেশে কোন সংবিধান বা সংসদ নেই?
উত্তর : সঊদী আরবে।
২০. প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত?
উত্তর : সঊদী আরবের দাম্মামে।
২১. প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম শহর কোনটি? উত্তর : নিউইয়র্ক।
২২. প্রশ্ন : সিঙ্গাপুর রাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তর : ইনসিক ইউসুফ ইসহাক।
২৩. প্রশ্ন : চাঁদে অবতরণকারী প্রথম মানব নীল আর্মষ্ট্রং কত তারিখে মারা যান? উত্তর : ২৫ আগস্ট ২০১২।
২৪. প্রশ্ন : বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় দিয়েছে?
উত্তর : পাকিস্তান।
২৫. প্রশ্ন : বিশ্বের কোন দেশের মানুষ বেশি শরণার্থী হয়েছে?
উত্তর : আফগানিস্তান।
২৬. প্রশ্ন : ভারতের কোন রাজ্য সরকার বাংলাকে সেখানকার ২য় রাষ্ট্র ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে? উত্তর : ঝাড়খন্ড।
২৭. প্রশ্ন : কোন দেশকে ইউরেশীয় দেশ বলা হয়? উত্তর : তুরস্ক।
২৮. প্রশ্ন : বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কত? উত্তর : ১৯৫টি।